নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

অ্যান্ড্রয়েডের (Android) জন্য অলরাউন্ডার একটি অ্যাপ (App)!! :)

১১ ই আগস্ট, ২০১৩ রাত ৯:৫১



অ্যান্ড্রয়েডের জন্য নতুন নতুন সব অ্যাপ (App) প্রতিদিনই তৈরী হচ্ছে । আর অ্যান্ড্রযেডের (Android) সবচেয়ে আকর্ষনীয় একটি ফিচার হচ্ছে ওয়াইফাই (WiFi) । কারণ, ওয়াইফাই (WiFi) এমনিতেই আমাদের দেশে সবার কাছে জনপ্রিয় এবং অনেক ক্ষেত্রেই উন্মুক্ত পরিলক্ষিত । হ্যাঁ, আজ আপনাদের জন্য এমনটি একটি অ্যাপ FoxFi পোষ্ট করছি যা অলরাউন্ডারের মতো কাজ করবে । এটি দিয়ে

১. ইউএসবি ইন্টারনেট (USB Internet)- যারা ইউএসবি দিয়ে পিসি’তে ইন্টারনেট চালান,

২. ব্লু-টুথ ইন্টারনেট (Bluetooth Internet)- যারা ব্লু-টুথ ডিভাইস ব্যবহার করে ইন্টারনেট চালান

৩. ওয়াইফাই ইন্টারনেট (WiFi Internet)- যারা ল্যাপটপ অথবা স্মার্টফোনে হটস্পট তৈরী করে ইন্টারনেট চালাতে চান ।

উপরের তিনটি কাজই করা যাবে । আর অ্যাপটিও সাইজে অনেক ছোট । কোন প্রকার রুট করার দরকার নেই ।

অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন । ধন্যবাদ!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১০:১৫

নষ্ট ছেলে বলেছেন: এন্ড্রয়েড ফোনে টিথারিং করে ইউএসবি, ব্লুটুথ ও ওয়াইফাই হটস্পট তৈরি করে এমনিতে পিসিতে ইটারনেট ব্যবহার করা যায়। আলাদা কোন অ্যাপের দরকার হয় না।

২| ১১ ই আগস্ট, ২০১৩ রাত ১১:১৮

মেহেদী হাসান '' বলেছেন: নষ্ট ছেলের কথা ১০০% কারেক্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.