নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পিনাকীর ব্লগ

চিত্ত যেথা ভয়শূন্য

পিনাকী ভট্টাচার্য

চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।

পিনাকী ভট্টাচার্য › বিস্তারিত পোস্টঃ

নিপাহ ভাইরাসে আবারো মৃত্যু, নাকি এটি ধারাবাহিক হত্যাকাণ্ড?

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:১৭

এ বছরেও নিপাহ ভাইরাসে মারা গেলো ৬ জন মানুষ। আশঙ্কা করা যেতেই পারে আরও মৃত্যুর খবর হয়তো আমাদের শুনতে হতে পারে। আপাত দৃষ্টিতে মনে হতে পারে প্রাণঘাতী এই ভাইরাসে মৃত্যু তো অলঙ্ঘ্য। কিন্তু না। এই ভাইরাস নিয়ন্ত্রন যোগ্য এবং সমস্ত মৃত্যুই ছিল প্রতিরোধ যোগ্য। তবে কেন, ২০০১ সাল থেকে পর পর বার বছর প্রত্যেক বছর শুধু বাংলাদেশেই মানুষ মরছে? ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর এ একবারের বেশী কোথাও নিপাহ ভাইরাসের কারণে মানুষের মৃত্যু হয়নি। ব্যতিক্রম শুধু মাত্র বাংলাদেশ, যেখানে প্রতি বছর অসহায় ভাবে মানুষ নিপাহ ভাইরাস আক্রান্ত হয়ে অসহায় মৃত্যু বরণ করছে। ২০১১ সালে বাংলাদেশে সব চেয়ে বেশী মানুষ মারা গেছে এই নিপাহ ভাইরাসে, এর প্রত্যেকটা মৃত্যু প্রতিরোধযোগ্য ছিল আর এ বছরেও অসহায় মৃত্যুর মিছিলে যোগ হল আরও কিছু মানুষ।



নিপাহ এঙ্কেফালাইটিস প্রথম ধরা পরে ১৯৯৮ সালে মালয়েশিয়া তে এবং পরে সিঙ্গাপুরে। পাখি এবং পশু থেকে এ রোগ ছড়ায় এবং এর মৃত্যু হার প্রায় ১০০ ভাগ। নিপাহ ভাইরাস জীবাণু যুদ্ধে ব্যবহারের সম্ভাবনা আছে, আমেরিকার সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল নিপাহ ভাইরাসকে ক্যাটাগরি সি ক্রিটিকাল বায়োলজিক্যাল এজেন্ট হিসেবে চিহ্নিত করেছে। ক্যাটেগরি সি এর অর্থ হচ্ছে এটাকে সহজেই প্রাণঘাতী রূপ দেয়া যায় এবং বিপুল পরিমাণে উৎপাদন করা যায়। কিন্তু এই ভাইরাসের প্রকৃতি, সংক্রমণের পদ্ধতি খুব স্পষ্ট ভাবে এখনো জানা যায়নি কারণ ভাইরাসটি আবিষ্কৃত হয়েছে খুব বেশী দিন নয়। তাই এই জীবাণু নিয়ে গবেষণার জন্য একটা রিসার্চ ফিল্ড থাকা দরকার। মালয়েশিয়া সহ যেসব দেশে প্রথম রোগটি দেখা যায় তাঁরা প্রাদুর্ভাবের সাথে সাথেই রোগটিকে একেবারে নির্মূল করে ফেলেছে। তাই কোন দেশেই আর মানুষের উপর নিপাহ ভাইরাস নিয়ে গবেষণার সুযোগ নাই, সুযোগ আছে শুধু বাংলাদেশে। বাংলাদেশকে করে তোলা হয়েছে নিপাহ নিয়ে উন্নত বিশ্বের মাঠ পর্যায়ের গবেষণার একটা ক্ষেত্র। তাই নিপাহ ভাইরাস ইচ্ছে করেই জিইয়ে রাখা হচ্ছে বলে যৌক্তিক ভাবে তীব্র সন্দেহ পোষণ করা যায়। নিপাহ রোগ নিয়ন্ত্রণ বা নির্মূল হলে নষ্ট হবে গবেষণার এই উর্বর ক্ষেত্র যেখান থেকে উন্নত বিশ্ব নিপাহ ভাইরাস নিয়ে অনেক নতুন নতুন তথ্য পাচ্ছে। এর বিনিময়ে আসছে দেশের কিছু রথি মহারথীর অসংখ্যবার বিদেশ যাত্রা, সেই সুত্রে আসা কোটি কোটি টাকার প্রোজেক্টের ভাগ, গবেষণা পত্রে উচ্ছিষ্টের মতো নাম।



