নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

জাগ্রত হও

১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:৫৫

অস্ত্র প্রেম চেনে না, ধর্ম চেনে না
অস্ত্র চেনে কেবল বুক, রক্ত।
অস্ত্রধারীর যদি বিবেক লোভ পায়
যদি ক্রোধে উম্মাদ হয়ে যায়
তবে সহিংসতা ঠেকাবে তুমি
কোন ফুল দিয়ে? মাল্য পরাবে খুনীর গলায়?
বিশ্বাসের বুকে আগলে নেওয়া ঘাতক ছুরির আঘাত
কোন মোহে ফেরাবে?
প্রেমের শুধায় কী বিষের পেয়ালা মধু হয়ে যায়?
যদি না বিষধারীর হৃদয়ে মায়া জাগ্রত হয়
হত্যাযজ্ঞ তুমি ঠেকাবে কী করে?

গদিতে স্বয়ং ঈশ্বর
যা কিছু করতে পারার অপার
ক্ষমতার নেশায় বুদ হয়ে যাওয়া
মাতাল উম্মাদ কে তুমি
কোন জান্নাতের লোভ দেখাবে?
স্বৈরশাসকের বিধানে লাল গোলাপ নয়;
রক্তাক্ত বুক দিয়ে অধিকার আদায় করে নিতে হয়।
ছুটে আসা বুলেট তুমি কী দিয়ে আটকাবে
ঘাতক সৈনিকের মগজে যদি না বোধ জাগ্রত হয়,
একজন নৃশংস খুনীও ফুল ভালোবাসতে পারে
খুনী কে তুমি কোন রূপে চিনবে?

পদতলে পিষে যাওয়া পা কী করে আটকায়
তোমার পায়ের তলায় পদদলিত হওয়া পিঁপড়াদের জিঙ্গেস করো?
যদি না তোমার ভিতরে মনুষ্যত্ব জাগ্রত হয়?

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৩৪

নয়ন বড়ুয়া বলেছেন: চমৎকার লিখেছেন...

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

২| ১৩ ই জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

সোনাগাজী বলেছেন:



আমি কি কমেন্ট করবো, নাকি দরকার নেই?

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:০৯

পাজী-পোলা বলেছেন: আপনার ইচ্ছা....আমি রিপোর্ট করি না।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:১৪

পাজী-পোলা বলেছেন: আপনি ব্যান্ড মুক্ত দেখে ভালো লাগলো, মনেহল দীর্ঘ রমাজানের পর শয়তান খাঁচা মুক্ত হল।

আশাকরি কিছু মনে করবেন না। খোঁচা দিয়ে বুঝালাম, খাওয়ার অভ্যাস আমার আছে। আপনি আগেও অনেকবার দিয়েছেন।

৩| ১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৩৬

মিরোরডডল বলেছেন:




পাপোর লেখা অনেকদিন পর।

নিসংসস এটা নৃশংস হবে।

প্রেমের শুধায় কী বিষের পেয়ালা মধু হয়ে যায়?
যদি না বিষধারীর হৃদয়ে মায়া জাগ্রত হয়
হত্যাযজ্ঞ তুমি ঠেকাবে কী করে?


লেখায় ভালোলাগা।

১৩ ই জানুয়ারি, ২০২৪ রাত ৮:৫৩

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ মিরর।

ঠিক করে নিয়েছি।

৪| ১৪ ই জানুয়ারি, ২০২৪ ভোর ৪:০৭

সামরিন হক বলেছেন: বীরত্ব অদৃশ্যমান তাই মনুষ্যত্বের ক্ষয় অবিরাম।

৫| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:২২

সোনাগাজী বলেছেন:



আমি দেখছি, আপনার পাঠক ক্রমেই বাড়ছে, লিখুন।

১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:০৮

পাজী-পোলা বলেছেন: দীর্ঘদিন সোস্যাল মিডিয়ায় থেকে একটা বিষয় উপলব্ধি করলাম যে, লেখা যত বাজেই হোক তার দুই/এক জন পাঠক জুটেই যায়। যত ভালোই হোক তারও দুই/ এক জন হেটার বের হয়। প্রকৃতপক্ষে লেখা পাঠক তার নিজ মেধা দ্বারা বিচার করে। অনেকে সহজ লেখা দেখে ভাবে, অসাধারণ আবার অনেকে দূর্বোধ্য লেখা দেখে ভাবে, ম্যাওপ্যাও। আমার এখন এসব ম্যাওপ্যাও, অসাধারণ কোন কিছুতেই যায় আসে না। লিখতে ইচ্ছে করে লিখি, মাথার মধ্যে যেমন আসে তেমনি লিখি। হোক ম্যাওপ্যাও বা অসাধারণ।

৬| ১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:২৪

বিজন রয় বলেছেন: প্রেম ও বিদ্রোহে মনুষ্যত্ব জাগ্রত করা যায়।
ভীষণভাবে যায়।

ভালো কবিতায় ভালো লাগা রইল।

১৪ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:৩৫

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ।

৭| ১৫ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৭

রাজীব নুর বলেছেন: ভালো কবিতা লিখেছেন।

৮| ১৫ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৩:৫১

রিয়াদ( শেষ রাতের আঁধার ) বলেছেন: উদ্দাম কবিতায় ভালোবাসা

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.