নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
আমি খাই না কিছু, তাই স্বাস্থ্য সরু, বলে লোকে
আমার বুঝি স্বাদ নেই জ্বীবে, রুচি নেই আর মুখে
আমি বুঝি থাকছি অনাহারে, অভাবে মরছি ধুকেধুকে;
আমার কি অসুক কিরেছে, অসুকে বিসুখ হয়েছে
পাড়ছি না তাই খেতে? বলে লোকে।
লোকেরে আর দোষ দেব কীসে
দেখো- হরেক পদের খাবার নিয়ে
হুরোহুরি করছে সবে মিলে,
কেউ গাল খেয়ে গাল ফুলিয়েছে
কেউ বাকবাকুম তুমুল আদর পেয়ে।
কারো টেবিল নিচে ঘুষের পাহার
বিলাসী পেট বেড়েছে;
কেউ বা সুদের হারেম, খাচ্ছে চুষে চুষে।
খাবার ঘরে অন্য মজুদ, কোলস্টরে আলু
আবর্জনা খুজে খাচ্ছে পথ শিশু।
খাবার এমন হীরিক পড়েছে, খাচ্ছে সবাই চেটে
লুটেপুটে খেয়ে নিলো, মন্ত্রি শালার পেটে।
মহাজনে রক্ত চোষে, শ্রমিক মরে ধুকে;
কর্পরেটের দ্বৈত্যটাও, মগজ খেল খুলে।
নরম খাবার গরম করে
পত্রিকা গুলো উঠে এলো পাতে;
নারীর দেহ কাচা খেল পুরুষ গুলার চোখে।
রাষ্ট জুড়ে ওষ্ঠ সবার, এমন বড় হা
আস্ত পৃথিবি চিবিয়ে খাবে, হিংস্র পেটের ক্ষুধা।
ক্ষুধার জ্বলায় জগৎ কাদে, নেইতো ক্ষুধার শেষ
হাগতে বসেও লড়ছে দেখো হিসাব নিয়ে ভাগের।
বিনোদনের আচার খেলো; রোষ্টে আর ঝোলে
ভাজার উপর এমন ভাজা; ভাজছে পচা মাছে,
ভাগাড় থেকে আনছে তুলে সস্তা রুচিবোধে
লাজ-শরমের হায়া খেল ঘোমটা পেখম মেলে।
বিবেক বোধের আহার করে লোভের ললাট বেড়ে
দিন ভিক্ষারি চেয়ে খায়, তক্ত- তাউস কেড়ে।
ধর্মটাকে খাচ্ছো যত লেবাস গুলো বেটে
নিশীথিনী আচল বিকায় নষ্ট পেটের দায়ে।
খাবার উপড় পড়ছে সাবাই হামলে তুমুল ভাবে
খাবার নিয়েই লড়ছে মানুষ; খাওয়ার জন্যই মরে।
চাতক মরে তৃষ্ণ জলে; কবি নারীর বিষে
আধার রাতে চরক গুলো জোস্না খুজে মরে।
সুখের দেহ পোকায় কাটে তুমুল অনাদরে
দুখের ঘর চন্দ্র সেকে তপ্ত চোখের তাপে,
নরম ফুলের মধু খেয়ে ভ্রমরা নাচে দুলে
নেশায় মাতুল কষ্ট গুলো মাতাল খেল গিলে।
ভালোবাসা খেয়ে কেউ ভাসছে নরম বুকে
ঘাতক প্রেমের আঘাত খেয়ে কাদছে চুপে চুপে,
কারো থালায় পদের বাহার; কারো থালায় হাওয়া
কার হাড়িতে কী চড়েছে? খবর রাখছে কেবা।
এত খাবার ধুলায় লুটে খাচ্ছি কী স্বাদে
দুবেলা ডাল আর ভাতে, তাতে কি মেদ বাড়ে!
হরেক রঙের মেলাতে রকম মানুষ আছে
কেউ খায় বাচার জন্যে, কেউ খাওয়ার জন্যই বাচে।
০৬ ই আগস্ট, ২০২২ রাত ৮:১৯
পাজী-পোলা বলেছেন: প্রথমত ধন্যবাদ আপনার ধৈর্য শক্তিকে, পুরোটা পড়েছেন। দ্বিতীয়ত ধন্যবাদ আপনার আবার ভালোও লেগেছে। কৃতজ্ঞতা জানবেন।
©somewhere in net ltd.
১| ০৬ ই আগস্ট, ২০২২ বিকাল ৫:৪০
মিরোরডডল বলেছেন:
হরেক রঙের মেলাতে রকম মানুষ আছে
কেউ খায় বাচার জন্যে, কেউ খাওয়ার জন্যই বাচে।
বাস্তবতার আলোকে লেখাটা ভালো লেগেছে ।