নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

দুশচিন্তায় রাত যায়, আমার ঘুম আসে না।

১৫ ই জানুয়ারি, ২০২২ রাত ১০:০৬

রাতের অন্ধকার ফিকে হয়ে গেলে
যখন ভোরের সূর্য উঠি উঠি করে,
ভেসে আসে মোয়াজ্জিমের আজানের ধ্বনি
ঘুম ভাঙ্গে সকালের
ব্যাস্ততায় ছোটে মানুষ
একটু পড়েই জাগ্রত হবে দুপুর;
আমার দু'চোখ তখোনো জেগে
ব্যার্থ জীবনের হিসাব কষতে।

সহস্র রাত্রি পেড়িয়ে যায়
এমনি নির্ঘুম, হিসাব মিলে না।
খরচের পাতাটা বড্ড বড়
কলঙ্কের কালি লেপ্টে আছে,
চোখে পড়ে কেবলি পাওনাদারের নাম
দেনার দায়ে বিকিয়ে দিয়েছি জমির;
তবুও কি শোধ হল সবটুকু ঋন!
নির্লোভ জোস্নার দেনা?
ঐ নরম আলোয় কতবার করেছি অবগাহন।
দু'কান ভরে আছে জীবনের আর্তনাদে,
চোখ ঋনি প্রেয়সির কাছে
ঠোট ঋনি ঠোটের কাছে
শরীর ঋনি শরিরে
এই জন্ম ঋন কি শোধ হবে?
দুশচিন্তায় রাত যায়, আমার ঘুম আসে না।

এই যে বারবার ফিরিয়ে দিচ্ছো
হাহাকারের আর্তনাদ শুনছো না
মুখের উপর এটে দিচ্ছো সদর দরজা;
এই নির্দয় প্রর্ত্যাখান কী করে ফিরিয়ে দেব?
দুশ্চিন্তায় রাত যায়, আমার ঘুম আসে না।

লভ্যাংশের পাতাটাতে চোখ গেলেই আঁৎকে উঠি
ক্ষতির খাতাটা বড্ড ভারী;
আমার সরল অংক ভুল হয়ে যায়।

আমি জীবনের হিসাব কষতে কষতে এভাবেই,
সহস্র রাত নির্ঘুম কাটিয়ে ফেলি।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.