নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
বারবার তোমার সামনে প্রশ্নচিহ্ন রেখে
আমি নিরুদ্দেশে হারিয়ে যাব।
অস্ফুট জবারাঙ্গা পাপড়িতে
প্রণয়ের বাণ ডাকবে যখন
আমি মধুর ভ্রমর গুঞ্জন হব।
আমিও স্নান করবো
তোমার অঙ্গ ছোয়া শীতল জলে,
তীব্র প্রেম ভাসিয়ে নিয়ে যাক আমাকেও।
ধূসর ধোয়াটে অস্বচ্ছ আবেগে
ভেসে যাই, ভেঙ্গে যায়, ভেঙ্গে যাক
আমার ভেতরের সব।
ধ্বংশ হোক, ধ্বংশ হোক
আমার স্থাবর জীবনানন্দ,
ধ্বংশের ভেতর প্রস্ফুটিত হোক
সৃষ্টির নতুন বীজ।
উম্মক্ত আকাশে তারাদের ভীড়ে
এক ধূবতারা হবার দূর্বোধ দুঃসাহসে
একে একে নিভিয়ে দেব সমস্ত তারাদের,
চাঁদ কেও দিয়ে দেব অভিশাপ
নিকোষ কালো মেঘে সে ঢেকে যাক।
আমার অলস চোখ জুরে
কেবল তোমার মুখ ছেয়ে থাক।
আমি শুধু তোমাকেই দেখি
লাল রঙ্গে, গভীরতার গন্ধে।
অসহ্য রহস্য অস্থিরতায় ডুবে যাক
গভীর- নির্জন, আমি সসম্পূর্ণ নিমজ্জিত হই
এই আধেক আমি, তোমায় ছুয়ে পূর্ন হই;
কেবল এইটুকু, আর কিছু আশা নাই।
২| ৩১ শে অক্টোবর, ২০২১ বিকাল ৩:৩১
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।
©somewhere in net ltd.
১| ৩১ শে অক্টোবর, ২০২১ রাত ১২:২৫
ইসলামিক_নলেজ বলেছেন: সুন্দর হয়েছে