![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বই, সিনেমা, গান, অল্প স্বল্প ফটোগ্রাফি, পেইন্টিং, ইত্যাদি নিয়ে
বাংলাদেশের জনপ্রিয় কিশোর গোয়েন্দা সিরিজ তিন গোয়েন্দার স্রষ্টা লেখক রকিব হাসান মারা গেছেন। প্রকাশনীর উপদেষ্টা মাসুমা মায়মূর ফেসবুকে পোস্ট করে জানিয়েছেন, আজ (১৫ অক্টোবর ২০২৫) কিডনির ডায়ালাইসিস চলাকালীন সময়ে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তাঁর জীবনাবসান ঘটে। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর ১০ মাস।
সূত্র: কিশোর আলো।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
গত কয়েকদিন ধরে তিন গোয়েন্দার প্রচ্ছদ নিয়ে খুব উৎসাহের সাথে পোস্ট লিখছিলাম। আজকে যখন এই খবরটা শুনলাম, সে সময় আমি আমার সমস্ত তিন গোয়েন্দার বই প্যাকেট করে ট্রান্সপোর্ট করছিলাম। বোধহয় ৯০-এর দশকের মাঝামাঝি থেকে ওনার লেখার সাথে পরিচয়। ব্যক্তিগতভাবে পরিচয়ের সুযোগ ছিল না কখনোই। দু-তিনবারের টিভি সাক্ষাৎকারে যেমন দেখেছি, তা থেকে ওনাকে বেশ সহজ, ও কিছুটা হলেও অনেক দিনের চেনা আপন বলে মনে হত। আর কখনো পরিচয়ের সুযোগ হবেও না। আপন পরিজন হারানোর মতোই শোক অনুভব করছি। স্কুলের হারিয়ে যাওয়া দিনের মতো, নিউমার্কেটের এবি বুক হাউজে দুপুরের হেলে পড়া সূর্যের শান্ত কমলা রোদের মতো, এই ব্যস্ত ঢাকা শহরের ঠিক মাঝে যে সব নিভৃত কোণ তিন দশক আগেও প্রকৃতি আর রহস্যের জন্য জায়গা ছেড়ে দিত, তাদের মতোই তিনি আর ফিরবেন না।
এই সময়ের বাংলাদেশ কতটুকু সেটা অনুভব করতে পারবে জানি না, কিন্তু তার পাঠকের স্মৃতিতে তিনি তাঁদের জীবদ্দশায় মলিন হবেন না।
আল্লাহ তাঁকে জান্নাতবাসী করুন।
২| ১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: আমি তার আত্নার মাগফেরাত প্রার্থনা করি
..................................................................
কিশোর বয়সে তিনি ছিলেন প্রিয় লেখক
উনার ছবি কখনো দেখি নাই ।
৩| ১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:২১
ইফতেখার ভূইয়া বলেছেন: তার বই কখনো তেমনভাবে পড়া হয়নি কিন্তু তার নামটা বেশ ভালো করেই জানি। তার আত্মার শান্তি কামনা করছি।
৪| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ৮:২৯
সত্যপথিক শাইয়্যান বলেছেন:
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
খবরটা শুনে মনটা খুব খারাপ হয়ে গেলো।
পুরো একটা জেনারেশনকে কিশোর রহস্যে ব্যস্ত রেখেছিলেন। সেই জেনারেশন থেকে খুব কম কিশোর/কিশোরীই খারাপ পথে গিয়েছে। খোদা উনাকে জান্নাতবাসী করুন।
৫| ১৫ ই অক্টোবর, ২০২৫ রাত ১১:১০
শ্রাবণধারা বলেছেন: আমাদের শৈশব ও কৈশোরকে রাঙিয়ে তোলার একজন নিপুণ কারিগর, বিশিষ্ট লেখক রকিব হাসানের মৃত্যুতে গভীর শোক ও শ্রদ্ধা।
©somewhere in net ltd.
১|
১৫ ই অক্টোবর, ২০২৫ সন্ধ্যা ৭:১৩
সৈয়দ কুতুব বলেছেন: শুনে মন খারাপ হয়ে গেল ।