নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

Look, it’s meThe one who can’t be free Much too young to focus But too old to se. youtube: LetsHike

বোকা যাদুকর

Look, it’s me The one who can’t be free Much too young to focus But too old to see

বোকা যাদুকর › বিস্তারিত পোস্টঃ

সিটিসেল থিম: এক নস্টালজিক সুরে বাংলাদেশের সিনেমাটিক ভ্রমণ

১৬ ই অক্টোবর, ২০২৫ দুপুর ১:১৬



২০০৩–২০০৪ সালের সময়টা—বাংলাদেশের মোবাইল দুনিয়া তখন নতুন এক যুগে পা দিচ্ছে।
আর সেই সময়েই একটি সুর যেন মানুষের হৃদয়ে স্থায়ী জায়গা করে নিয়েছিল—Citycell Theme।
হাবিব ওয়াহিদের সেই জাদুকরী মেলোডি শুধু একটি বিজ্ঞাপনের সাউন্ড ছিল না, বরং এটি হয়ে উঠেছিল এক প্রজন্মের স্মৃতি, এক আবেগ, এক অনুভূতি।
একুশ বছর পর, আমি সেই অমলিন সুরটিকে নতুনভাবে ফুটিয়ে তুলেছি —
একটি AI Instrumental Cover হিসেবে, যেখানে মিশেছে চেলো, ভাইওলিন এবং পিয়ানোর জাদুকরী সুর।
পুরো মিউজিকটি তৈরি হয়েছে আধুনিক AI টুলসের মাধ্যমে, কিন্তু হৃদয়ের স্পর্শ এসেছে আমাদের নিজের দেশ — বাংলাদেশের প্রকৃতি ও মানুষের কাছ থেকে।
এই ভিডিওতে আমরা ঘুরেছি বাংলাদেশের নানা প্রান্তে —
সবুজ পাহাড়, নদীর ধারে গ্রামের জীবন, শহরের কোলাহল, শিশুর হাসি, মানুষের মুখের গল্প।
প্রতিটি ফ্রেম যেন বলে, "আমরা এখনো বেঁচে আছি সেই সুরের ভেতর।"

ভিডিওটি দেখতে 

view this link

এই ভিডিওটি যেন এক সময়যাত্রা — অতীতের সুরে, বর্তমানের দৃশ্যে।
চোখ বন্ধ করে শুনলে মনে হবে, সময় ফিরে গেছে ২০০৪ সালের সেই দিনে,
যখন “Citycell” মানেই ছিল এক মেলোডি, এক অনুভূতি, এক গল্প।


মিউজিক: Citycell Theme (AI Instrumental Cover), মূল কম্পোজার: হাবিব ওয়াহিদ, ইন্সট্রুমেন্ট: চেলো, ভাইওলিন, পিয়ানো (AI Generated), ভিডিও কনসেপ্ট: Beautiful Bangladesh, মূল প্রকাশ: ২০০৪রিমেক: ২০২৫

মন্তব্য ৮ টি রেটিং +১/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১৬ ই অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:



আপনার দেওয়া লিংকটি কাজ করছে না যে!

সিটিসেলের থিম সং আমার দারুণ প্রিয়!!!

এই রিমেকটা শুনবেন, প্লিজ।


১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৬

বোকা যাদুকর বলেছেন: লিংকটা আপডেট করা হয়েছে… বাহ, অনেক সুন্দর হয়েছে এটা!

view this link

২| ১৭ ই অক্টোবর, ২০২৫ রাত ১:১৮

জ্যাক স্মিথ বলেছেন: আহ! কি দিন ছিলো, ওইদিনগুলো আর ফিরে পাওয়া যাবে না।

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৭

বোকা যাদুকর বলেছেন: সত্যি… স্মৃতিগুলো এখন শুধু মনে বাজে। সময়টা যেন চোখের সামনে ভেসে ওঠে।

৩| ১৭ ই অক্টোবর, ২০২৫ দুপুর ২:৫৯

রাজীব নুর বলেছেন: হুম।

১৯ শে অক্টোবর, ২০২৫ সকাল ১০:১৬

বোকা যাদুকর বলেছেন: লিংকটা আপডেট করা হয়েছে…

৪| ১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৩:০৭

সত্যপথিক শাইয়্যান বলেছেন:




দারুণ হয়েছে!!!
আপনি দেশের অনেক জায়গা ঘুরে ঘুরে ফুটেজগুলো নিয়েছেন বলে মনে হলো! আমি আপনার চ্যানেল সাবস্ক্রাইব করেছি।


পরের বার ইউটিউব লিংক দেওয়ার সময়ে নিচের স্টেপসগুলো ফলো করবেন, তাহলে পোস্টেই আসবে -

১) পোস্টের ইউটিউব লিংক বক্সে 'লিংক' কপি পেস্ট করবেন। যেমন আপনার ভিডিও লিংক এটা - https://www.youtube.com/watch?v=B0MDoJE84nE

২) 'https://www.' ----- ফুল স্টপের আগ পর্যন্ত ডিলেট করে দিবেন। তখন চেহারা হবে এরকম -
youtube.com/watch?v=B0MDoJE84nE

৩) 'ইউটিউব লিংক যুক্ত করুন' বাটনে ক্লিক করবেন।

৪) ব্যাস!!! হয়ে গেলো!!! :)

১৯ শে অক্টোবর, ২০২৫ বিকাল ৫:৪১

বোকা যাদুকর বলেছেন: অবশ্যই পরের বার এইভাবে দেবো ইনশাআল্লাহ।
গাইডেন্সের জন্য অনেক ধন্যবাদ।
হ্যাঁ, মোটামুটি বাংলাদেশের প্রায় সব অঞ্চলই কভার করার চেষ্টা করেছি

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.