নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

কিছুই বলার নাই

পেতনীর ভূত

মন চায় তাই লিখি

পেতনীর ভূত › বিস্তারিত পোস্টঃ

সেও স্বপ্ন দেখেছিল

২২ শে আগস্ট, ২০১৬ সন্ধ্যা ৬:০৩


কম্পিউটারের টেবিলে হাত বিছিয়ে মাথা রেখে চোখ বন্ধ করে আছে সে। দেখে মনে হবে, সে মোটামুটি মানের নিদ্রায় আছে। কিন্তু সে মোটেও নিদ্রায় নেই। ঘোরের ভেতর আছে। আজ সকাল থেকে তার বুকের ভিতর চিনচিন করছে। হৃদয়টা হাহাকার করছে। কোনভাবেই কাজে মন বসাতে পারছে না। কাষ্টমার এসে ফিরিয়ে যাচ্ছে। সে প্রায় তাড়িয়ে দিচ্ছে। তার চেহারায় ফুটে ওঠা বিতৃষ্ণা ভাব দেখে কেউ কিছু বলতেও পারছে না ।
আজ সকালে হঠাৎ মোবাইলটার দিকে তার চোখ যায়। যেভাবে প্রতিদিন সকালে ঘুম ভাঙার পর মোবাইল দেখে। আনমনে ডাটা অন করে। ইমু ওপেন করে যেই গুডমর্নিং ম্যাসেজ দিবে, তখনি একনাগাড়ে চারটি ম্যাসেজ আসে। তৃষার ম্যাসেজ।
আই’ম সরি,
আই স্টিল লাভ রাজু। আমি তাকে ভুলতে পারব না। তুমি আমাকে ক্ষমা করো।
জানি সে আমাকে এখন গ্রহণ করবে না । তারপরও তাকে পাবার জন্য আমি সবকিছু করব।
সরি।
প্রতিদিন রাতে যার কথা ভেবে ঘুমায়, ভোরে রঙিন স্বপ্ন দেখে ঘুম ভাঙে। তার কাছ থেকে এ ধরণের ম্যাসেজ কল্পনাও করা যায় না। কিন্তু সে কিছুই মনে করছে না । তৃষাকে সে ভালবাসে। তৃষা যদি তাকে ভাল না বাসে। কিছু করার নাই।
বাবাগো একটা টাকা দাও।
ফকিরের এই আকুল আবদার শুনে তার ঘোর কাটে। চেয়ে দেখে অশিতিপর এক বৃদ্ধ তার দিকে করুণ চোখে চেয়ে ভিক্ষা প্রার্থনা করছে।
সে দীর্ঘশ্বাস ফেলে পকেট থেকে মানিব্যাগ বের করে। হাত বাড়িয়ে দু’টাকা ফকিরকে দেয়। ভিজে চোখে প্রার্থনা করে। ‘তুমি ভালো থেকো’।

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.