![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ফেসবুকে ও ব্লগে ঢুকলেই এখন সবচেয়ে বেশি আলোচিত কিংবা সমালোচিত যে বেপারটি চোখে পড়ে তা হল আমেরিকায় সমকামী বিয়ের স্বীকৃতি এবং তার আলোকে একদলের রেইনবো কালার প্রোফাইল পিক দিয়ে এর সাথে একাত্মতা ঘোষণা ও আরেকদলের তা নিয়ে বিরুপ মনোভাব পোষণ । ছাগলের তিন নম্বর বাচ্চার মত আরেক দল আছে যারা নিজেদের একাত্মতা ঘোষণাকারী না আখ্যা দিয়ে রংধনুর সাত রঙে রাঙানো সঙ গুলোর মুক্তচিন্তার প্রশংসা ও এর বিরুদ্ধাচরণকারীদের অনুভূতির ব্যাবচ্ছেদ করণে বিশাল ব্যাতিব্যাস্ত ...ইনারা প্রকৃতির স্বাভাবিক নিয়মের ব্যাপক পরিপন্থী এবং নিজেদের সল্পশিক্ষার একমাত্র বাস্তবিক প্রয়োগ এই ফেবু কিংবা ব্লগে পেয়ে যারপরনাই উচ্ছ্বসিত ।
রেইনবো কালারের সাথে একাত্ম সবাই যে সমকামিতা সমর্থন করছে বেপারটা আসলে তা নয় । অনেকেই হুজুগে মেতেছেন , আবার অনেকেই সমকামী জাতির এই মহা উত্থানকে সাধুবাদ জানানোর জন্য তা করেছেন । এর বিরুদ্ধে যাদের অবস্থান তারা ধর্মীয় আলোকেই বলেন কিংবা বিবেকবোধের তাড়নাতেই বলেন , এর সাথে একাত্মতা ঘোষণা করতে পারেনি । আমি তাদেরই একজন ।
' মা, তোমার ছেলে এখন অন্যের বৌ হতে পারবে। তোমার ছেলে আজ স্বাধীন ' । এই স্ট্যাটাস লিখেও যারা ঠিক পোস্ট দিতে পারছেন না কিংবা একই মনভাবাপন্ন যারা এর সমর্থন দিয়ে যাচ্ছেন তাদের বলছি – ভাই ভাবী হিসেবে আপনার বেস্ট ফ্রেন্ড কলিম কে আপনার বড়ভাই সলিমের হাতে তুলে দিতে আপনার লজ্জা নাও লাগতে পারে , কিংবা শয্যাসঙ্গী হিসেবে আপনি নিজেও কোন পুরুষকে বেছে নেবার মানসিকতা ধারণ করতে পারেন , কিন্তু এটি এক ধরনের পারভার্শন যা স্বাভাবিক নিয়মের পরিপন্থী সেটা মেনে নিতে দোষ কথায় । আর স্বাভাবিক নিয়ম নীতির বিরুদ্ধে যদি আপনার অবস্থান হয়েই থাকে তবে নিজের অবস্থানটা আগে চিহ্নিত করুন । ভাই আপনার চিকিতসার প্রয়োজন ।
সমকামের মেঘ ডাকলো আমেরিকায়, আর রংধনুর তুফান হলো এই দেশে। জি ভাই , আপনি সাপোর্ট করেন না জানি , তারপরও সমকামীদের সাফাই গেয়ে যাচ্ছেন ,অযৌক্তিক তর্কের খাতিরে পরোক্ষ ভাবে একে সাধুবাদ জানাচ্ছেন , প্রত্যক্ষভাবে আপনি কি একটা অন্যায়কেই সমর্থন করে যাচ্ছেন না? তাই সমঘৃণা ওই সমকামীর ন্যায় আপনারও প্রাপ্য । আর যারা ধরমানুভুতি কিংবা বিবেকবোধ এর তাড়নায় এর বিরোধিতা করছে তাদের নিয়ে না কচলিয়ে নিজের সস্তা মূল্যবোধ নিয়েই থাকুন না । এক্ষেত্রে আপনাকে ধর্মবিরোধিতার আবরণে ঢাকা স্মার্টনেস কে প্রাধান্য না দিলেও চলবে ।
সবশেষে অন্ধকারগরভে প্রায় বিলীন হতে থাকা ধরমানুভুতি, বিবেক ও প্রগতিশীলতার উদ্ভাব সবার মনের গহীনকোন থেকে আলোর মুখ দেখার প্রত্যয় ব্যাক্ত করছি । ভাই, প্রাণ থাকলেই প্রাণী হয় ...কিন্তু মান ও হুঁশ না থাকলে যে মানুষ হওয়া যায় না । আমাদের সমাজে আজ প্রাণীর আধিক্য থাকলেও ,মানুষের যে বড্ড অভাব । ক্রিকেটার নাসির হোসেন যেটা অতি সাম্প্রতিক হাড়ে হাড়ে টের পেয়েছেন ।
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ধন্যবাদ ভাই ।
২| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:০৩
আহমেদ ফিরোজ. বলেছেন: মানুষ কেনো, কোনো ঘৃণ্য প্রাণীর মধ্যেও তো সমকামীতা নেই। ওরা যে নিকৃষ্ট কুকুরকেও হার মানিয়েছে.......
