নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

ইনকামিং কল নিয়ন্ত্রণের চমৎকার একটি অ্যাপ- স্মার্ট কল এক্সেপ্ট :)

২৫ শে অক্টোবর, ২০১৩ রাত ৯:১৫



স্মার্ট ফোনে ইনকামিং কল সেন্সর অথবা ভয়েসের মাধ্যমে নিয়ন্ত্রণ করার দারুন এক অ্যাপ এটি। আপনার হাতটি ফোনের উপর রাখুন অথবা কানের কাছে নিয়ে আসলেই সাথে সাথেই ইনকামিং কলটি রিসিভ হয়ে যাবে, ফোনটি সাইলেন্ট মুড (), কল ইগনোর () হয়ে যাবে।

এই অ্যাপটির ফিচারসমূহ এমন:-

১. ইনকামিং কল গ্রহন করতে সাহায্য করে,

২. ইনকামিং কল ইগনোর করতে সাহায্য করে,

৩. এসএমএস পাঠায় যখন কল ইগনোর করে,

৪. সাইলেন্ট মুড অ্যাক্টিভেট করা যায়,

৫. লাউড স্পিকার চালু করার অপশনও আছে এতে,

৬. ফোনটি কল রিসিভ করার পর কানের কাছে না নিলে স্বয়ংক্রিয়ভাবে লাউড স্পিকার () অন হয়ে যাবে।



ব্যবহারবিধি:

১. ব্যবহারের পূর্বে চালু বা অন করে নিতে হবে,

২. আপনার হাতকে দুইবার ওয়েভ করুন যদি ফোনটি পকেটে না থাকে,

৩. অথবা ফোনটি পকেটে না থাকলে কানের সামনে নিয়ে দুইবার ঝাকুনি দিন,

৪. যদি ফোনটি পকেটে থাকে, তবে ফোনটি একবার হাত দিয়ে ওয়েভ করুন এবং কানের কাছে নিন,

৫. এগুলো করার জন্য অবশ্যই অ্য্যাপটি ইনস্টল করে সেটিংস্ করে নিতে হবে,

অ্যাপটি ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করুন।

ধন্যবাদ!

সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.