নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

নিজের সম্পর্কে বলার মত কিছু নাই। যে দিন বলার মত পরিস্থিতি হবে আশাকরি সেদিন আর বলতে হবে না।

পাজী-পোলা

চেষ্টাই আছি........

পাজী-পোলা › বিস্তারিত পোস্টঃ

আমায় সে কথা দিয়েছে

১৫ ই সেপ্টেম্বর, ২০২৫ ভোর ৫:১৩

ও রাত ঠেহের যাও
আসবে প্রিয়া এই নিশিথে
আমায় সে কথা দিয়েছে।
হয়তো একটু দেরি হচ্ছে
সাজগোজেতে, শঙ্কা মনের
পাহাড় ডিঙ্গোতে।
সময় স্রোত ধীরে বও।

রূপের পালকি আসবে নিয়ে
রুপালি এই চন্দ্র রাতে,
চাঁদ তুমি জ্যোৎস্না লুকাও।
নয়তো লজ্জা পাবে
যখন তার ঘোমটা খুলবে।

ফুল, তুমি ভুল করলে
এই রাতে কে তোমায় শুকতে যাবে!
আমার প্রিয়ার গন্ধ পেলে
তুমিও ভাই, মাতাল হবে।
মদের গ্লাস, থাকো শূন্য পরে।

বসন্তের এই লগণে
আরো মধু ঢালো
কোকিল তোমার ঐ সুরেতে।
যদি সে খিলখিলিয়ে হাসে
তোমার স্বর স্তব্দ রবে।

একটু সবুর করো
তার দ্বিধার পাহাড় ডিঙ্গোতে।
আসলে সে দেখতে পাবে
কেন আকুল, আমি তার পথের পাণে।

ও রাত ঠেহের যাও
আসবে প্রিয়া এই নিশীথে
আমায় যে কথা দিয়েছে।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.