নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আজ রাতে একা আমি...এমন তো ছিলাম আরও বহুকাল নিয়ে...বুঝিনি একাকী আজকে রাতের মতো করে...........

ফুলফোটে

সে চায়-আবিরাম চায় - আমি যেন ডুব দেই তার মুগ্ধ -মুগ্ধতায় ////

ফুলফোটে › বিস্তারিত পোস্টঃ

এক পৃষ্ঠা কষ্ট......

২৭ শে জুন, ২০১৫ রাত ৩:১৫

বৃষ্টিস্নাত সন্ধায় আমার জানালার কার্নিসে
উড়ে এসে বসল একটি পায়রা-
শরীর জুড়ে ক্ষত চিহ্ন,বিক্ষিপ্ত পালক গুলি ভিজে একাকার।মায়ার চাহনি আমাকে কাছে টেনে নিল।হাত বাড়িয়ে ধরে ফেললাম।সে উড়ে যেতে পাড়ল না,অথবা উড়ে যেতে চাইল না।
আহত পাখিটাকে আমার পাশে রেখে একটু সেবায় সুস্থ হতে দেখলাম আর ভাবতে থাকলাম সেই দিনটির কথা;
মনে আছে তোমার? সে দিনও বৃষ্টি ছিল আর তুমি আনমনে কি যেন ভাবছিলে,মায়া ভরা চোখের চাহনি বুঝতে পারনি তখন।
কত নির্মূহ ভালোবাসায় তুমি সিক্ত হতে সেই দিন! নাকি নির্মূহ প্রেম তুমি চাওনি?অসম্ভবের কিছুই ছিলনা সেদিন।নির্দ্বিধায় হাত বাড়িয়ে তোমার করে নিলে কি এমন হতো?সেদিন আমি ও এই
আহত পায়রাটা মতো ছিলাম।এক বিকেলের বৃষ্টি মাথায় নিয়ে তেমার কাছে প্রেম ভিক্ষা!ইছ্ছে ছিল না ফিরে আসি,ফিরে যাওয়ার পথ বন্ধ ছিল অথচ সেদিনের নির্বাক তুমি-সবাকে,আমার পথ রুদ্ব করে বলনি কেন?''অনাদি-অনন্ত জীবনের তরে
বাধিয়া প্রেমের ঘর,
প্রীতি তে প্রনয়ে জড়াইয়া সখি থাকিব আজীবন)
কিন্তু;
জগতের সব চাওয়া কি পূর্ণ হয়?পূর্ণ হয়না বলেই আজ তুমি আমার দূর্বিসহ জীবনের একটা পৃষ্ঠা মাত্র//////

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই ডিসেম্বর, ২০১৫ রাত ১১:১৫

জনম দাসী বলেছেন: দুর্বিসহ একটা পৃষ্ঠা মাত্র; সুন্দর লেখা... মুগ্ধতা,

কালির আচর টেনে উল্টে যাওয়া...

০৭ ই ডিসেম্বর, ২০১৫ সকাল ১০:৪৫

ফুলফোটে বলেছেন: মুগ্ধতার আবেশ আপনাকেও ছাড়িয়ে যাক...।মুগ্ধ নয়ে আবিরাম পড়ে যাই আপনার লিখা...।।ভাল লাগা রইল অবিচল...।।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.