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৭
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: একমত ।
৩| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৬
মোহাম্মদ মুনতাসীর মামুন বলেছেন: অন্যান্য প্রাণীর বিলুপ্তি ঘটছে দেখেইতো মানুষগুলো নিজেরা অন্য প্রাণীতে পরিণত হতে চাচ্ছে । কিন্তু ওদের মাঝে সমকামিতা আছে নাকি সে ব্যাপারেও আমি যথেষ্ট সন্দিহান ।
৪| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:১৯
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: আমিও সন্দিহান । ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য ।
৫| ২৮ শে জুন, ২০১৫ বিকাল ৫:৪২
সজিব্90 বলেছেন: আমেরিকা এই আইন হয়তো কিছু দিনের মধ্যে সারা মুসলিম দুনিয়াতে রপ্তানী করবে,কারন আধুনিকতার প্রগতি শীলতার ও বিনোদনের চুড়ান্ত ধাপ এটি ,এটার পর আর কিছুই বাকী রইল না
৬| ২৮ শে জুন, ২০১৫ সন্ধ্যা ৬:১০
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ধন্যবাদ সুন্দর মন্তব্য এর জন্য ।
৭| ২৮ শে জুন, ২০১৫ রাত ৯:৪০
শতদ্রু একটি নদী... বলেছেন: চিকিতসায় কাজ না হইলে এইদেশের সকল পায়ু প্রেমিদের আমেরিকায় রপ্তানী করা যাইতে পারে। দেশে বর্জ্য রাইখা লাভ কি?
৮| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৪৭
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন:
৯| ২৮ শে জুন, ২০১৫ রাত ১০:৫৮
তাপস কুমার দে বলেছেন: রাজনৈতিক সুবিধার জন্য এই সিধান্ত।
১০| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০২
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন:
১১| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:০২
ভয়ংকর বিশু বলেছেন: আমেরিকার চাইতে আরব দেশে সমকামিতা, বহুগামীতা ও পশু কামীতা বেশী। তাছাড়া আমাদের হুজুরসমাজে সমকামিতা আশংকা জনক ভাবে বাড়ছে।
১২| ২৮ শে জুন, ২০১৫ রাত ১১:৩৭
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: ভাই শুধু হুজুর সমাজ আর আরব দেশ এই সব পাপ হয় না।। পাপ সব দেশেই হচ্ছে আর পরোক্ষ ভাবে আমরা শুধু মুসলিমদের হাইলাইট করে ক্ষান্ত হচ্ছি । ধন্যবাদ আপনার মন্তব্বের জন্য ।
১৩| ২৯ শে জুন, ২০১৫ রাত ১:৩২
শাশ্বত স্বপন বলেছেন: এটা ভাবতেও পারি না। ছিঃ
২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪২
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: সহমত
১৪| ২৯ শে জুন, ২০১৫ ভোর ৬:৩৩
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দর পোস্ট।
২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৩
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: অনেক ধন্যবাদ ।
১৫| ২৯ শে জুন, ২০১৫ সকাল ১০:৪৮
