নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চেষ্টাই আছি........
বত্রিশটি বছর পেরিয়ে এসেছি
পাড়িয়ে এসেছি অজস্র চোরাপথ, গলিপথ, রাজপথ, বুকের উদ্যান।
সহস্র না পাওয়ার মাঝে, হারিয়েছি শতাধিক
শখের লাটাই, ঘুড়ি, লাটিম
প্রিয় কানামাছি, ভৌ-দৌড়, খেলার মাঠ,
সহপাঠী, স্কুল মোড়ের চালতা গাছ
বিদেশী বাড়ির বাগান- লিচু চুরি
করোতোয়ায় আস্ত দুপুর ঝাপাঝাপি।
কানা বগার ঠাং খোড়া করে দেওয়া থেকে
তালপট্টির সাথে রোজ মারামারি,
এক আজন্ম দুরন্ত শৈশব।
হারিয়েছি কৈশরের উদ্দিপনা
উদ্দামতা, উদ্দেশ্য।
বেহায়া পাড়ার গলিপথ প্রথম চিনেছি
লাজ-শরমহীন পাড়ায় আমার রোজ আনাগোনা
ও পাড়ায় থাকতো আমার প্রেয়সি
লোকে তাকে লজ্জাহীন বলে ডাকে।
নিষিদ্ধ গন্ধমে অভিসিক্ত হতে হতে হয়েছি অভিশপ্ত
আঁকড়ে রাখতে পারিনি কিছুই,
ছেঁড়ে এসেছি মায়ের আঁচল, বাবার কাঁধ, দুধভাত।
যৌবনের বিষাক্ততায় হারিয়েছি ঠোঁট, শাড়ির ভাঁজ, নিষাক্ত প্রেম।
হারিয়েছি অনেক কিছুই
প্রথম সিগারেট, বাবার পকেট চুরি
মধুবনে সিনেমা, ইয়াকুবের সুন্দরী, ভিএমের রুপসী
হারিয়েছি বেড়ে ওঠা হাত
বন্ধুর কাঁধ, উৎসৃঙ্খলায় ভেসে যাওয়া।
হারিয়েছি মায়ের অনুযোগ, বাবার অভিযোগ
এখন আর কেউ কিছু বলে না
তবুও বাঁশ ঝাড় তলা যাওয়া মানা
ফুলবাড়ি মাঠ, শ্মশান ঘাট।
বত্রিশটি বছর পেরিয়ে এসেছি
কাঠাল তলা, ইছায়দহ ছাড়িয়ে এসেছি
সাবগ্রাম, বনানী, মাটিডালি
ছেলেমানুষী ভোলানো বাঁদুর তলা
শুরার আসর সুইপার পট্টি।
অজস্র চেনামুখ হারিয়েছি অচেনা বাঁকে
বুকের উপর ছুড়ি বসিয়েছে কেউ
কেউ লুকিয়ে পিঠের ভাজে,
এক একটি মুখের সৃতি বয়ে নিয়ে এসেছি
বুকের ওজন এখন বড্ড ভারী।
বত্রিশটি ঋতু পেরিয়ে এসেছি
চিনেছি ঋতুশ্রাবের রঙ,
সেই প্রথম ভুল, অজানা কুল
নিষিদ্ধ পাড়ায় জানাশোনা।
সাতমাথায় থেকেছি দিশাহীন
যেন উদ্ভ্রান্ত এক পথিক,
বউ বাজারের পথ ধরে
তোমার বাড়ির রাস্তায় হেঁটেছি বহুদিন
জেলখানার মোড়ে ও ফেলে এসেছি অনেকটা সময়,
জন্মস্থান চেলো পাড়ার প্রতিটি চোরা গলিতে
ফেলে এসেছি গায়ের গন্ধ।
বিত্রিসটি বসন্ত পেরিয়ে এসেছি,
এক জনমে হারিয়েছি সহস্র জন্ম
অজস্র না পাওয়া কে হারিয়েও থেকেছি অনড়।
তবু সবকিছু ছাপিয়ে কেবল তোমাকেই
হারানোর বেদনায় আর্তনাদ করছি।
এক জীবনে পরাজিত আমি
তবু সবকিছু ছাপিয়ে
কেবল তোমার কাছে পরাজয়ে হা-হুতাশ করছি।
এখন সামনে কেবল অজানা আকাঙ্খা
যেন কিছুই জানি না আমি
হারাতে হারাতে এভাবে হারিয়ে যাব আমিও একদিন
"তবু আজ আমার শুভ জন্মদিন। "
(১৫-ই ফেব্রুয়ারী)
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
২| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৭
প্রামানিক বলেছেন: অতীত জীবনটা হারানো জীবনই বটে।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৮
পাজী-পোলা বলেছেন: আমরা মূলত মূহুর্তেই বাঁচি। প্রতিটি মুহুর্তই এক একটি জীবন।
৩| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৮
করুণাধারা বলেছেন: লগইন করতে গিয়ে আপনার কবিতা চোখে পড়লো। মনে পড়লো আজকে কার জন্মদিন!
