নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আমার তো তবুও আছে

০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১:৩৪

আমার এক পেয়ালা দুঃখ আছে
এক পলকের কষ্ট আছে,
এক লহমে ভেঙ্গে যাওয়া হৃদয় খাঁজে
এক প্রহরের ব্যাথা আছে।
মাঝ দুপুরের নির্জনতা আছে
রাতের বুকের নিস্তব্দতা আছে,
বিরহের যাতনা আছে
বিচ্ছেদের কাতরতাও আছে।

ভুল করা বালিকার প্রথম চুম্বন আছে
ফিরিয়ে দেওয়া প্রত্যাখান আছে
অবহেলিত অনাদর আছে
নির্মম উপেক্ষাও আছে।
কত মানুষের কত কী নেই
আমার তো তবু আছে।

চায়ের কাপ হাতে নিকোটিনের ধোঁয়া
ঠোঁঠের উপর তপ্ত চুমু,
প্রবল শৈত্যপ্রবাহে শিশিরের অশ্রু
দীর্ঘনিশ্বাসে কাঁপন ধরা হিমেল হাওয়া।
ভোরের ঘুম সন্ধ্যার বোতলে ডুবে যাওয়া
দীর্ঘ রাত্রি খোলা চোখে একাকীত্ব যাপন।
কত মানুষ কত কী না পাওয়ার
বেদনায় আর্তনাদ করছে
আমার তো তবুও আছে।

ছিন্ন শিকড় আমি, প্রকান্ড বৃক্ষ হতে পারিনি
এক আজন্ম পরাজিত মানুষ
হেরেছি জীবন যুদ্ধের প্রতিটি জুয়া
পাশার দানের শেষ বাজি প্রিয়তমাকেও।
হারতে হারতে তলানিতে ঠেকেছি আর জায়গা নেই।

কত মানুষ-ই তো কত কী হতে পারেনি
অমল কান্তি রৌদ্রুর হতে পারেনি
আমি তো তবুও হয়েছি
কারো এক জনমের সবচেয়ে বড় ভুল হয়েছি।

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:২১

বিজন রয় বলেছেন: ভুল, আফসোস, অপ্রাপ্তি এসব নিয়েই জীবন।
কবিতায় এসব দেখলাম।

বেশ!

০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩১

পাজী-পোলা বলেছেন: সম্পূর্ণ একটা জীবনে এসবই তো শুধু কুড়িয়েছি।

ধন্যবাদ।

৩| ০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৪০

মিরোরডডল বলেছেন:




আমি তো তবুও হয়েছি
কারো এক জনমের সবচেয়ে বড় ভুল হয়েছি।


বরাবরের মতো পাপোর লেখা ভালো হয়েছে।

কিছু বানান ঠিক করে নিলে আরও ভালো লাগবে পড়তে।

আবহেলিত না, অবহেলিত।
ধৌয়া না, ধোঁয়া।
ঢুবে না, ডুবে।
বাজী হবে না, বাজি।


০৯ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:৩২

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ মিরর। ঠিক করে নিয়েছি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.