| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
১৬ মার্চে লেখা বঙ্গবন্ধু নামে একটি কবিতা আগেই শেয়ার করেছিলাম ভিন্ন একটা অ্যালবামে। যেটা জানা ছিলো না তা হচ্ছে এটি জসীম উদ্ দীনের মুক্তিযুদ্ধের সময়কার একটি কাব্যগ্রন্থের অন্তর্ভুক্ত, প্রথম কবিতাই ছিলো সেটি। তুজাম্বের আলী ছদ্মনামে কবিতাগুলো পাঠানো হয়েছিলো রাশিয়াতে। কবিকন্যা হাসনা মওদুদ সেগুলো রুশ ও ইংরেজিতে অনুবাদ করেন। ইংরেজি কবিতাগুলো পাঠানো হয় যুক্তরাষ্ট্রে। ভারতেও সেগুলো পৌছে এবং সমাদৃত হয়। শহীদ সামাদকে উৎসর্গ করেছেন কবি এই বইটি আর কৃতজ্ঞতা জানিয়েছেন যারা জীবনের ঝুকি নিয়ে কবিতাগুলো কপি করে পাচার করেছিলো। কবির ওপর একটি ওয়েবসাইট থেকে নেওয়া এই স্ক্যান ইমেজ গুলোর মধ্যে শুধু অল্প কটি বাংলা কবিতা পাওয়া গেছে, আর একটি গান।

©somewhere in net ltd.
১|
১১ ই এপ্রিল, ২০১৬ বিকাল ৫:২৬
সাদী ফেরদৌস বলেছেন: অনেক ধন্যবাদ