নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

চলে যাব

১৫ ই এপ্রিল, ২০২১ রাত ৩:১৪

চলে যাব, একদিন ঠিক চলে যাব
সূর্যাস্তের মত রাঙিয়ে দিয়ে
গহীন অন্ধকারের বুকে হারিয়ে যাব,
আলোক বর্ষের চেয়েও দূরে
আহাজারিতে ফিরবো না।

চলে যাবা, একদিন নিশ্চিহ্ন হয়ে যাব
ঝড়ে পড়া শুকনো পাতার মত, নীরবে
টেকো মাথার চুলের মত খুব যতনে
বৃদ্ধার বয়সের মত চলে যাব,
আর ফিরবো না
অভিমানী বুকে- ভালোবাসার মত হারিয়ে যাব।

চলে যাব, একদিন ঠিক চলে যাব
মৃত প্রেমের মত- গুম হয়ে যাব।
চলে যাব, পিছু ফেরার রাস্তা মুছে
নোন ব্যাথা চোখে মুদে
গুম নাম হয়ে যাব,
শহরের বুক থেকে
সাবালিকার হৃদয় থেকে
স্বজনের আঁশ থেকে
না পাওয়া অভিলাষ থেকে,
কুজনের নিন্দা থেকেও
একদিন বিলীন হয়ে যাব
অবচেতন ভাবনার মত,
মনের ভুলেও- আর মনে পড়ব না।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই এপ্রিল, ২০২১ সকাল ১০:০২

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: চলে যাওয়াটা এমন এক নিয়ম, যার ব্যত্যয় হওয়ার কোনো সুযোগ নেই।

চলে যাব- তবু আজ যতক্ষণ দেহে আছে প্রাণ
প্রাণপণে পৃথিবীর সরাব জঞ্জাল,
এ বিশ্বকে এ শিশুর বাসযোগ্য করে যাব আমি—
নবজাতকের কাছে এ আমার দৃঢ় অঙ্গীকার।
অবশেষে সব কাজ সেরে,
আমার দেহের রক্তে নতুন শিশুকে
করে যাব আশীর্বাদ,

তারপর হব ইতিহাস॥


আপনার কবিতা ভালো হয়েছে।

২| ১৫ ই এপ্রিল, ২০২১ দুপুর ১২:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.