নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আশিস মন্ডল

আশিস মন্ডল › বিস্তারিত পোস্টঃ

আ লীগ'এর কাছে খোলা চিঠি

১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৪২

বিশ্বজিতের লাশ পুড়িয়ে ফেলা হয়েছে, কিন্তু কবর খুঁড়লে আমিনবাজারের ছয় ছাত্রের দেহাবশেষ হয়ত এখনও পাওয়া যাবে। সাগর-রুনি চলে গেছে, কিন্তু মেঘ এখনও বেঁচে আছে। কাটা পা নিয়েই লিমন এগিয়ে যাচ্ছে। পদ্মা সেতু এখনও সংবাদের শিরোনাম হয় তবে মানুষ চ্যানেল চেঞ্জ করে ফেলে, পদ্মা সেতু হবে-এমন কোন কথা মানুষ আর কেন যেন বিশ্বাস করতে চায়না। শেয়ার বাজার ধ্বসের স্বীকার হতভাগ্যরা বেঁচে থাকলেও ( কেউ কেউ অবশ্য আত্মহত্যা করেছে বলে শোনা যায়। ) হারিয়ে গেছে রেলের কালো বিড়াল। হল- মার্ক নায়কেরা আবার ফিরে আসছে- এটা সরকার নিজেই বলেছে। ডেস্টিনি এখনও বহাল তবিয়তেই আছে। মাননীয় প্রধানমন্ত্রী, এত কিছু নিয়ে আমরাও বেঁচে আছি।



মাননীয় প্রধানমন্ত্রী, আপনি প্রায়ই বলেন, স্বজন হারানোর বেদনা আপনার চেয়ে ভাল আর কে বুঝবে। বলতে পারেন তাহলে বিশ্বজিৎ হত্যাকাণ্ড, ছয় ছাত্র হত্যাকাণ্ড, সাগর-রুনি’র হত্যাকাণ্ডের বিচার এখন কোন পর্যায়ে আছে? আপনি তো আপনার দলের কেউ মারা গেলে বা নিহত হলে তার বাসায় ছুটে যান, বলুন তো বিশ্বজিৎ, আমিনবাজারের ছাত্ররা কিংবা সাগর-রুনি’রা কি দোষ করেছিল? আপনি তো ওদের পরিবারকে সান্ত্বনা দিতে গেলেন না? কারন ওরা রাজনীতি করতনা- এই জন্য?



মাননীয় প্রধানমন্ত্রী, তিস্তা চুক্তির কি খবর? বি এস এফ’র সীমান্তে নিরপরাধ মানুষ হত্তা না করার প্রতিশ্রুতি আজ কোথায়? ফজলি আম, জামদানী শাড়ি কি করে ভারত প্যাটেন্ট করে নিলো?



মাননীয় প্রধানমন্ত্রী, তাজরিন গার্মেন্টসের মালিক কেন গ্রেফতার হল না? রামুর বৌদ্ধ মন্দিরের হামলা কিংবা সম্প্রতি সংখ্যালঘুদের মন্দিরে- বাড়িতে হামলার ঘটনায় কেন একজনও আটক হল না? আপনার কাছে কি দেবার মতো কোন জবাব আছে?

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১২:৫৬

নানাভাই বলেছেন: নাই, নাই , নাই............এসবের জবাব কুনুদিনও পাওয়া যাবে না!
উনি আছেন অখন ক্ষমতার মসনদ পাকাপোক্ত করার ধান্দায়। বিশ্বজিত,আমিনবাজারের ছয় ছাত্র,সাগর-রুনি, লিমন এরা তো ছাত্রলীগ বা বালের কেউ না, এতো চিন্তার সময় কুথায়?
দেশে যারা ছাত্রলীগ, বাআল করে তারা ছাড়া আর মানুষ ক্যাঠা?
X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X(( X((

২| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:০৮

সোহাগ সকাল বলেছেন: ভালো লিখেছেন।

৩| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:১১

প্রকৌঃ মোঃ আতিকুর রহমান বলেছেন: অপ্রিয় সত্য কথা বলে লাভ নাই ভাই !!! নানাভাই বলেছেন: তারা ছাড়া আর মানুষ ক্যাঠা?

৪| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:২৪

মোঃ রফিকুল ইসলাম বলেছেন: সত্য কথা

৫| ১৭ ই এপ্রিল, ২০১৩ দুপুর ১:৩৩

শাহীন ভূইঁয়া বলেছেন: সব কথা মানলাম বাসের ভেতর পুড়িয়ে মারার লোকটার কথা, পুলিশ সদস্যগণ, আরো তান্ডবলীলায় যারা ১৮০ জনের মত সর্বশেষ ফটিকছড়ির লোমহর্ষক হত্যাকান্ড গুলো প্রকাশ করলে আপনার খোলা চিঠি সম্পন্ন হতো ......যাহোক এসব চিঠি পড়ার সময় করোই নেই .........................যে যখন আসবে সে চাষ বাস করবে .....ফসল ফলাবে ...আমরা চেয়ে চেয়ে দেখে যেতে হবে

১৮ ই এপ্রিল, ২০১৩ রাত ১২:৫৫

আশিস মন্ডল বলেছেন: ভাই সাহেব আ লীগের কাছে লিখার আগে বি এন পির কাছে লিখেছি এরপর শিবিরের কাছেও লিখব। আপনি সত্যি কথাই হয়ত বলেছেন এসব চিঠি পড়ার সময় কাররই নাই কিন্তু তাই বলে কি আমরা কিছুই বলব না। এই ছোট্ট লেখা কোনোদিনও যাদের উদ্দেশ্য করে লেখা হয়েছে তাদের কাছ পর্যন্ত পৌছবে- সেই সম্ভাবনা একদম কম কিন্তু এমন অনেকের কাছেই পৌছবে যারা দলমত নির্বিশেষে এই দেশটাকে সবার আগে ভালোবাসে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.