অবশ্য আমি বুঝতে পারছি না আজকে আপনার জন্মদিন কিনা! ১৫ই ফেব্রুয়ারি কী? যেদিনই হোক, শুভকামনা রইল।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৯
পাজী-পোলা বলেছেন: ১৫-ই ফেব্রুয়ারী।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৪| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫১
মিরোরডডল বলেছেন:
কবিতায় অনেক অনেক ভালোলাগা। বর্ণনাগুলো যেনো ছবির মতো দেখতে পাচ্ছি।
ধারাপুর মতো আমিও কনফিউজড, আজ জন্মদিন? ১৫ ফেব্রুয়ারি হলে আজ এই কবিতা কেনো!
এনিওয়ে, বার্থডে বয় পাপোকে জন্মদিনের শুভেচ্ছা, সেটা যেদিনই হোক না কেনো।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
পাজী-পোলা বলেছেন: সমস্যা হল, শব্দ যখন মাথার ভেতরে ঢুকে, না লিখে পর্যন্ত শান্তি পাই না, মাথায় যন্ত্রণা হয়। কিছু শব্দ, লাইন মাথার ভেতর চক্রাকারে ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। বিরক্তিকর, অসহ্যকর।
ব্লগটাকে আমি ডায়েরির মত ব্যাবহার করি। সেক্ষেত্রে লেখা ড্রাফটে রাখা যায় কিন্তু ফিডব্যাক পাওয়ার একটা লোভ কাজ করে।
মন্তব্যের জন্য ধন্যবাদ।
৫| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:০৯
বাকপ্রবাস বলেছেন: শুভ জন্মদিন
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৫
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৬| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৭:২৪
সেলিম আনোয়ার বলেছেন: শুভ জন্মদিন নিরন্তর শুভকামনা।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৬
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
৭| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:০৪
শেরজা তপন বলেছেন: জন্মদিনের শুভেচ্ছা- দারুন ঘটনাবহুল জীবন আপনার। এত বড় জীবনের গল্প একটা ফ্রেমে বাঁধা ব্যাপার নয়।
* কবিতাটা ফের রিভাইস করবেন। অতি সাধারন কিছু ভুল চোখে পড়ল।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ। অবশ্যই চেক করবো।
৮| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ রাত ৮:৪৫
সামরিন হক বলেছেন: পাজী পোলা এবার ভালো হোক। শুভকামনা ।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ আপু।
৯| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৩
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
১৪ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:৪৭
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।
১০| ১৪ ই ডিসেম্বর, ২০২৩ বিকাল ৪:৩৯
মিরোরডডল বলেছেন:
ব্লগটাকে আমি ডায়েরির মত ব্যাবহার করি। সেক্ষেত্রে লেখা ড্রাফটে রাখা যায় কিন্তু ফিডব্যাক পাওয়ার একটা লোভ কাজ করে।
ড্রাফট কেনো? পোষ্ট করবে, আমরা পড়বো।
১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২২
পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ মিরর।
১১| ১৫ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:৫০
রাজীব নুর বলেছেন: আবার এলাম। কে কি মন্তব্য করেছেন সেটা জানতে।
১৬ ই ডিসেম্বর, ২০২৩ দুপুর ১২:২৩
পাজী-পোলা বলেছেন: আবার আসার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১| ১৩ ই ডিসেম্বর, ২০২৩ সন্ধ্যা ৬:১৪
খায়রুল আহসান বলেছেন: বেশ ঘটনাবহুল আপনার এ জীবন।