নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

বেহেস্তী খাবার

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৮

মানুষ বেহেস্তী খাবারের স্বাদ নিতে চায়
আমার তো দুনিয়ার খাবারই মাঝে মাঝে বেহেস্তী মনেহয়।

ধৌয়া ওঠা গরম ভাত, ঘিয়ে ভাজা শুকনো মরিচ,
একটা ডিম ভাজা, মাঝ দুপুরের খাবারে অমৃত কি নয়?

শীতের সকালে বৃদ্ধ দাদুর ঝুকে যাওয়া ভাড়ে খেজুর রস
ছেলেবেলার ওমন তৃপ্ততার নদী কি জান্নাতে থাকবে?

জান্নাতে কী থাকবে খিচুড়ি, ইলিশ?
জান্নতে কি পাব ওমন সৃতি কাতর করা মেসের ডাল?
জান্নতে কি ইলশেগুঁড়ি বৃষ্টি হবে, ফুটবে কদম ফুল?
জান্নতে কি বাদাম থাকবে, মাঠের বুকে ছড়িয়ে যাওয়া ঘাস?
জান্নাতে কি রিক্সা চলবে, প্রিয়ার দোলানো হাত?
জান্নতে কি থাকবে মোড়ের সেলিমের ভাজা-পোড়া?
জান্নাতে কি পাব বেনসন এন্ড হেজেসের টান?
জান্নাতে কি থাকবে টং এর দোকানের চা, বন্ধুর আড্ডা?
মূহুর্ত গুলোই কি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় না?

বর্ষার আকাশ, বাহিরে গুড়ুম গুড়ুম বৃষ্টি
মুড়ি ভাজা কিংবা চাল ভাজার সাথে
পেঁয়াজ, মরিচ দিয়ে মাখিয়ে দেওয়া চুরি পরা হাত
কাঁথায় মুরে থাকা টোনাটুনির সংসার
প্রিয় মানুষ গুলোই কি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় না?
জান্নাতে কি থাকবে আমার মায়ের হাতের রান্না?

বেহেস্ত শুধুই লোভ দেখায়; হুর আর শরাবে
যার কারণে পুরুষ বদনাম, পুরুষের সকল নাশের দায়।

অথচো বাংলা খবার পর চুন্নুর চাপ,
সাথমাথার ঝলসে যাওয়া মাংশের শিক
চেনা স্বাদ কী খাবারের তৃপ্ততা বাড়িয়ে দেয় না?
এমন মদিরা কি জান্নাতে পাব?
খুন হয়ে যাওয়ার মত শরীফা বেশ্যার
নেশালো চোখ, অমন বদন খানা!
সব ফুলে কি একি মধু? শরীর কি শুধুই মধু?
চেনা পথ কী ফিরে পাওয়ার স্বাদ বাড়িয়ে দেয় না?
সে বেহেস্তে থাকবে ?

মানুষ কত পাগল দেখো-
ধরবে বলে মাছ শিকারে, ছিপ ফেলেছে ধূপ সাগরে।

আমি আসরটাকেই জানি, আসরের শেষ জানি না
আসরটাতেই মাতি।

মন্তব্য ২৬ টি রেটিং +২/-০

মন্তব্য (২৬) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৪১

মোহাম্মদ গোফরান বলেছেন: আল্লাহ যাদের স্বর্গে নিবেন, তাদের জন্য স্পেশাল আয়োজন তো আছেই।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৫৪

পাজী-পোলা বলেছেন: এই স্পেশাল গুলো কি থাকবে?

২| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩১

সোনাগাজী বলেছেন:


আপনি তো এস্কিমোদের মতো; ওরা সকালে সুর্য দেখলে, বিকেলে তিমি মাছ দেখলে, উহা নিয়ে গান বেঁধে ফেলে। আপনি ব্লগের পোষ্ট দেখে কবিতা লিখে ফেলেছেন!

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

পাজী-পোলা বলেছেন: জানা ছিলো না। জানানোর জন্য ধন্যবাদ।

৩| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩২

সোনাগাজী বলেছেন:


কথায় কথায় কবিতা লিখলে, উহার মুল্য থাকে না।

১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৬

পাজী-পোলা বলেছেন: ধারাবাহিক বর্ণনা লিখলাম, মূল্য আগেও ছিলো না।

৪| ১৫ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৪৯

জনারণ্যে একজন বলেছেন: আমার কাছে আপাততঃ কাচ্চি বিরিয়ানী (আলু থাকতে হবে সাথে একটা বড়ো-সড়ো টাইপের)।

রেডি হইতেছি এখন থেকেই, কিছুদিন পরেই ঝাঁপায়া পড়বো পৃথিবীর বাইরের এই খাবারের উপর।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২২

পাজী-পোলা বলেছেন: শুভকামনা।

৫| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:০৬

মিরোরডডল বলেছেন:




@জনারণ্যে একজন

আই উইশ অরণ্যে যেন তার শর্ট ট্রিপে সুস্থ থাকে এবং মনের মতো পছন্দের খাবার খেয়ে যেতে পারে।

এই জন্য বললাম, এখনতো রেগুলার যাওয়া আশা করি বলে সুস্থ থাকা হয়।
শুরুর দিকে একটা সময় গ্যাপে বিডি ট্রিপ করায়, ওয়েদার চেঞ্জের কারণে সিক হয়ে যেতাম।

