নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

হিংসা

২৮ শে জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৭:২৬

জীবনের সব স্বপ্ন সফল হয় না
কিছু অপূর্ণতা ঘর, পরিবার, সংসার
ও জোগান দিতে পারে না।
নয়তো বেহুদা মুসাফির গুমসুদা হত না
বৃথা মঞ্জিলের রাস্তা খুঁজতে খুঁজতে।
কীসের নেশায় মানুষ ঘর ছাড়ে?
সফলতার চুড়ায় উঠতে গিয়ে
ছেড়ে আসে উঠান, ধূলিমাখা পথ
ছিড়ে আসে নাড়ী, শিকর।

ভরা বাজারে ভাঙ্গে চোখের তন্দ্রা,
স্বপ্নের দোচালা ঘর।
জীবন শিখিয়ে দেয় বেঁচে থাকার কৌশল
শিখে নেই কীভাবে নিতে হয় নি:শ্বাস।

চারিদিকে যখন উত্তাল জীবনের সফেন নিনাদ
ব্যাস্ততার অজুহাতে ফেরা হয় না আর।

জীবনের পরন্ত বিকেলে যখন
ফিরে দেখি সোনালী সকাল
ফেলে আসা মহল্লা, বন্ধু, স্বজন।
সৃতি কাতর যখন হাতরে ফিরি
দেখি, স্বপ্ন ছোঁবার চাকচিক্য প্রলোভন কে
সফলতার মরিচিকা কে
যারা খুব সহজে মাড়িয়ে গেছে মহান সন্নাসীর মত,
বেঁচে থাকার জন্য যাদের ছাড়তে হয়নি ঘর,
বেড়ে ওঠা হাত, বন্ধু, স্বজন
সেই পরিচিত মহল্লা, চির চেনা পথ
সেই সব অপদার্থ, তারায় সৌভাগ্যবান, তারায় সুখী।

তিলেতিলে বেঁচে থাকার যে কঠিন কায়দা
শিখে নিয়েছি অপরিচিত খোলসে, অচেনা মুখোশের ভীড়ে
আমার সব সফলতা
আজ সে সকল অপদার্থ কে বড্ড হিংসা করে।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৭

সাইফুলসাইফসাই বলেছেন: খুব সুন্দর কবিতা হে কবি

২| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:১৭

এইচ এন নার্গিস বলেছেন: ভালো লিখেছেন

৩| ২৮ শে জানুয়ারি, ২০২৫ রাত ৮:৫০

বর্ণিল সত্য বলেছেন: বোধ করি আপনি বিদেশ বিভুঁইয়ে আছেন

৪| ২৯ শে জানুয়ারি, ২০২৫ দুপুর ১২:১৩

রাজীব নুর বলেছেন: ভালো।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.