নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

সুইচ ম্যানেজার : এক সফটওয়্যারেই মোবাইল ফোনের নিয়ন্ত্রণ!! :)

১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:২৭



ইন্টারনেট ব্যবহারের পাশাপাশি অধিকসংখ্যক সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন ইনস্টল/আনইনস্টলসহ বিভিন্ন কারণে শখের মোবাইল ফোনটি ধীরগতির হয়ে যেতে পারে। র‌্যামে থাকা অস্থায়ী ফাইলগুলো মুছে এই ধীরগতির সমস্যা দূর করা যায়। আর এ সমস্যা দূর করার জন্য খুবই কার্যকর একটি অ্যাপলিকেশন 'সুইস ম্যানেজার'।

সুুইস ম্যানেজার ম্যানুয়ালি অথবা স্বয়ংক্রিয়ভাবে সেলফোনের অপ্রয়োজনীয় ফাইল মুছে ফেলার কাজ করে। টাস্ক ম্যানেজমেন্ট সিস্টেম ও পরিপূর্ণ ফাইল ম্যানেজারের বৈশিষ্ট্যও রয়েছে অ্যাপলিকেশনটিতে। এটিতে রয়েছে মোবাইল ফোনের চলমান ও ইনস্টল করা প্রোগ্রামের নিয়ন্ত্রণ, প্রয়োজনীয় সব সিস্টেম তথ্য, প্রধান প্রধান প্রোগ্রামগুলো ইনস্ট্যান্ট অ্যাঙ্েেসর জন্য ফ্লটিং মেন্যু ব্যবহার সুবিধা। এ ছাড়াও অ্যাপলিকেশনটির সাহায্যে দ্রুত ও বিশ্বস্ততার সঙ্গে কোনো ফাইল মুছে ফেলা, স্থানান্তর, নাম পরিবর্তন ও কপি করা সম্ভব। অ্যাপলিকেশনটির আইকনের মাধ্যমে সময়, ফ্রি মেমোরি, সিপিইউ ব্যবহারের পরিমাণ, ব্যাটারি লেভেল ও ড্রাইভ ব্যবহারের পরিমাণ জানা সম্ভব। রয়েছে কি-প্রেস শর্টকাট, যার মাধ্যমে নির্দিষ্ট কি চেপে কোনো প্রোগ্রাম এক ক্লিকেই নিয়ন্ত্রণ করার সুবিধাও। এ ছাড়া সম্প্রতি ব্যবহৃত প্রোগ্রামগুলো দেখার জন্য রয়েছে রিসেন্ট লিস্ট। প্রায় সব ফিচারই কাস্টমাইজ করার সুযোগ রয়েছে। সিমবিয়ান এস৬০ অপারেটিং সিস্টেমের সব মডেল ছাড়াও এটি নকিয়া ও স্যামসাংয়ের বেশ কয়েকটি টাচ-স্কিনের সেলফোন সমর্থন করে এই অ্যাপলিকেশনটি।

অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

ধন্যবাদ!

আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১২ ই আগস্ট, ২০১৩ বিকাল ৪:৪২

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: আপনি কয়েকটা সফটওয়ার এক পোস্টে দেন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.