নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আমাকে তাঁর কথা বলো

০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:২৬

চাঁদে প্রথম কে গেছে
কার স্পর্শ পড়েছে
সে নিয়ে আমার বিন্দুমাত্র আগ্রহ নেই।
তোমার শরীর কে কে ছুঁয়েছে
আমি জানতেও চাই না।

বলো, মন কে ছুঁয়েছে?
তোমার বেখেয়ালি মধ্য দুপুর
বিষন্ন সন্ধ্যা, নিস্তব্ধতার রাতে কে সঙ্গ জুগিয়েছে?
তপ্ত দুপুর রৌদ্র পথে
প্রতীক্ষার হাজার প্রহর
আমার মত কে দাঁড়িয়ে থেকেছে?
আমাকে তার কথা বলো
যখন তুমি হারিয়ে যাও কথার মাঝে
হাতের চুড়ি নাচতে থাকে;
আমার মত চুপটি করে শুনতে কে জানে?
কার ওমন দায় পড়েছিলো?
তোমায় দেখতে পাবার নেশার বশে
ঝুম বৃষ্টি মাথায় ফেলে
পথের হাজার খন্দ পার হয়েছে।
আমাকে তার কথা বলো
কার হাতের মাঝে হাত ছোঁয়ালে
উষ্ণ ছড়ায় শরীর জুড়ে?

তোমার শরীরে কে তুফান তুলেছে
কার শীৎকারে ভেসে গেছো এবং কতদূর
সে গন্তব্য অজানাই থাক।
বরং আমাকে তার কথা বলো
তোমার মন খারাপের মেঘলা দিনে
চোখের পাতায় অশ্রু এলে;
বুকের মাঝে কে আগলে ধরেছে?
তোমার তো মন খারাপের-ই ব্যামো
ওমন কঠিন রোগও
কার ছোঁয়ায় ঠিক সেরেছে?
হৃদয় জুড়ে কে এমন দাগ ফেলেছে?
আমাকে তার কথা বলো
কে তোমার মন ছিঁড়েছে?
কার জন্য তোমার এমন হাল হয়েছে
আমার মতই মস্ত বড় ভুল হয়েছে?

আমাকে তার কথা বলো
বলো সে কোন রং এর জামা পরে?
চুলের সিথি কোন পাশে, লম্বা না বে‍ঁটে?
কথা বলে যখন,
সেকি চোখের দিকে তাকিয়ে বলে?
ঠোঁটের দিকে তাকানোর মানুষ তো বহুত আছে
আমার মতন কে এমন
তোমায় শুধু দেখেই গেছে?

আমাকে তার কথা বলো
কে তোমার মন কেড়েছে?
আমি কেবল তার কথা শুনতেই আগ্রহী
কারণ আমি তাকেই বড় ঈর্ষা করি।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৩

বাকপ্রবাস বলেছেন: পাজী কোবিতা

০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৪

পাজী-পোলা বলেছেন: :-*

২| ০৭ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৩৭

আলমগীর সরকার লিটন বলেছেন: সবই যদি অজানাই থাকে
কি দরকার ছিল এসব!

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১১

পাজী-পোলা বলেছেন: জানতে তো চাই। কিন্তু কী জানতে চাই আপনি বোধয় সেই বিষয়ে আগ্রহী না।

৩| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ১২:২৭

অক্পটে বলেছেন: সুন্দর সাবলীল। মুগ্ধ!

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। ভালো থাকবেন।

৪| ০৭ ই আগস্ট, ২০২৩ দুপুর ২:৪৫

সৈয়দ মশিউর রহমান বলেছেন: ভালো লেগেছে।

০৭ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:১৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই। ভালোবাসা নিবেন।

৫| ০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১০:৪১

রাজীব নুর বলেছেন: কবিতায় প্রলাপ বকেছেন।

০৭ ই আগস্ট, ২০২৩ রাত ১১:৩১

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। কবিতার জ্বর হয়েছে, তাই প্রলাপ বকেছি।

৬| ০৮ ই আগস্ট, ২০২৩ সকাল ১১:৪৭

সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অনেক পরিণত ও পরিপক্ব একটা কবিতা। কবিতার লাস্ট লাইনটা কবিতাকে এতখানি পরিপক্বতা দিয়েছে। অকপটের সাথে আমিও বলছি - সুন্দর, সাবলীল। মুগ্ধ!

শরীর না, মনটাই আসল। এ শরীর কতজনে খায়, খাবলে খুবলে জোর করে খায়, কিন্তু মন পায় শুধু একজনই, যেজন মনটাকে ছুঁতে পেরেছে। প্রেমে পড়ার বয়স থেকে আমিও এমনটাই ভাবতাম, এখনো তাই মনে করি।

মন খারাপের মেঘলা আকাশ - সম্ভব হলে এ কথাগুলো পালটে ফেলুন, বহুল ব্যবহৃত শব্দগুচ্ছ। প্রচলিত শব্দগুচ্ছ যত এড়িয়ে চলা যায়, একটা কবিতা তত সরস, স্বকীয় ও সাবলীল হয়ে ওঠে। আরো কিছু শব্দ কখনো ব্যবহার করবেন না - মালা (যেমন কথামালা), ক্যানভাস, হৃদয়, তরে, ইত্যাদি। কোনো কোনো কবি এগুলো এত বেশি ব্যবহার করে ফেলেন যে অ্যাবিউসের পর্যায়ে চলে যায় :) এবং স্বভাবতই তারা কবিতায় এখনো সাবলীলতা লাভ করতে সমর্থ হন নি।




০৮ ই আগস্ট, ২০২৩ সন্ধ্যা ৬:২৯

পাজী-পোলা বলেছেন: আপনার ভালো লেগেছে শুনলে এত খুশী হই, মনেহয় যাক কিছু একটা লিখেছি যা একেবারে ফেলনা নয়।

অধিকাংশই তো প্রচলিত। "চোখের কাজল, কপালের টিপ, কার কথা ভেবে সমস্ত দিন কেটে যায়।"

আপনার পরামর্শ বরাবরি আমি অনুসরণ করি, যতটুকু আমার মেধায় ধরে। এবারও করবো নিশ্চিত।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.