কত প্ল্যান থাকতো এটা ওটা খাবো কিন্তু দেখা যেত সিক হবার কারণে জাউ ভাত, পাতলা ট্যালট্যালা মাছ দিয়ে পেপের ঝোল অথবা কলার তরকারি এসব রোগীর পথ্য খেয়ে মন খারাপ করে ফিরে আসছি :(

কি ভেবেছি আর কি হয়েছে!
তাই সুস্থ থাকা জরুরি।


১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৬

পাজী-পোলা বলেছেন: অবশ্যই কামনা করি যেন সুস্থ থাকে, আপনিও সুস্থ থাকুন। জান্নাতের সবচেয়ে বড় একটা গুণ, সেখানে কেউ অসুস্থ হবে না।

৬| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:১৭

মিরোরডডল বলেছেন:




ধৌয়া ওঠা গরম ভাত, ঘিয়ে ভাজা শুকনো মরিচ,
একটা ডিম ভাজা, মাঝ দুপুরের খাবারে অমৃত কি নয়?



অবশ্যই অমৃত!
সাথে ঘি অথবা সরিষার তেল দিয়ে একটু ঝাল ঝাল আলু ভর্তা হবে।





১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:২৮

পাজী-পোলা বলেছেন: কিছু কিছু খাবারের নাম শুনলেই জিহ্বায় পানি চলে আসে। এরপর ও মানুষ কেন যে জান্নাতের খাবার খোঁজে!

৭| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ১২:২০

মিরোরডডল বলেছেন:




জান্নাতে কি থাকবে টং এর দোকানের চা, বন্ধুর আড্ডা?

এটাতো আমার চাই :)

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩০

পাজী-পোলা বলেছেন: মূহুর্ত গুলোই কি খাবারের স্বাদ বাড়িয়ে দেয় না! এমন মুহুর্তে গুলো কি জান্নাতে থাকবে!

৮| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৩:৪৫

জনারণ্যে একজন বলেছেন: ধন্যবাদ, মিররডডল।

ঠিক বলেছেন। শেষবার গেছিলাম চার বছর আগে এবং কাঙাল যেমন শাকের খেত দেখলে ঝাঁপিয়ে পড়ে, আমিও তেমনি ঝাঁপিয়ে পড়েছিলাম খাওয়া-দাওয়ার উপর।

ফলাফল - ফ্লাইট পিছোতে হয়েছিল শারীরিক অসুস্থ্যতাজনিত কারণে।

এবার সাবধানে থাকার চেষ্টা করবো।

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩১

পাজী-পোলা বলেছেন: আপনার শারীরিক সুস্থতা কামনা করছি, ওয়েদার চেঞ্জে একটু দেখেশুনে থাকবেন। শরীর খারাপ হলে খাবার স্বাদ ও কোথায় যেন হারিয়ে যায়।

৯| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৩

নতুন বলেছেন: মায়ের হাতের রান্না ....

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩২

পাজী-পোলা বলেছেন: বেহেস্তী খাবার।

১০| ১৬ ই জানুয়ারি, ২০২৪ সকাল ১০:৩৬

বিজন রয় বলেছেন: আমার তো দুনিয়ার খাবারই বেহেস্তী মনে হয়।.......... এটাই ভালো বলেছেন!

১৬ ই জানুয়ারি, ২০২৪ দুপুর ১:৩৫

পাজী-পোলা বলেছেন: কিছু কিছু সময় আছে, অতি সাধারণ খাবার ও মুখে দিলে মনেহয় এর চেয়ে স্বাদের খাবার আর কী হতে পারে। কাল বিকালে ধোঁয়া ওঠা গরম আলুর চপ খেতে খেতে মনে হয়েছিলো, জান্নাতে কি এমন শীত থাকবে! এমন গরম মাংসের চপ!

১১| ১৬ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৪:১১

রাজীব নুর বলেছেন: বেহেশতের খাবার আমার পোষাবে না। আমি খাবো আমার পছন্দ মতো।

১২| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০০

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
আফসোস!

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৯

পাজী-পোলা বলেছেন: বেহেস্তের হুর গুলো নাকি পৃথিবীর মেয়েদের চেয়ে ৭০ গুণ বেশী সুন্দরী হবে। আচ্ছা, কার হুর কত সুন্দর হবে সেটা বলা আছে? আমার চেয়ে আমার বন্ধুর হুর গুলো যদি বেশী সুন্দর হয় তাহলে আফসোস হবে। বেহেস্তেও আফসোস নিয়ে বাঁচতে হবে। :(

১৩| ১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩০

জুন বলেছেন: বেহেশতে নাকি প্রথমেই যে খাবার দিবে তা নাকি মাছের কলিজা। ভালো লাগে না বলে আমিতো এখানে সব সময় মাছের কলিজা ফেলে দেই #:-S হয়তো সেখানে এর স্বাদ অন্য রকম হবে।

১৬ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:৩৬

পাজী-পোলা বলেছেন: আপনি বলে দিবেন; আপনি খান না। নিশ্চয় সেখানে ভেজিটেরিয়ানদের জন্যও সুব্যবস্থা থাকবে।

১৪| ১৫ ই মার্চ, ২০২৪ ভোর ৬:০৫

অগ্নিবেশ বলেছেন: সুন্দর

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.