নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিসি হেল্প

পিসি হেল্প (http://pchelp786.blogspot.com)একটি সাইট যার মাধ্যমে আপনি জানতে পারবেন সকল অজানা টেক সম্পর্কিত খবর এবং টিপস্ ও ট্রিকস্। ধন্যবাদ!!

পিসি হেল্প

পিসি হেল্প একটি সাইট যার মাধ্যমে আপনি পিসি সম্পর্কিত টিপস্ ও ট্রিকস্ পাবেন।ধন্যবাদ!

পিসি হেল্প › বিস্তারিত পোস্টঃ

এবার পিসি’র র‌্যামের (Ram) গতি বাড়ান এক সফটওয়্যার (Software) দিয়েই- সি-ক্লিনার (Ccleaner)!:)

১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:২১



কম্পিউটারে বর্তমান সময়ে প্রায় সবাই ইন্টারনেট ব্যবহার করে থাকেন। আর পিসি’তে অনেকক্ষণ চালু থাকলে র‌্যামে (Ram)অস্থায়ীভাবে কিছু ফাইল বা ডেটা (Data) সেভ করে রাখে। আর সেটি যদি হয় ইন্টারনেটের (Internet) কারণে তাহলে র‌্যামটি(Ram) অনেক ধীর গতির হয়ে পড়ে। যে কারণে পিসি তার স্বাভাবিক গতি হারিয়ে ফেলে। সফটওয়্যারটি ইনস্টল (Install)করে সহজেই দু’টি মাত্র ক্লিকেই পিসি’র পূর্বের গতি (Speed) ফিরিয়ে আনা সম্ভব।

সফটওয়্যারটি’র ফিচারসমূহ :-

১. ক্লিনার: উইন্ডোজ (Windows) অংশে উইন্ডোজের এক্সপ্লোরারসহ অ্যাডভান্সড (Advanced) অংশগুলো সহজেই ক্লিন (Clean)করা যায়।

অ্যাপ্লিকেশন অংশে ব্রাউজারের (Browsers) হিস্টোরি (History) থেকে কেস (Cache), প্রাইভেসি (Privacy) পরিস্কার করে,

অ্যানালাইজ (Analyze) অংশটি দিয়ে সহজেই সমস্যা সমাধান করার পাশাপাশি অপ্রযোজনীয় ফাইল বা ইরোর ফাইল (Error File) ডিলিট করে।



২. রেজিস্ট্রি: এই অংশটি ব্যবহার করে রেজিস্ট্রিতে (Registry) কোন সমস্যা থাকলে সেগুলো ফিক্স করে প্রথমে স্ক্যান (Scan)করে এরপরই তা ফিক্স করা যায়,

৩. টুলস্: এই অপশনটি ব্যবহার করে কন্ট্রোল প্যানেলে না গিয়েই সহজেই যেকোন সফটওয়্যার আনইনস্টল করা যায়,

৪. অপশন: এই অংশে মূলত সব সফটওয়্যারটির সব ধরনের সেটিংস্ (Settings)-এর কাজ করা যায়।

সফটওয়্যারটি ডাউনলোড করার জন্য নিচের লিংকে ক্লিক করুন।

[link|http://pchelp786.blogspot.com/2014/01/ram-software-ccleaner.html|‘সি-ক্লিনার’

আমাদের সাথেই থাকুন আমরা অ্যান্ড্রয়েড অ্যাপস আর উইন্ডোজের সফটওয়্যার (লেটেস্ট)নিয়ে আসছি!



আমাদের ফেসবুক পেজ পিসি হেল্প

সৌজন্যে: পিসি হেল্প (টিপস্ এন্ড ট্রিকস্)

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ১:৪৯

মোঃ আনারুল ইসলাম বলেছেন: Server not found

Firefox can't find the server at http://www.mediafire.com.

Check the address for typing errors such as ww.example.com instead of http://www.example.com
If you are unable to load any pages, check your computer's network connection.
If your computer or network is protected by a firewall or proxy, make sure that Firefox is permitted to access the Web. X( X( X( X( X(

২| ১৫ ই জানুয়ারি, ২০১৪ দুপুর ২:৩১

পৃথিবীর আলো বলেছেন: নিচের সাইট থেকে প্রয়োজনীয় ইউটিলিটি সফটওয়্যার খুব সহজে ডাউনলোড করে নিন।

www.filehippo.com

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.