নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
সন্ধ্যা নামার আগে
চল ফিরে যাই নীড়ে,
আঁকাস জুড়ে কালো ছায়া
মেঘের দল রাগ করেছে
ডাকছে বেতাল সুরে।
বৃষ্টি নামার আগে
চল ফিরে যাই নীড়ে।
বৈরি হাওয়া ঝড় তুলেছে
বুকের ভেতর কাপন ধরে,
উড়িয়ে নেয় যদি হৃদয়টাকে
খুঁজবো কথায়- কোন পারে?
হারিয়ে যাবার আগে
চল ফিরে যাই নীড়ে।
ইশান কোণে রাত নেমেছে
ঘন আধার আসছে ধেয়ে,
জোনাক দল মুখ ফেরালে
ছুটবো কোথায়- কোন পাণে?
পথ হারাবার আগে
চল ফিরে যাই নীড়ে।
২| ১৫ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৮
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুলাই, ২০২০ রাত ১২:৪৮
নেওয়াজ আলি বলেছেন: করোনার ভিতর এমনি বাহিরে থাকা ভালো নয়