নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

দেখি আর শুনি

ব্লগিং করতেই চাই, তবে সেটা একেবারে, নিরীহ ও মিনমিনে উপায়ে।

দেখি আর শুনি

বই, সিনেমা, গান, অল্প স্বল্প ফটোগ্রাফি, পেইন্টিং, ইত্যাদি নিয়ে

দেখি আর শুনি › বিস্তারিত পোস্টঃ

"জিনার সেই দ্বীপের" জিনাকে নতুন করে খুঁজে পেলাম

১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:২৫

জিনার সেই দ্বীপের জিনাকে খুঁজে পেলাম
আপনি কি সত্যিকারের তিন গোয়েন্দা ফ্যান? শুধুমাত্র তাহলে এই পোস্টের ভেতরে প্রবেশ করুন। দয়া করে ভাববেননা যে, এটা কোনো সমালোচনামূলক পোস্ট।
নিচের ছবিটি নিশ্চয়ই চিনতে পারছেন।


এখানে শনাক্ত করার মত ফটো আছে শুধু এই মেয়েটির, যাকে সহজেই পাঠকরা জিনা বলে কল্পনা করে নিতে পারেন।


জিনার এই ছবিটি পুরনো ভলিউম এর প্রচ্ছদ থেকে রিসাইজ করে পাওয়া। সেই ছবিটিকেই আবার AI -এর সাহায্যে পরিষ্কার করার পরে এরকম পাওয়া যায়, যদিও এতে সত্যিকারের চেহারার সূক্ষ্ণ বৈশিষ্ট্য কিছুটা বদলে যেতে পারে।


এবারে যখন রিভার্স ইমেজ ব্যাবহার করে খুব খোঁজাখুঁজি করলাম, তখন এই বিজ্ঞাপনটি বের হয়ে এলো। এটি একটি ম্যাগাজিন পত্রিকায়, ১৯৮০ সালের নভেম্বরে ছাপা হয়েছিল। আমি এটি ebay এর একটি listing হিসেবে পাই।


এই ছবিটির বিবরণে লেখা ছিলঃ
This listing is for (1) Adorn Soft Hold Print Ad, Adorn Hairspray Magazine Ad, Hairspray Ad, Hair Care Ad, carefully chosen from a popular magazine from November 1980, in very good condition. This print ad measures approximately 7 3/4" x 11" in size. It is a Original Print Ad and not a Reproduction. Please see photos for details
https://www.ebay.com/itm/225001020053

ফটোশপে মুখমন্ডলের ঠিক ঐ অংশ crop করার পরে বৈশিষ্ট গুলো আরো বেশি তুলনা করা যায়। তিন গোয়েন্দার ভলিউমের প্রচ্ছদে ঠিক করে চেহারা বোঝা যায়না। কিন্তু এখানে প্রকাশিত ছবিতে বেশ ভাল করে বোঝা যাচ্ছে।


আবার যদি দেখি, “জিনার সেই দ্বীপ” –এর প্রকৃত প্রচ্ছদের ছবিটা।


এই ছবির প্রচ্ছদে যেই জাহাজটি দেখছেন, যেটি দেখলেই আমার মনে হত এটা বোধহয় জিনার দ্বীপে ভেসে আসা কোনো জলদস্যু জাহাজ, সেটির প্রকৃত পরিচয় পেয়েছি।
এটি একটি ডিজিটাল আর্ট, Robert McGinnis (তেসরা ফেব্রুয়ারি ১৯২৬ – ১০ই মার্চ ২০২৫) এর করা। অর্থাৎ তিনি মাত্র এই বছর মারা গিয়েছেন। প্রায় শতবর্ষী এই শিল্পী তার জীবনে অন্তত ৬৪টি সিনেমার অলঙ্করণ করেছেন। এই ছবিটির নাম, A Spanish Galleon:

ওনার সম্পর্কে আরো জানতে ওনার (IMDB Profile ) দেখতে পারেন।

তাহলে সামনে দাঁড়ানো মেয়েটি কে?

সবচেয়ে বেশি মিল পাওয়া যায়, যদিও নিশ্চিত করা যাচ্ছেনা, Melissa Gilbert বলে এক অভিনেত্রীর সাথে। এই অভিনেত্রী Laura Ingalls Wilder রচিত “Little House on the Prairie”-এর টিভি-সিরিজ-এ অভিনয় করেছিলেন। মেলিসা পরেও অনেকগুলো বিখ্যাত ফিল্মে অভিনয় করেছেন, তবে তার শেষ কাজ ২০১৯ এর দিকে করা।



আমি এর আগেও এরকম বিষয়ে লিখেছি, সেটার লিঙ্ক এখানে দিয়ে দিলামঃ
পরিচিত বইয়ের মলাট

মন্তব্য ৩ টি রেটিং +০/-০

মন্তব্য (৩) মন্তব্য লিখুন

১| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১০:৫৬

লোকমানুষ বলেছেন: তিন গোয়েন্দা পড়ে আপনি গোয়েন্দাগীরিতে সফল হয়েছেন, কনগ্রাইচুলেশনস!

ছুটু কালে ( :P ) আমিও এই ভলিউমটির প্রচ্ছদ দেখে এই মেয়েটিকেই কল্পনায় জিনা ভেবে নিয়েছিলাম। এই দোষে যে কেবল আমি একাই দুষ্টু নই, তা আপনার পোষ্টেই প্রমাণ করে =p~

২| ১৮ ই আগস্ট, ২০২৫ রাত ১১:১৯

সৈয়দ কুতুব বলেছেন: আহ তিন গোয়েন্দা! টিফিনের টাকা জমিয়ে কত বই কিনেছি। কত বই আম্মু ছিড়ে ফেলেছে। স্কুলের সবাই আমার থেকে তিন গোয়েন্দা নিয়ে পড়তো।

৩| ১৯ শে আগস্ট, ২০২৫ রাত ১২:২৫

লোকমানুষ বলেছেন: সৈয়দ কুতুব বলেছেন: আহ তিন গোয়েন্দা! টিফিনের টাকা জমিয়ে কত বই কিনেছি। কত বই আম্মু ছিড়ে ফেলেছে। স্কুলের সবাই আমার থেকে তিন গোয়েন্দা নিয়ে পড়তো।

একবার পরীক্ষার রেজাল্টের আগ দিয়ে বইয়ের কালেকশনে রেইড পড়তে পারে বুঝতে পেরে নিজের বইগুলো এক বন্ধুর কাছে "আমানত" রেখেছিলাম। সেই বন্ধু আমার নিজ দায়িত্বে তার আমানতে থাকা বই তাহার বান্ধুবী ও বান্ধুবীর-বান্ধুবীকে পড়ার জন্য দিয়েছিলেন। এতে অবশ্য সমস্যা ছিল না। সমস্যা হলো, আমি আর সেই বইগুলো ফেরত পাই নি। কয়েকটা যাও হাতে পেয়েছিলাম, কিন্তু তাদের টুটা-ফাটা চেহারা দেখে অভিমান করে আর তা বাড়িতে নিজ কালেকশনে আনা হয়নি :(

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.