নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

তুমি জেনো

১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:০৬

শোভা কতটা মুগ্ধ হতে পারে, ফুল কি জানে?
তুমি রোজ আয়নায় নিজেকে দেখো
তুমি কি জানো, ঐ রুপ দর্শনে আমার পিপাসা কত?

কোন সৌরভ ওমন আকুল করে মৌমাছি কে টানে
ফুল কি জানে? কেন আমি বারবার ছুটি তোমার দিকে?

সাগর কি জানে কত গর্জনের ঢেউ তার বুকে?
তুমি কি জানো, তোমার বিরহের এক একটি প্রহর
আমার বুকে সমুদ্রের ঢেউ হয়ে গর্জে?

নদী কি জানে তার বুকে কত ভাঙ্গনের সুর?
আর্তনাদের তীব্রতর শীতল বাতাস,
তুমি কি জানো আমার হৃদয়ে কী অসীম তৃষ্ণা
ঠোঁট কে ছোবার?

তৃষ্ণাক্ত কানে কোন সুর মধুরতা ঢেলে দেয়
পাখি কি জানে?
তুমি কি জানো, তুমি কথা বলা শুরু করলে
আমার চারপাশ নিরব হয়ে যায়।

চাঁদ না জানুক, জ্যোৎস্নার স্নিগ্ধতা মানুষ কোন নিবিষ্ট চোখে দেখে
তুমি জেনো, আমার চোখ সকল অমানিশায় তোমাকেই খোঁজে।

মন্তব্য ৫ টি রেটিং +৩/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ৯:২১

ক্রেটোস বলেছেন: ভালো হয়েছে কবিতাটি।

বানানের প্রতি কিছু বলবার আছে। তৃষ্ঞার্ত, ছোঁবার, রূপ এঘুলো ঠিক করে নেবেন। আপনার প্রতি শুভ কামনা রইল!

২| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২০

বিজন রয় বলেছেন: ফুল, নদী, সাগর, চাঁদ, জ্যোৎস্না ইত্যাদি নিয়ে কবিতা লেখা কখনো শেষ হবে না।
আপনিও নতুন করে লিখলেন, নতুন করে প্রশ্ন করতে শেখালেন।
কবিরা এসব নিয়ে বেঁচে থাকে।

এভাবে কবিতায় থাকুন।
বানানগুলো সংশোধন করে দিন।

৩| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:২৬

ক্রেটোস বলেছেন: দুঃখিত পাজি পোলা, আমার মন্তব্যে নিজেরই বানান ভুল হয়েছে। "এগুলো" হবে!

৪| ১৭ ই জানুয়ারি, ২০২৪ রাত ১১:৩৪

নয়ন বড়ুয়া বলেছেন: বাহ...

৫| ১৮ ই জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:৫১

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.