নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

অমলকান্তি রোদ্দুর হতে পারেনি...

পারভেজ চৌধুরী

পারভেজ চৌধুরী › বিস্তারিত পোস্টঃ

কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা অমলকান্তি

২৭ শে মে, ২০০৮ রাত ১১:৫৫







অমলকান্তি আমার বন্ধু,

ইস্কুলে আমরা একসঙ্গে পড়তাম।

রোজ দেরি করে ক্লাসে আসত, পড়া পারত না,

শব্দরূপ জিজ্ঞেস করলে

এমন অবাক হয়ে জানলার দিকে তাকিয়ে থাকতো যে,

দেখে ভারী কষ্ট হত আমাদের।

আমরা কেউ মাষ্টার হতে চেয়েছিলাম, কেউ ডাক্তার, কেউ উকিল।

অমলকান্তি সে সব কিছু হতে চায়নি।

সে রোদ্দুর হতে চেয়েছিল !

ক্ষান্তবর্ষণ কাক-ডাকা বিকেলের সেই লাজুক রোদ্দুর,

জাম আর জামরূলের পাতায়

যা নাকি অল্প-একটু হাসির মতন লেগে থাকে।



আমরা কেউ মাষ্টার হয়েছি, কেউ ডাক্তার, কেউ উকিল।

অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।

সে এখন অন্ধকার একটা ছাপাখানায় কাজ করে।

মাঝে মধ্যে আমার সঙ্গে দেখা করতে আসে,

চা খায়, এটা ওটা গল্প করে, তারপর বলে, উঠি তা হলে'।

আমি ওকে দরজা পর্যন্ত এগিয়ে দিয়ে আসি।



আমাদের মধ্যে যে এখন মাষ্টারি করে,

অনায়াসে সে ডাক্তার হতে পারত,

যে ডাক্তার হতে চেয়েছিল,

উকিল হলে তার এমন কিছু ক্ষতি হত না।

অথচ, সকলেরই ইচ্ছাপূরণ হল, এক অমলকান্তি ছাড়া।

অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।

সেই অমলকান্তি - রোদ্দুরের কথা ভাবতে-ভাবতে

ভাবতে-ভাবতে

যে একদিন রোদ্দুর হতে চেয়েছিল।







কাব্যগ্রন্থ : অন্ধকার বারান্দা

প্রথম প্রকাশ : চৈত্র ১৩৬৭

মন্তব্য ২ টি রেটিং +৩/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০০৮ রাত ১২:৪৩

অ্যামাটার বলেছেন: আমার খুব প্রিয় একটা কবিতা,+
ধন্যবাদ আপনাকে।

২| ২৮ শে মে, ২০০৮ রাত ৮:৫৬

মুজিব মেহদী বলেছেন: এত সহজ সুন্দর কবিতাটাও এত কম মানুষ পড়ল কেন যে!

'অমলকান্তি রোদ্দুর হতে পারেনি।'

হায়, আমিও পারি নি পাখি হতে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.