এই রোগটি নিয়ে বাংলাদেশে কাজ করে জাতীয় রোগতত্ত্ব এবং গবেষণা প্রতিষ্ঠান সংক্ষেপে আই ই ডি সি আর। আই ই ডি সি আর দেশের বিভিন্ন রোগের প্রকোপ নির্ধারণ, নতুন রোগের গতিপ্রকৃতি, বিস্তার, চিকিৎসা নির্দেশনা তৈরি এসব নিয়ে কেন্দ্রীয় ভুমিকা পালন করার কথা থাকলেও, এই জাতীয় প্রতিষ্ঠানটি এই নিপাহ ভাইরাসের মৃত্যু কুপ জিইয়ে রেখছে বলে সন্দেহ তৈরি হয়েছে। এই প্রতিষ্ঠানের কর্মপরিধি এনং বর্তমান কর্মকাণ্ড নিয়ে সংশ্লিষ্টদের খুব বেশী ধারণা না থাকায়, ডি জি অফিসের পেটের মধ্যে থাকা এই প্রতিষ্ঠানটি জবাবদিহিতা বিহীন এক অভূতপূর্ব ইমুনিটি ভোগ করছে।



নিপাহ ভাইরাসে মৃত্যুর খবর আসলেই আই ই ডি সি আরে বিদেশ থেকে পি এইচ ডি থিসিস করছেন এমন টিম আসে এবং বাংলাদেশের সরকারের খরচে আই ই ডি সি আর এর মেডিক্যাল অফিসার তাদের সাথে নিপাহ আক্রান্ত অঞ্চলে যান, বিদেশী টীম উপাত্ত এবং স্যাম্পল সংগ্রহ করে এবং কাউকে কোন স্যাম্পল এবং তথ্য না দিয়ে সবকিছু তারা বিদেশে নিয়ে যায়। আই ই ডি সি আর কোন অধিকার বলে বিদেশী পি এইচ ডি ছাত্রদের সরকারের খরচে সহায়তা দেয়া হচ্ছে? কেন গবেষণার নামে সংগ্রহ করা তথ্য এবং স্যাম্পল বাংলাদেশের কাছে থাকছেনা। সারা পৃথিবীর মেডিক্যাল গবেষণা ক্লিনিক্যাল ট্রায়াল ডট গভ এর রেজিস্ট্রি করা থাকলেও কেন আই ই ডি সি আর এর সহায়তায় হওয়া এই গবেষণাগুলো কেন সেখানে রেজিস্ট্রেশন করা নাই? এগুলো কি কোন ধরণের গোপন গবেষণা? কে আই ই ডি সি আর কে প্রশ্ন করবে, তোমরা যে গবেষণায় শরীক হচ্ছো সে গবেষণার ডাটা সিট কোথায়? সেটা তোমাদের কাছে নেই কেন?



এর কোন উত্তর নেই। জীবাণু যুদ্ধে ব্যবহার হওয়া নিপাহ এর বাংলাদেশে কোথাও প্রকোপ দেখা দিলে আই ই ডি সি আরে নাকি বয়ে যায় উৎসবের বন্যা। আর আসতে থাকে দলে দলে বিদেশী গবেষক, শুরু হয় তাঁদের পথ প্রদর্শক হিসেবে জাতীয় এই প্রতিষ্ঠানের কর্মকর্তার নীরব সফরসঙ্গি হওয়া।



আজকে এই জাতীয় প্রতিষ্ঠাটিকে জবাবদিহি করতে হবে, কেন গত ১২ বছর ধরে চলছে মৃত্যুর মিছিল, কেন নিপাহ ভাইরাস নির্মূল হোল না, গিনিপিগ বানানো অসহায় কিছু মানুষের জীবন নিয়ে খেলার লাইসেন্স কে তাদের দিয়েছে, কেন এই প্রতিরোধ যোগ্য সংক্রমণে মৃত্যুকে ইচ্ছাকৃত হত্যাকাণ্ড বলে অভিহিত করা হবেনা এবং এর জন্য দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবেনা?



