![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আমি চুপ আছি, আমি চুপ থাকবো !
আমি প্রধানমন্ত্রীর একনিষ্ঠ ভক্ত, তিনি দেশে পরিবর্তন আনবেনই। শিক্ষায় ভ্যাট দিতে হবে তো, পরিবর্তন আনতে হলে নাকি ?
আমার নেত্রী তোমার নেত্রী, দেশ নেত্রী, দেশ রত্ন, জাতির পিতার সুযোগ্য কন্যা ডিজিটাল বাংলাদেশের রুপকার , বাংলাদেশের সেরা ১০ ধনীর একজনের জননী জাতির ভবিষ্যতের উপর গুলি চালানোর খবর শুনে চুপ থাকে, শিক্ষাকে ব্যাবসায় পরিণত করার কথা শুনে চুপ থাকে, বাংলাদেশের সেরা সেরা সোনার ছেলেরা জয় বাংলা বলে সাস্টের শিক্ষকের উপর ঝাপায়ে পড়ার খবর শুনে চুপ থাকে, বিদেশ ভ্রমনে যান বিশাল সঙ্গী বহর নিয়ে,অনেকে অনেক কথা বলে,তিনি চুপ থাকেন। আমি ওনাকে অনুসরণ করি,আমি হাতিরঝিলে যাই আমার ক্ষুদ্র সঙ্গী বহর নিয়ে। তাঁর মন্ত্রীরা ভ্যাট ফাকি দিয়ে বিদেশ থেকে গাড়ি আনেন,রাজপথে পুলিশ প্রোটেকশনে শাঁ শাঁ করে গাড়ি হাকায়ে যায়,তিনি জানেন,তিনি শোনেন তিনি চুপ থাকেন। আমি রাস্তার জ্যামে বসে পাশের রিক্সাওয়ালির সাথে আলাপ জমাই। দেশের মাথা, দেশের কাণ্ডারি তিনি,আমি তাঁর একনিষ্ঠ ভক্ত, তার দেখানো পথ অনুসরণ করে সচেতন নাগরিক হিসেবে আমিও চুপ থাকি ! নেত্রী হয়ত ভাবেন দেশের কাজে ভ্যাট কাজে লাগানো হবে, হয়তোবা ভাবেন সুইস ব্যাংকে আরেকটা একাউন্ট খুলে ফেলাই যায় ! হয়তোবা, হয়তোবা না ।
সব দেখেন ,সব বোঝেন, সব শোনেন এবং চুপ থাকেন মন্ত্রীদের নেতা প্রধানমন্ত্রী। আমি মাল সাহব কে ভালোবাসি, আমি প্রধানমন্ত্রীকে শ্রদ্ধা করি !
আমি চুপ থাকবো, কেন বলবো আমি #NoVatOnEducation !
কেন বলবো না আমি ?
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
চটপট ক বলেছেন: সুন্দর বলেছেন। তবে আপনি বোধকরি আমার লেখাটি ভালভাবে পরেন নি !
২| ১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:৫৩
স্বপ্নবাজ তরী বলেছেন: চুপ থাকলে হবে নি?!!!!!
১২ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১২:০২
চটপট ক বলেছেন: হবে না ?
©somewhere in net ltd.
১|
১০ ই সেপ্টেম্বর, ২০১৫ রাত ১০:২৬
এম. আরাফাত মাহমুদ বলেছেন: চুপ কইরা চার খাটের কোনায় পড়রা থাকেন। ঐদিকে ভ্যাট দিতে দিতে এক সময় খাটের তলের মাটিও থাকবে না। তখন কি আর করবেন, ঐ যেখানের আন্দোলনের চারা গজিয়ে ছিলো, সেখানেই পানিতে ভাসবেন