নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকড্রিম

পাগলামী

পিনাকড্রিম

পিনাকড্রিম › বিস্তারিত পোস্টঃ

>>>>>>>>>>স্মৃতিশক্তি বাড়ায় যে সাতটি খাবার<<<<<<<<<

২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৩৪







নিজেদের স্মৃতিশক্তি তথা ব্রেইনের কার্যক্ষমতা বাড়াতে আমরা কত কিছুই না করি। মেডিটেশন,নানা ধরণের এক্সারসাইজ। কিন্তু এগুলোই পর্যাপ্ত নয়। আপনাকে দৈনন্দিন খাদ্য তালিকায় রাখতে হবে সেসব খাবার যা আপনার ব্রেইনের কার্যক্ষমতা বাড়িয়ে দেবে বহুগুণ, ফলে বৃদ্ধি পাবে স্মৃতি শক্তি। চলুন জেনে নেয়া যাক,খাবার গুলো কি কি।



১)জাম,স্ট্রবেরি বা লিচু জাতীয় ফল-

আপনার বয়স যত বাড়বে বিভিন্ন জিনিস মনে রাখার ক্ষমতাও আপনার তত কমতে থাকবে। তাই প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে পারেন জাম,লিচু,স্ট্রবেরি,কালোজাম বা আঙ্গুরের মত ফল। ফলগুলোতে রয়েছে এন্টি-অক্সিডেন্ট যা ব্রেইনের কোষের অক্সিডেশন এবং ক্রমাগত ক্ষয়ে যাওয়া রোধ করে। অর্থাৎ ব্রেইনের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। ব্লু বেরীকে ব্রেইনের জন্য সবচেয়ে কার্যকর খাবার বলে ধরা হয়, কেননা তা আলঝেইমার রোগ প্রতিরোধে সহযোগিতা করে ও শেখার ক্ষমতা বাড়িয়ে দেয়।



২) সামুদ্রিক মাছ-

বিভিন্ন সামুদ্রিক মাছে শুধু প্রচুর পুষ্টি উপাদান থাকে,যা মস্তিষ্কের কার্যক্ষমতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে। মস্তিষ্কে থাকা ফ্যাটি এসিডের ৪০% হচ্ছে ডি এইচ এ, যা কিনা সামুদ্রিক মাছের তেলে পাওয়া যায় ওমেগা-৩ ফ্যাটি এসিড হিসেবে। বিশেষজ্ঞদের মতে এই ওমেগা-৩ ফ্যাটি এসিড ব্রেইনের বিভিন্ন কোষের মধ্যে সিগনাল আদান-প্রদান বাড়িয়ে দেয়।



৩) কফি-

দীর্ঘদিন কফি পান করেন এমন ১৪০০ লোকের উপর চালানো গবেষণায় দেখা গিয়েছে, যারা দিনে তিন থেকে পাঁচ কাপ কফি পান করেন তাঁদের স্মৃতি ভ্রংশের রোগ অনেকটাই কম হয়। এদের তুলনায় যারা দিনে দুই কাপ কফি পান করেন তাদের ৪০ থেকে ৫০ বছর বয়সে আলঝেইমার রোগে আক্রান্ত হবার আশঙ্কা বেশি। ধারণা করা হয়,কফিতে থাকা ক্যাফেইন ও এন্টি-অক্সিডেন্ট ব্রেইনের কোষগুলোকে সুরক্ষিত করে।



৪) চকোলেট-

ডার্ক চকোলেট,যাতে অন্তত ৭০% কোকো থাকে,মস্তিষ্কের দক্ষতা বাড়াতে কার্যকর ভূমিকা রাখে বলে গবেষণায় প্রমাণিত। এতে ফ্ল্যাভোনয়েড নামে এক ধরণের এন্টি-অক্সিডেন্ট থাকে,যা কিনা ব্রেইনের কোষকে রাখে সজীব ও কর্মক্ষম।



৫) ঘোল-

দুধ থেকে তৈরি দই আমরা সবাই খাই,কিন্তু ঘোল অনেকেই খাই না। ঘোলে থাকে ভিটামিন বি-১২ এবং এই ভিটামিনের অভাবে স্মৃতিশক্তি ভয়াবহভাবে হ্রাস পায়। ঘোলে থাকা ভিটামিন বি-১২ বয়সজনিত স্মৃতিশক্তি হ্রাস রোধ করে। চিকিৎসাবিজ্ঞানের ভাষায় মস্তিষ্কের সংকোচন কমিয়ে দেয়।



৬) শাকসবজি-

প্রতিদিনের খাদ্য তালিকায় রাখুন সবুজ শাক-সবজি। এদের মাঝে থাকা প্রোটেক্টিভ এন্টি-অক্সিডেন্ট মস্তিষ্ককে করে তোলে আরো অধিক কার্যক্ষম।



৭) বাদাম-

সহজলভ্য এই খাবারে আছে ভিটামিন ই, যা হচ্ছে আরো একটি এন্টি-অক্সিডেন্ট। খুব সহজেই পাওয়া যায় এই বাদামকে প্রতিদিন রাখুন খাবার তালিকায়।



প্রতিদিন এই খাবার গুলোর সুষম পরিমাণে খেলে মস্তিষ্কের কার্যক্ষমতা বেড়ে যাবে বহু গুণ! তো আর দেরি কেন, শুরু হোক এখনই!

(সংগৃহিতঃসবার জন্য)















________________________









মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৪৯

নীলতিমি বলেছেন: ধন্যবাদ। :)

২| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১২:৫৭

সুমন কর বলেছেন: ধন্যবাদ।

৩| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:১৭

মশিকুর বলেছেন:
খাইতে হইব, দেখি এবার কিছু হয় কি না।

৪| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩০

আমাবর্ষার চাঁদ বলেছেন: কিছু জিনিস তো প্রায়ই খাই.............

কাজ করে কিনা কে জানে..... :-&

৫| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১:৩৩

মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘোল জিনিসটা চিনলাম না! বাদবাকি সবই খাওয়া হয় বাট ব্রেইনের কার্যক্ষমতা বাড়ার বদলে দিন দিন কমছে :(

৬| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ২:৩৫

পরোবাশি২০১৩ বলেছেন: To মাসুম আহমদ ১৪ বলেছেন: ঘোল জিনিসটা চিনলাম না!

Ghol mathai dhalte hoi...kaj debe..guaranteed

৭| ২৪ শে অক্টোবর, ২০১৩ সকাল ৯:৫৬

ডরোথী সুমী বলেছেন: আমার এখন আর খেয়ে কোন কাজ হবেনা। তবে আমার বাচ্চাদের কাজে লাগবে তাই জেনে নিলাম। অনেক ধন্যবাদ।

৮| ২৪ শে অক্টোবর, ২০১৩ বিকাল ৪:০২

েমাঃ িজয়াউর রহমান বলেছেন: Valo laglo....keep it up

৯| ২৪ শে অক্টোবর, ২০১৩ রাত ১১:৩৪

ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ধন্যবাদ

১০| ৩০ শে অক্টোবর, ২০১৩ রাত ৩:০৩

পিনাকড্রিম বলেছেন: ঘোল হচ্ছে মাঠা,ছানা ওঠা দুধের তরল পানীয়। সকাল বেলায় ঢাকার কিছু কিছু রাস্তা মোড়ে পাওয়া যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.