নূর মোহাম্মদ নূরু বলেছেন: ইসলাম কেবল স্বামী-স্ত্রীর মধ্যে অর্থাৎ বৈধভাবে নারী এবং পুরুষের মধ্যে যৌনসঙ্গম অনুমোদন করে।একারণে সমকামী যৌনাচার ইসলামে নিষিদ্ধ। ইসলামের দৃষ্টিতে এটি একটি বিকৃত ও অত্যন্ত নিকৃষ্ট যৌনাচার যা নারী-পুরুষ যৌনতার স্বাভাবিকতাবিবর্জিত এবং যৌনতার মাধ্যমে প্রাকৃতিকভাবে প্রজননের পরিপন্থী,যা সৃষ্টিগতভবে যৌনতার মৌলিক ও কেন্দ্রীয় উদ্দেশ্য। ইসলামের দৃষ্টিতে এটি ব্যভিচার ও পরকীয়া থেকেও খারাপ একটি কাজ।সমকামীযৌনাচারের কারণে অতীতে নবী লূত(আঃ)এর সম্প্রদায়কে আল্লাহ ধ্বংস করে দেয়ার সাবধানকারী ঘটনা কুরআনের একাধিক সূরা ও একাধিক হাদীসে উল্লেখ রয়েছে। এছাড়া নবী মুহাম্মদ(সাঃ) সমকামীদের অভিসম্পাত করেছেন,সমাজকে সমকামিতার প্রভাব থেকে মুক্ত করতে এদের হত্যা করার নির্দেশ দিয়েছেন; এছাড়া চারখলিফাও এ ব্যাপারে একমত প্রকাশ করেছেন। সমকামিতা রোধ করার জন্য ইসলামে নারী পুরুষকে লিঙ্গ অনুযায়ী পোশাকীয় ও আচরণিক স্বকীয়তা বজায় রাখতে বলা হয়েছে এবং নারীকে পুরূষের বেশভুষা ও আচরণ এবং পুরুষকে নারীর বেশভুষা ও আচরণ অণুকরণ করতে নিষেধ করা হয়েছে।
২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: অনেক ধন্যবাদ আপনার বিশ্লেষণধর্মী চমৎকার মন্তব্বের জন্য ।
১৬| ২৯ শে জুন, ২০১৫ দুপুর ১:২৭
বিজন শররমা বলেছেন: শSশ
২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৫২
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: শSশ
১৭| ২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:২৯
ভবোঘুরে মুন্না বলেছেন: আগে কোন পার্কের সামনে থেকে হেটে গেলে দেখতাম ছেলে আর মেয়ে প্রেমিক প্রেমিকা চুমা চুমি করতেছে এখন মনেহয় দেখবো কোন ছেলে ছেলেকে জরিয়ে ধরে চুমু দিচ্ছে । কোন মেয়ে আর একটা মেয়েকে চা .. দিচ্ছে ।
আগে ছেলেরা মেয়েদের ধরে ধর্ষন করতো এখন মনেহয় সেটা বদলে যাবে , এখন একটা ছেলেকে আর একটা ছেলে ধরে ধর্ষন করবে ।
২৯ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: পৃথিবী বদলে গেছে। যা দেখি অবাক লাগে ।
১৮| ২৯ শে জুন, ২০১৫ রাত ১০:৫৯
লাবু২২ বলেছেন: পৃথিবী আবার পিছে হাটতে শুরু করছে । আবার অসভ্য জাতিতে পরিণত হচ্ছে সাধারণ মানুষ।
১৯| ৩০ শে জুন, ২০১৫ রাত ১২:০৬
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: কথা সত্য ভাই । একমত ।
২০| ১৮ ই সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৩:২৫
অপু দ্যা গ্রেট বলেছেন: একটা গানের লাইন মনে পরছে , " কত রং দেখাইলা বিধি,,,,,,,,,,,,,
২৫ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ২:৫২
মেঘাচ্ছন্ন রৌদ্রাবোলী বলেছেন: কত রং দেখাইলা বিধি
©somewhere in net ltd.
১|
২৮ শে জুন, ২০১৫ বিকাল ৪:৪৮
খোলা মনের কথা বলেছেন: অপ্রিয় কথার ভিতর প্রিয় কথা, ভাল লাগলো