নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
এই জন্মের সব ঋন শোধ করে দেব,
দেনার খাতায় বাড়ছে যত পাওনাদারের নাম
সব হিসাব চুকিয়ে দেব।
তীব্র ঘৃণার প্রতিদানে দেব বিষাক্ত ধুতুরার ফুল
ঐ আমার প্রেমের নির্দশন,
ভালোবাসা শিখিয়েছে তো তোমাদের সম্ভ্রান্ততন্ত্র
ফিরিয়ে দেব।
তীক্ত কথায় তীক্ষ্ণ শব্দের আঘাত যত
ফিরিয়ে দেব।
গাড়ল জিহ্বার যত গড়ল
ফিরিয়ে দেব।
হিংস্র হিংসার ধারালো নখে খুচিয়েছো যত
এই কলঙ্কিত শরীরে- হিসাব রেখো
পরিশোধ করে দেব প্রতিটি বিষবাক্য।
এই যে ভ্রুক্ষেপ করছো না
মুখের উপর এটে দিচ্ছো সদর দরজা;
একদিন এই নির্দয় প্রত্যাখ্যান ও
ফিরিয়ে দেব, নির্মম উপেক্ষাতে।
তোমাদের অযাচিত ঋণে
ঝুকে পড়েছে আমার কাধ
চুকিয়ে দেব লেনদেনের প্রতিটি হিসাব;
যত অবহেলা, বঞ্চণা।
ভেতরে যা কিছু জমেছে ঐশ্বর্য
রাগ ঘৃণার প্রাচুর্য, ফিরিয়ে দেব।
তোমার দেওয়া প্রতিটি ব্যাথা
ফিরিয়ে দিয়ে নিঃশ্ব হয়ে যাব।
একদিন সব ঋণ শোধ করে দেব
এই নষ্ট জন্মের।
২| ১৩ ই জানুয়ারি, ২০২২ রাত ৯:৫২
তানীম আব্দুল্লাহ্ বলেছেন: আপনি প্রতিশোধ-পরায়ন !
©somewhere in net ltd.
১| ১৩ ই জানুয়ারি, ২০২২ বিকাল ৪:০১
জুল ভার্ন বলেছেন: সব ঋণ শোধ করা যায়না।