Click This Link

মন্তব্য ১২৯ টি রেটিং +৩৯/-০

মন্তব্য (১২৯) মন্তব্য লিখুন

১| ২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৭

মুদ্রা সংগ্রাহক বলেছেন: তৃতীয় বিশ্বের লোককে গিনিপিগ বানানোর ব্যপারে আগে থেকেই জানতাম, সেটা সাধারণত করা হয়ে থাকে নতুন ড্রাগের ক্ষেত্রে তার সাইড এফেক্ট বোঝার জন্য। এখন তো দেখছি জীবানু অস্ত্রের গবেষণার কারণে এদেশের মানুষকে গিনিপিগ বানানো হচ্ছে।

ভাল একটা তথ্য জনসাধারণের গোচরে আনার জন্য লেখক কে অশেষ ধন্যবাদ, আশা করব এই পোস্টের মাধ্যমেই শুরু হবে নিপাহ ভাইরাস নিয়ে গবেষণায় বাংলাদেশীদের ব্যবহার বন্ধের আন্দোলন।

জনস্বার্থে পোস্টটি স্টিকি করার দাবী জানাচ্ছি। লেখককে অনুরোধ জানাচ্ছি খুব বেশী ভিসিট না হলে পোস্টটি রিপোস্টের জন্য।

২৬ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ মুদ্রা সংগ্রাহক, আমি ব্লগে নতুন, অনুগ্রহ করে আপনার বন্ধুদের লেখাটির লিঙ্ক পাঠালে কৃতজ্ঞ থাকব।

২| ২৬ শে জানুয়ারি, ২০১৩ ভোর ৫:০৭

দূর আকাশের নীল তারা বলেছেন: আপনার পোষ্টটির মূল বক্তব্যটা কি ধরতে পারলাম না। এটি কি নিপা ভাইরাস নিয়ে নাকি আইসিডিডিআরবি-কে বিষোদাগার করা? বাংলাদেশে খেজুরের রসে নিপা ভাইরাস যখন প্রথম ধরা পরে, তখন থেকেই শীতকালে খেজুরের রস সংগ্রহে মানুষকে কিছুর সর্তকতা পালন করতে বলা হয়। একটু খোজ নিয়ে দেখবেন, যারাই নিপা ভাইরাসে আক্রান্ত হচ্ছে, তারা কেউই সেই সর্তকতা গুলো গ্রহণ করে নি। তাহলে আইসিডিডিআরবি-কে বিষোদাগার করে কি লাভ? নিপা নিয়ে সরকারী কোন প্রজ্ঞা জারি হয়েছে বলে শুনেছেন? আপনি নিজে ডাক্তার, নিপা রোধে ডাক্তারদের কোন সর্তকতা উচ্চারণ করতে শুনেছেন? তাহলে তো দোষ খানিকটা ডাক্তার ও সরকারের উপরও বর্তায় নাকি?

Contigious মুভিটা দেখে থাকলে আপনি বলতেন না, এই ভাইরাসের প্রকৃতি, সংক্রমণের পদ্ধতি এখনও জানা যায় নি। সময় হলে একটু দেখে নেবেন। তাহলে সন্দেহ দূর হবে।

আইসিডিডিআরবি-র ওয়েবসাইটা একটু দেখবেন কষ্ট করে। নিপা নিয়ে আইসিডিডিআরবি-র গবেষণার সকল তথ্য এবং আর্ন্তজাতিক জানার্লে গবেষণা পেপার পেয়ে যাবেন।

শেষ অনুরোধ, দয়া করে এমন বিভ্রান্তিকর পোষ্ট দেবেন না। ডাক্তার হিসাবে সাধারণ মানুষ আপনার কাছ থেকে দায়িত্বপূর্ণ বক্তব্য আশা করে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২৫

পিনাকী ভট্টাচার্য বলেছেন: দূর আকাশের নীল তারা আপনার মন্তব্য টি হতাশাজনক। আমি কোথায় আইসিডিডিআরবি র নাম নিলাম? ভালো করে দেখুন ত।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৫

পিনাকী ভট্টাচার্য বলেছেন: আমি পর্যাপ্ত তথ্য সংগ্রহ করেই লেখাটা লিখেছি। এটা হতাশা জনক যে আমাকে একটা সিনেমা দেখে নিপাহ ভাইরাস নিয়ে জ্ঞান অরজন করতে হবে? "Given the relatively recent emergence of the virus, many aspects of Nipah virus remain vague. Transmission among swine herds is not well documented and much of what is reported is retrospective study. Researchers are continuing to increase the current body of knowledge on the mysteries behind Nipah virus." তথ্য সুত্র লেখায় যোগ করে দিলাম।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: "তাহলে তো দোষ খানিকটা ডাক্তার ও সরকারের উপরও বর্তায় নাকি?" আমি তো সেটাই বলতে চেয়েছি। এবার বলুন কে বিভ্রান্ত। আর বিভ্রান্তি ছড়াচ্ছে কে?

