![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।
ভগবানকে আজ কিঞ্চিৎ প্রসন্ন মনে হইল। এই প্রথম আমার আগমনেও তাঁর স্বর্গীয় মুখশ্রী হইতে হাসি অন্তর্হিত হইল না।
-প্রভু, আপনার প্রসাদ। এই বলিয়া চিকেন তন্দুরির প্লেট সামনে আগাইয়া দিলাম।
-ইহা কী?
-প্রভু দগ্ধ বন্য কুক্কুট। সুউচ্চ বৃক্ষশাখা হইতে শরাঘাতে নিপাতিত করিয়াছি।
ভগবান তিড়িং করিয়া লাফাইয়া উঠিলেন।
-এই বাঙ্গালীদের লইয়া আর পারিনা। আমার সৃষ্টির কল্যাণ লইয়া আমি আছি, আর উহারা আছে মারামারি, কাটাকাটি, কোপাকুপি, খাওয়া খাওয়ি লইয়া। আবার উহারা ছড়া বাধিয়াছে, “মারিব মৎস্য খাইব সুখে।“ এখানেও মারামারি, আমার সৃষ্টির কী বিষম লাঞ্ছনা। ধিক, মহা পাতকের দল।
-কেন প্রভু মৎস্য মারিয়া খাওয়া কী অন্যায়? আমি বিস্মিত।
- কেন? মারিব, খাইব; এইসব বলিতে হইবে কেন? বলিতে পারিস না “ধরিব মৎস্য রাঁধিব সুখে?” তাহা হইলেই একটা অহিংস অহিংস ভাব চলিয়া আসে।
- প্রভু মৎস্য যেমন পিছলা করিয়া পয়দা করিয়াছেন উহা ধরা বহুত পেরেশানির কাজ।
এইবার ভগবানের চেহারা প্রসন্ন হইয়া আসিল।
-তোদের এবার এই পিচ্ছিল বস্তু ধরা শেখাইতেছি।
-কীভাবে প্রভু?
- বিশ্ব ব্যাংককে পাঠাইয়াছি। দুদক একবার করিয়া পিছলাইতেছে, বিশ্ব ব্যাংক আবারো পূর্ণ উদ্যমে ধরিতেছে। আবার পিছলাইতেছে, আবারো ধরিতেছে। ইহার মধ্যে যে শিক্ষা আছে তাহা পদ্মা সেতু নয়, দুর্নীতিও নয়, ইহা অতি পিচ্ছিল মৎস্য ধরিবার শিক্ষা, ওরে গর্ধভ। এখন দূর হ। মর্ত্যে ফিরিয়া বীভৎস হিংসার ছড়াটি পাল্টা।
প্রভুর নির্দেশে এই অধম অগত্যা ব্লগ লিখিতে বসিল।
ভগবানের সহিত কথোপকথন -৩
ভগবানের সহিত কথোপকথন ৫
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫১
পিনাকী ভট্টাচার্য বলেছেন: রিওমারে "নট অনলি হিকিউলিয়ার হাট হ্যাথেতিক টু"
২| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৬
জনৈক গণ্ডমূর্খ বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: জনৈক গণ্ডমূর্খ অনেক ধন্যবাদ।
৩| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:০১
নিবিড় অভ্র বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: নিবিড় অভ্র ধন্যবাদ।
৪| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮
ধমাধম বলেছেন: বগোবানের সাটে াপনার কোটা হোয় নাি। াপনি চাপা মারচেন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধমাধম, আমি সাক্ষ্য দিতেছি, ইহা সত্য, ইহা সত্য, ইহা সত্য।
৫| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৩৭
আশফাক সুমন বলেছেন: দাদা, আসলেই খুব সুন্দর লিখেছে্ন ! এক-ই সাথে খুব আনন্দ ও একটু কষ্ট ও অনুভব করলাম!
আপনি কি রম্য লেখক? মানে নিয়মিত এই ধরনের লেখা লিখেন পত্রিকায়?
ভালো থাকুন!
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৮
পিনাকী ভট্টাচার্য বলেছেন: আশফাক সুমন, না ভাই আমি রম্য লেখক নই। তবে এই কথোপকথন সিরিজ টি চালিয়ে যাবার ইচ্ছে আছে।
৬| ১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৩
চুক্কা বাঙ্গী বলেছেন: ইহার মধ্যে যে শিক্ষা আছে তাহা পদ্মা সেতু নয়, দুর্নীতিও নয়, ইহা মৎস্য ধরিবার শিক্ষা
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ, চুক্কা বাঙ্গী।
৭| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২৫
সবুজ সাথী বলেছেন: হা হা হা, চমেৎকার হয়েছে দাদা।
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৯
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ সবুজ সাথী।
৮| ১৮ ই জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১৮
বাসুদেব খাস্তগীর বলেছেন: ভালো লেগেছে।লিখতে থাকুন।
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ, বাসুদেব খাস্তগীর। এই সিরিজটি লিখতেই থাকব।
৯| ১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
হতভম্ব মানুষ বলেছেন:
১৮ ই জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১০
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ, হতভম্ব মানুষ।
১০| ১৮ ই জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:১১
প্রিন্স হেক্টর বলেছেন: ভাল লেগেছে
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ প্রিন্স হেক্টর
১১| ১৮ ই জানুয়ারি, ২০১৩ রাত ৯:১৮
তামিম ইবনে আমান বলেছেন: মজা পেলাম
১৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ তামিম ইবনে আমান
১২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০৫
স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়......
ভাল লাগলো.....।
©somewhere in net ltd.
১|
১৭ ই জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১
রিওমারে বলেছেন: পিকুলিয়ার