নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

সমস্যা হচ্ছে যে, ভুলতে পারছি না

১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৫৪



সমস্যা হচ্ছে যে- আমি ভাবছি
তুমি ভাবছো না আর আমার কথা।
একলা দুপুর নিঝুম হলে- ছাতিম তলায়
আমার কাঁধে এলিয়ে দেওয়া তোমার মাথা
কোলের উপর হাতটি রেখে
আস্ত দুপুর ঝুম রৌদ্রুরে ভেজা,
সেসব আর তোমার মনে পড়ছে না।

সমস্যা হচ্ছে যে- আমি ভাবছি
তুমি আর ভাবছো না
কতগুলো রাত আমরা কাটিয়েছি মুঠোফোনে।
বিবাহ বাসর থেকে অনাগত সন্তানের নামকরণ
গুছিয়েছি প্রতিটি পদক্ষেপ।
সমস্যা হচ্ছে যে, আমি ভাবছি
সেসব আর তোমার মনে পড়ছে না।

সমস্যা হচ্ছে যে, আমি ভাবছি
তোমার আর মনে পড়ছে না
আকাশে বিন্দু বিসর্গ মেঘ দেখলেই
আমি ছুটে যেতাম তোমার বাড়ির সামনে
পূবাল হাওয়ায় পাঠিয়ে দিতাম উড়ন্ত চুম্বন
তুমি জানালে খুলে এসে দাঁড়াতে।

সমস্যা হচ্ছে যে-
সেসব ভুল বানানে অজস্র অগোছালো কথামালা
আমি আজও লিখে চলি
কেবল তুমি আর সেসব পড়ছো না।

সমস্যা হচ্ছে যে-
তোমার বুকের ব্যাথা বাড়লেই
বকুল ফুল এনে দিতে হত।
সমস্যা হচ্ছে যে- আমি ভাবতাম
ফুলের বাহানায় তুমি আমাকেই দেখতে চাও
আমাকে না দেখলেই তোমার ব্যাথা বেড়ে যায়।
এখন তবে ও ব্যাথা কী করে সারো?
কে এনে দেয়, তোমার গারদের পাহার ডিঙ্গিয়ে?

সমস্যা হচ্ছে যে- তোমার আমার প্রতিটি মূহুর্ত
নিকোটিনে পুড়ে যাওয়া আমার ঠোঁটে তোমার শীতল চুম্বন
আধখোলা শাড়ির ভাজে গভীর অনুরাগে ডুবে যাওয়া
সেসব আর তোমার মনে পড়ছে না,
এক জনমের সমস্ত সৃতি
এত সহজে কি মানুষ ভুলতে পারে?

সমস্যা হচ্ছে যে- আমার তোমাকে ভুলতে হবে
দূরের ছায়া কাটাতে হবে-
তুমিও বলেছিলে 'ভুলে যেতে।'
আর কিছু না হোক
তোমার জন্যই তোমাকে ভুলতে হবে।

কিন্তু সমস্যা হচ্ছে যে-
আমি ভাবতেই পারছি না
তুমি আর আমার কথা ভাবছো না,
তাই তোমাকে আমার ভোলা হচ্ছে না।

রাত্রি এলে আমার চোঁখে সেসব দিনের স্বপ্ন নামে।

মন্তব্য ১৩ টি রেটিং +২/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:০৬

মিরোরডডল বলেছেন:





আবারও ঢুবে যাওয়া?
ডুবে যাওয়া হবে।


১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৪

পাজী-পোলা বলেছেন: :-P :P

২| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:১৭

মিরোরডডল বলেছেন:





সমস্যা হচ্ছে যে-
তোমার বুকের ব্যাথা বাড়লেই
বকুল ফুল এনে দিতে হত।
সমস্যা হচ্ছে যে- আমি ভাবতাম
ফুলের বাহানায় তুমি আমাকেই দেখতে চাও
আমাকে না দেখলেই তোমার ব্যাথা বেড়ে যায়।
এখন তবে ও ব্যাথা কী করে সারো?
কে এনে দেয়, তোমার গারদের পাহার ডিঙ্গিয়ে?


কবিতায় ভালো লাগা।

১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৩| ১০ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৫:২২

বাকপ্রবাস বলেছেন: পেঁয়াজের দাম বেড়ে সমস্যা আরো বেড়েছে

১০ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৪৬

পাজী-পোলা বলেছেন: পেটেও সমস্যা, মাথাতেও সমস্যা, মনে তো সমস্যা অনেক আগে থেকেই আছে।

৪| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৭

বিজন রয় বলেছেন: এমন সমস্যা সাবরই হয়। শুধু কবিদের ছাড়া।

১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:১৯

পাজী-পোলা বলেছেন: কবিদের হয় না কেন?

৫| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:২২

বিজন রয় বলেছেন: কারণ কবিরা কবি তাই।

১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩১

পাজী-পোলা বলেছেন: পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ শিল্প হল দু:খ, সে প্রেমের হোক, অপমানের হোক অথবা ক্ষুধার। চারপাশে তাকিয়ে দেখেন, যত শিল্প অমর হয়ে আছে সবি দু:খের।

কবিদের হয় বলেই কবিরা লিখতে পারে।

৬| ১০ ই ডিসেম্বর, ২০২৩ রাত ১০:৩৫

বিজন রয় বলেছেন: বাহ! একদম ঠিক বলেছেন।
এটাই চিরন্তন।

আপনি বানানগুলো ঠিক করে দিন।

৭| ১১ ই ডিসেম্বর, ২০২৩ ভোর ৫:৫৪

সামরিন হক বলেছেন: সমস্যা হলো যে ভাবছি,জাতীয় সমস্যা।

৮| ১১ ই ডিসেম্বর, ২০২৩ সকাল ১১:৪৪

রাজীব নুর বলেছেন: বাস্তব অভিজ্ঞতা থেকে লেখা কবিতা গুলো ভালো হয়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.