৩| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৯:২০

ত্রিশোনকু বলেছেন: ICDDRB (বাঘের ঘাড়ে ঘোগ)কে এই ভাইরাস নির্মুল করার জন্যে সনির্বন্ধ অনুরোধ জানাচ্ছি।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ত্রিশোনকু ভাই, এই ভাইরাস নিরমুল হবেনা। কারণ মিলিওন মিলিওন ডলার আসা বন্ধ হয়ে যাবে।

৪| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৫

রায়হান কবীর বলেছেন: আই ই ডি সি আর এবং আই সি ডি ডি আর বি :D

একটা মিল আছে অবশ্য। দুটোই কাছা কাছি অবস্থিত।

জনসচেতনতামূলক লেখার জন্য ধন্যবাদ স্যার।

প্লাস।

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: রায়হান কবীর অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য।

৫| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

রেজোওয়ানা বলেছেন: কি ভয়ংকর অবস্থা!

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: রেজোওয়ানা এসব বিষয় লুকিয়ে লুকিয়ে করা হতো। কিন্তু এখন আর এসব করা সম্ভব নয়, বিকল্প মিডিয়ার কারণে।

৬| ২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

স্পাইসিস্পাই001 বলেছেন: জেনে খারাপ লাগলো .......

আমাদের চিকিৎসা ব্যবস্থায় উন্নতি কবে হবে?

জনসচেনতামুলক পোষ্টে প্লাস .....

২৬ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ স্পাইসিস্পাই001

৭| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১০

দূর আকাশের নীল তারা বলেছেন: @লেখক: আমি আই ই ডি সি আর এর সাথে আই সি ডি ডি আর বি মিশিয়ে ফেলেছি। একারণে দু:খ প্রকাশ করছি। আপনি উল্লেখ করেছেন, "এই ভাইরাসের প্রকৃতি, সংক্রমণের পদ্ধতি খুব স্পষ্ট ভাবে এখনো জানা যায়নি"। কথাটি সত্য নয়। জানার্ল ঘাটুন। তথ্য পেয়ে যাবেন। পেশায় আমি ডাক্তার নই, কিন্তু ইনফেকশাস ডিজিস নিয়ে বিগত ৮ বছর যাবত কাজ করছি। ব্লগে অনেককেই দেখেছি, আই সি ডি ডি আর বি-র বদনাম করতে ভালবাসে, রিসেন্ট পাবলিকেশন না ঘেটেই বিভ্রান্তিকর তথ্য ছড়ায়। সিরডাপ নিজেরা মৌলিক গবেষণা করে না, তারা অ্যালার্ট রাইজ ও নীতি-নির্ধারণে কাজ করে। যে মুভিটির কথা বললাম, নিপা ভাইরাস নিয়ে তারাই সেটি পরিচালনা করেছে।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: লেখক বলেছেন: দূর আকাশের নীল তারা, আমি এবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে রেফারেন্স দিচ্ছি। "Transmission is thought to have occurred

"Transmission is thought to have occurred via respiratory droplets, contact with throat or nasal secretions from the pigs, or contact with the tissue of a sick animal."থট টু হ্যাভ কখন বলা হয়? যখন তা সুস্পষ্ট ভাবে প্রমাণিত নয়।

আরো দেখুন,

"It is assumed that of Henipaviruses overlaps with that of Pteropus category. This hypothesis was reinforced with the evidence of Henipavirus infection in Pteropus bats from Australia, Bangladesh, Cambodia, China, India, Indonesia, Madagascar, Malaysia, Papua New Guinea, Thailand and Timor-Leste." আজিউম কখন করা হয়? হাইপথেসিস কেন "হাইপো" হয়ে থাকে? যখন খুব স্পষ্ট ভাবে সেটা জানা যায়না।

আমার কাছে তথ্য আছে, যখন কাঁচা খেজুর রস না খাওয়ার জন্য ক্যাম্পেন শুরু করার প্রস্তাব আই ই ডি সি আরের পরিচালকের তীব্র বিরোধিতায় বানচাল হয়ে যায়।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৫

পিনাকী ভট্টাচার্য বলেছেন: "রিসেন্ট পাবলিকেশন না ঘেটেই বিভ্রান্তিকর তথ্য ছড়ায়", তাহলে আপনিই দিন না কিছু রিসেন্ট পাব্লিকেসনের লিস্ট এবং রেফারেন্স। আমরা দেখি। আমার বক্তব্য যদি রেফারেন্স দিয়ে মিথ্যা প্রমান করতে পারেন, আমি ঘোষণা দিয়ে পোস্ট প্রত্যাহার করবো এবং ক্ষমা চাইব।

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:০০

পিনাকী ভট্টাচার্য বলেছেন: এবার সি ডি সি থেকে রেফারেন্স দিচ্ছি,

"The natural reservoir for Hendra virus is thought to be flying foxes (bats of the genus Pteropus) found in Australia." তার মানে এখনো তারা নিশ্চিত নয়। এবার আপনি আপনার রিসেন্ট পাব্লিকেসন দিন। আমি দেখতে চাই।

৮| ২৬ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৮

এম ই জাভেদ বলেছেন: আপনার দেওয়া লিংক বলছে বাদুর থেকে সরাসরি মানুষে রোগ ছড়ানোর প্রমান নেই। তাহলে খেজুরের রস পানে যে নিপাহ ভাইরাস ছড়াচ্ছে তা কি সরাসরি বাদুড় থেকে হচ্ছেনা ? একটু পরিস্কার করে বলবেন কি ?

