নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

যেতে চাইলেই কাউকে ধরে রাখা যায় না

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ রাত ১২:৫৪

যেতে চাইলেই, কাউকে-
ধরে রাখা যায় না।
শীত এলে পাতা ঝড়বেই
প্রকৃতির এ ধারা রোধ করা যায় না,
খরস্রোতা নদীর ঢেউ
সেও তো কোন বাঁধ মানে না।
বেলা ফুরাবার প্রহর
তুমি কোন মন্ত্র আটকাবে!
যেতে চাইলেই, ধরে রাখা
যায় না কাউকে।

টাক মাথার ঝড়ে পড়া চুল
বৃদ্ধার চলে যাওয়া যৌবন
শত আফসোস, আক্ষেপেও
আর ফিরে আসে না।
যে পাখি নীড় ছেড়ে
ঘর বেঁধেছে অন্য শাখে
অপেক্ষার জীর্ন নীড়ে
তাকে কোন মোহে ফেরাবে!
জীবনের পাড়ি দেওয়া পথ
আর পিছু ফিরে না,
যে চলে যায়, তাকে
আর ফেরানো যায় না।

অভিমান, অনুযোগ রেখো না
বেদনার নীল বিষে হৃদয় ভরলে
তা কেবল তোমাকেই পোড়াবে,
নিজেকে বৃক্ষের মত করো
পথিক আসবে, দু'দন্ড বিশ্রাম নিবে
ফল ছিড়ে পাতা দিয়ে ঢেকে,
ডাল ভেঙ্গে নিয়ে চলে যাবে
বিদায়ীর জন্য দু:খ করো না।

যেতে চাইলেই কাউকে
ধরে রাখা যায় না।
যে চলে যায়, সে আর ফিরে না।

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৪:০০

আজব লিংকন বলেছেন: পরে বেশ ভালো লাগলো।
"বিদায়ীর জন্য দু:খ করো না।" কিন্তু কিছু স্মৃতি কখনোই মুছে ফেলা যায় না।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯

পাজী-পোলা বলেছেন: সৃতি থাকবেই, সৃতি আকড়েয় মানুষ বাঁচে।

২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ ভোর ৬:৪৯

মামুন ইসলাম বলেছেন: যেতে চাইলে কাউকে ধরে রাখা যায়না। সত্যি যে যাওয়ার সে চলে যায় কোনো বাধা কাজ হয় না। চমৎকার গাঁথুনি।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ১:৫৯

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ মামুন।

৩| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:০৫

জুল ভার্ন বলেছেন: কবিতা ভালো লেগেছে।

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ

৪| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সকাল ৮:১৯

এম ডি মুসা বলেছেন: ভালো লেগেছে

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ দুপুর ২:০০

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ ভাই।

৫| ১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ বিকাল ৪:২৬

মাহিরা বলেছেন: অসাধারণ

১৮ ই সেপ্টেম্বর, ২০২৪ সন্ধ্যা ৬:৪৬

পাজী-পোলা বলেছেন: ধন্যবাদ বোন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.