২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: এম ই জাভেদ, না আমার লিঙ্কে সেটা বলা নাই, বলা আছে, সংক্রমণের পদ্ধতি সুস্পস্তভাবে প্রমাণিত নয়। তবে বাদুর থেকে সংক্রমিত হবার বিষয়টি আর হাইপথিসিস নয়। এটা বর্তমানে প্রমাণিত। তবে ঠিক কোন পথে কীভাবে ভাইরাসটা ঢোকে শরীরে, এক মানুষ থেকে আরেক মানুসে যায় কিনা, বা অন্য প্রানি থেকে মানুসে, বা মানুষ থেকে অন্য প্রানিতে যায় কিনা সেটা নিয়ে আরো গবেষণার প্রয়োজন।

৯| ২৬ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:২৬

দূর আকাশের নীল তারা বলেছেন: pubmed সার্চ করুন। পেয়ে যাবেন।

১০| ২৭ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২২

সাদা পাখি বলেছেন: ভয়ংকর অবস্থা!

২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:৫১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ সাদা পাখি

১১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪৮

সঞ্জয় নিপু বলেছেন: নিপাহ ভাইরাসে আবারো মৃত্যু, নাকি এটি ধারাবাহিক হত্যাকাণ্ড?

ব্যপারটা সত্যিই চিন্তার বিষয় ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

পিনাকী ভট্টাচার্য বলেছেন: মতামতের জন্য ধন্যবাদ সঞ্জয় নিপু

১২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:০২

নস্টালজিক বলেছেন: ভয়াবহ অবস্থা!

সবার দৃষ্টিগোচর হওয়া দরকার!

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৯

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ নস্টালজিক।

১৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২২

নিশ্চুপ শরিফ বলেছেন: ১৯৮৮ এ এই ভাইরাস সনাক্ত হইছে তাইলে এখন পুরা স্বভাব প্রকৃতি জানা যায়নি কেন? আমি জানিনা বেশি কিন্তু ২২ বছর কি অনেক বড় সময় না নাকি এই ধরণের ক্ষেত্রে ২২ বছর খুব বেশি না।

আর আমার মনে অসুখটা ইউরপে ছড়াইলে এত দিনে কিছু একটা বের করে ফেলত তারা।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: নিশ্চুপ শরিফে যেহেতু সব দেশই এটা নিয়ন্ত্রণ করে ফেলেছে সে কারণে তারা এটা নিয়ে গবেষণার জন্য বেশি কেস পায়নি। বাংলাদেশ সে কারণেই বলির পাঁঠা হচ্ছে।

১৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩৪

ঠোঁটকাটা বলেছেন: সরকারী সংস্থাগুলোতে নড়াচড়া শুরু না হওয়া পর্যন্ত এটা নিয়ে ধারাবাহিক কার্যক্রম চলতে থাকুক।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ ঠোঁটকাটা। আপনিও লেখাটা শেয়ার করুন।

১৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪২

সোহানী বলেছেন: আমি ডাক্তার বা গবেষক নই কিন্তু নিপাহ ভাইরাস সংক্রান্ত কাজের সাথে কিছুদিন যুক্ত ছিলাম সে সূত্রেই বলি, আইসিডিডিআরবি ও আইডিসিআর অনেক গবেষক করছে এটা যেমন সত্য আবার বিদেশী গবেষক ও অনেক উৎসাহ নিয়ে এখানে আসে আর ডাটা কালেক্ট করে যায় তাও সত্য। কিন্তু সত্যিকারের সমাধানের কথা কেউ বলেও না আবার জানলেও প্রচার করে না। কেন করে না সেটাও রহস্য। তবে আমার খুদ্র গ্ঙানে যতটুকু জানি এ ভাইরাস থেকে মুক্তির উপায় একমাত্র সাবধানতা। খেজুরের গাছের কলসির মুখে একধরনের মাদুরের ঢাকনা ব্যবহার করলে বাদুরের লালা রসের সাথে মিশতে পারে না। অথচ এ সহজ পন্থার কোন প্রচার নেই..............কেন নেই সেটাও রহস্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ঠিক বলেছেন সোহানী

১৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৪৮

অনীশ বলেছেন: ধন্যবাদ লেখাটির জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৮

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ অনীশ

১৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:০৭

চৈতী আহমেদ বলেছেন: আমরা কি তবে বলির পাঠা?

২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৩৯

পিনাকী ভট্টাচার্য বলেছেন: চৈতী আহমেদ আমার অন্তত তাই মনে হয়েছে।

১৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১২

বিবাগী বাউল বলেছেন: ধন্যবাদ লেখাটির জন্য।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩০

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ বিবাগী বাউল

১৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:১৭

আন্ধার রাত বলেছেন:
"আমরা গিনিপিগ" অসুবিধা কী? বিশ্বের দরবারে আমাদের আরেকটি পরিচয় হবে "গিনিপিগ বাংলাদেশ" ;)

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: আন্ধার রাত আশঙ্কায় আছি যদি সেটাই হয় সবাই তাদের পরীক্ষার সরঞ্জাম নিয়ে ঝাপিয়ে পড়বে আমাদের উপরে।

২০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৩৮

আলোর পরী বলেছেন: লেখক কে ধন্যবাদ স্পর্শকাতর ইস্যু টিকে সম্মুখে আনার জন্য। আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে গিনিপিগ বানানোর অপচেষ্টা চলছে । আজ নিপাহ কিছুদিন পর অন্য প্রাণঘাতি ভাইরাস নিরীক্ষা করা হবে । তথ্য ই

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ আলোর পরী

২১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪০

আলোর পরী বলেছেন: তথ্য ই হোক রুখে দাঁড়ানোর হাতিয়ার

২২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

একুশে২১ বলেছেন: কি ভয়ংকর ব্যাপার!!!!!!!!!

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ একুশে২১

২৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৮

বিষন্ন একা বলেছেন: উদ্বিগ্ন হওয়ার মতই ঘটনা। লেখকে ধন্যবাদ পোস্টির জন্য

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৫

পিনাকী ভট্টাচার্য বলেছেন: বিষন্ন একা ধন্যবাদ মন্তব্যের জন্য

২৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:০০

রবিনহুড বলেছেন:
গবেষনা ও অনুদান প্রাপ্তির ক্ষেত্রে আমার নিজের দেখা কিছু অভিজ্ঞতার কথা বলতে পারি।

বাংলাদেশে গবেষকদের বেতন সাধারনত সরকারী স্কেলে হয়ে থাকে যা নিতান্তই কম। তাই উনারা সব সময় অপেক্ষায় থাকেন কি করে একটা গবেষনার ফান্ড আনা যায়। আর সেই ফান্ডের টাকাটাকে উনারা মনে করেন তাদের বাপের সম্পত্তি।
এই গবেষনার টাক পয়সা থেকে প্রয়োজনীয যন্ত্রপাতি সবই তারা বাসায় নিয়ে যান।
তাদের কথা বার্তা এই টাইপ, টাকাটা আমি এনেছি, খরচের ভার আমার উপর সুতরাং আমি কিভাবে এটা খরচ করব এটা আমার বিষয়। এখানে অন্য কারো কথা বলার অধিকার নেই।

এই সব গবেষনার টাকা দিয়েই তারা গাড়ি কেনেন, বাড়ি করেন, দামী সূট টাই পরে ঘুরের বেড়ান।

এই দেশে গবেষনার ফান্ড মানেই হল টাকা মারার একটা ধান্ধা...

গবেষনা হলো কি, আর না হল তা নিয়ে তাদের কোনই মাথা ব্যাথা নেই। সময় শেষে কোনমতে গোজামিল দিয়ে একটা রিপোর্ট তৌরি করে পাঠিয়েই তাদের দায়িত্ব শেষ করেন।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: রবিনহুড দুর্দান্ত বলেছেন।

২৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪০

পরিবেশ বন্ধু বলেছেন: সাবধানতা এবং এর প্রতিরোধ স্পিহা জাগানো সকলের রুগ থেকে বাচার এক মাত্র অবলম্ভন ।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু।

২৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৭

বিবর্তনবাদী বলেছেন: বাংলাদেশে কেন নিপাহ ভাইরাস জনিত মৃত্যু হচ্ছে সেই ব্যাপারটি আলোচিত হয়েছে একটি পেপারে।
The clinical presentation of NiV infection in Bangladesh differed from Malaysia. In Bangladesh, severe respiratory disease is more common, with 62% of cases having cough, 69% developing respiratory difficulty, and available chest radiographs showing diffuse bilateral opacities covering the majority of the lung fields [31]. By contrast, in Malaysia, 14% of patients had a non-productive cough on presentation; only 6% of chest radiographs were abnormal and these abnormalities were mild and focal [5]. The case fatality rate was higher in Bangladesh at 73%, compared with 39% from Malaysia [5, 31], but much of this difference results from the more sophisticated clinical care provided in Malaysia. One-half of Malaysian Nipah patients received mechanical ventilatory support compared to a single patient (1%) in Bangladesh [5] (unpublished data). One third of Nipah survivors in Bangladesh have moderate to severe objective neurological dysfunction 7- 30 months after infection [

Click This Link

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: বিবর্তন বাদী ধন্যবাদ মতামতের জন্য। আসলে কী কারণে মৃত্যু হচ্ছে সেটা জানার আগে এই প্রতিরোধ যোগ্য মৃত্যু বন্ধ হওয়া জরুরি।

২৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:২৪

আমিনুর রহমান বলেছেন: পোষ্টটির জন্য ধন্যবাদ।

২০১১ এর পর থেকে সরকারী হিসেবে এই পর্যন্ত প্রায় ২০০ এর মতো মানুষ মারা গেছে নিপাহ ভাইরাসে। আমার কাছে খুব বেশী লোক মেরেছে বলে মনে হয়নি। প্রতিদিন খুন, ধর্ষন, গার্মেন্টসে আগুনে মৃত্যু, উড়াল সেতু ধসে যে পরিমান মানুষ মরছে তার কাছে এটা মোটেও কিছুই না। প্রসঙ্গ টা ভিন্ন হতে পারে কিন্তু সবক্ষেত্রেই কিন্তু সরকারের অবহেলাই দায়ী।

আমরা গিনিপিগ!

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ আমিনুর রহমান

২৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৫:৫০

স্পেলবাইন্ডার বলেছেন: এই পোস্টের জন্য আপনাকে আন্তরিক ধন্যবাদ। বিষয়টি নিয়ে সবার সচেতনতা আশা করছি।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৭

পিনাকী ভট্টাচার্য বলেছেন: স্পেলবাইন্ডার ধন্যবাদ

২৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৩৪

তানিয়া হাসান খান বলেছেন: জনসচেতনতামূলক লেখার জন্য ধন্যবাদ ।

প্লাস।

২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৮

পিনাকী ভট্টাচার্য বলেছেন: তানিয়া হাসান ধন্যবাদ।

৩০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬

এম এস আই জুেয়ল বলেছেন: মন্তব্য যাই চলুক,লেখাটি যে জনসচেতনতামূল এর জন্য লেখককে ধন্যবাদ জানাই।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৮

পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ এম এস আই জুেয়ল

৩১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:১৭

হাসান কালবৈশাখী বলেছেন: এই ভাইরাসের গতি সনাক্ত হয়েছে দশ বছর আগেই। ভাইরাসটি নির্মুল করার চেষ্টা করা হয়নি, কারণ এটি ছোঁয়াচে না। বাদুড় বা মানুষের দেহে ছাড়া বাচতে পারেনা। বাদুড়ের খাওয়া ফল বা রস সমন্ধে একটু সচেতনতা পেলেই এ থেকে রক্ষা পাওয়া সহজ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৩৯

পিনাকী ভট্টাচার্য বলেছেন: হ্যাঁ হাসান কালবৈশাখী সেই সচেতনতা সৃষ্টি করতে তারা নিদারুন ভাবে ব্যর্থ হয়েছে বলেই এটা ইচ্ছাকৃত কিনা সেই প্রশ্ন উঠেছে।

৩২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৪১

বিবর্তনবাদী বলেছেন: এই ভাইরাস থেকে মানুষকে দূরে রাখবার উপায় হচ্ছে বাদুর থেকে ফল ও খেজুরের রস দুরে রাখা। আইসিডিডিআর,বির গবেষনায় দেখা গেছে খেজুর গাছের রসের হাড়ি যদি ভাল ভাবে মুড়িয়ে রাখা যায় তবে নিপাহ ভাইরাসের সংক্রমন বন্ধ করা সম্ভব। কৃষকদের মাঝে সচেতনতা বৃদ্ধি করাই আসল প্রতিরোধ ব্যবস্থা।

আমাদের দেশে বড় জটিলতা হচ্ছে অন্যান্য দেশে নিপাহ আক্রান্ত মানুষ থেকে সুস্থ মানুষে এই ভাইরাস ছড়ায় নাই। কিন্তু বাংলাদেশে এই ভাইরাস মানুষ থেকে মানুষে ছড়িয়েছে। এটা চিন্তার বিষয়। আমাদের জনসংখ্যা বেশি এবং আমাদের দেশের গ্রামাঞ্চলে মানুষকে বিভিন্ন বিষয়ে সচেতন করা সময় সাধ্য ব্যাপার।

এই ভাইরাস নিয়ে গবেষণা করতে বিএসএল ৪ গবেষণাগার দরকার। আমাদের দেশে বর্তমানে এটা নেই। তবে কিছু কাজ শুরু হয়েছে যার জন্য বিএসএল ৪ ফ্যাসিলিটিস দরকার নাই। সেই সব কাজের স্যাম্পল আশা করা যায় এদেশেই থাকবে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:৪১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: বিবর্তনবাদী ধন্যবাদ আপনার মন্তব্যের জন্য। আমাদের প্রথম এবং প্রধান লক্ষ হওয়া উচিত মৃত্যু ঠেকানো। অন্যান্য বিষয় পরে।

৩৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৮:৫৭

বিবর্তনবাদী বলেছেন: http://www.iom.edu/~/media/Files/Dec2011 Presentations/Luby-Nipah and Food Safety IOM 2011.pd

এই লিংকটায় বাংলাদেশে হওয়া নিপাহ ভাইরাসের গবেষণা সম্পর্কে জানতে পারবেন।
By the by, thought to be, assumed, most probably, generally, usually এইসব শব্দ ব্যবহার করা মেডিকেল সাইন্সের পাবলিকেশনের রীতি। এগুলোর ভিত্তিতে যদি গবেষণার বিষয়ে সন্দেহ পোষণ করেন তাহলে মোটামুটি সবকিছুই সন্দেহের আওতায় আসবে।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: বিবর্তনবাদী লিঙ্কের জন্য ধন্যবাদ। আমি নিজেও গবেষণার সাথে যুক্ত, আমার নিজের পাবমেডে ইন্দেক্সড প্রকাসনা আছে, তাই গবেষণার পত্র প্রকাসনার রীতি আমারও কিছু কিছু জানা আছে।

আপনি আমাকে কয়েকটা প্রস্নের উত্তর দিন।

১। কোন দেশে ১৩ বছর ধরে নিপাহ ভাইরাসে মানুষ মরছে।
২। কাঁচা খেজুরের রস পান বন্ধ করার প্রচারনা কেন আই ই ডি সি আরের পরিচালক আটকে রেখেছিল?
৩। নিপাহ ভাইরাস নিয়ে বাংলাদেশে পরিচালিত গবেষণা গুলোর ক্লিনিক্যাল ট্রায়াল ডট গভ এর আইডেন্টিফাইয়ার নাম্বার কী কী?
৪। নিপাহ ভাইরাস নিয়ন্ত্রনে গাইডলাইন কবে তৈরি হয়েছে। সেটা কী মাঠ পরজায়ে ব্যবহার হচ্ছে? এই গাইড লাইন তৈরি এবং প্রথম আউটব্রেকের মধ্যে সময়ের ব্যবধান কত?

৩৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২১

রীতিমত লিয়া বলেছেন: সচেতনতা মূলক পোষ্ট। লেখককে ধন্যবাদ

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: রীতিমত লিয়া অনেক ধন্যবাদ

৩৫| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:২৭

হাসান মুহিব বলেছেন: স্যার, আপনাকে অজস্র ধন্যবাদ । আপনার তথ্য বহুল এন্ড জন গুরত্ত পূর্ণ সমসাময়িক লেখার জন্য আমরা উপকৃত ।

স্যার আপনাকে আবারও ধন্যবাদ ।

২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:২৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: হাসান মুহিব অনেক ধন্যবাদ

৩৬| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:০২

রেজোওয়ানা বলেছেন: ভাল লাগছে পোস্টটি স্টিকি হওয়াতে!

আপনাকে আবারও ধন্যবাদ এমন সচেতনতা ও যুক্তিমুলক লেখাটি লিখবার জন্য।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:২৭

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ রেজোওয়ানা মতামতের জন্য।

৩৭| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১২

মেহরাব শাহরিয়ার বলেছেন: গত সপ্তাহে বনশ্রী এলাকায় প্রথম যে সংক্রমণের ঘটনাটি ঘটল , সেটির শক থেকেই এখনো বেরোতে পারছি না।

ভদ্রলোককে ছোটবেলা থেকে চিনি , খুব ঘনিষ্ঠজন, হাসপাতালে অজ্ঞান অবস্থায় পড়ে আছেন ৮ দিন , অবস্থার কোন উন্নতি হয়নি ।ছেলেকে হাসপাতালে ভর্তি করেছিলেন , ১২ ঘন্টার মাঝেই ৯ বছরের ছেলেটি মারা যায়। ছেলে হারানোর খবরটিও দেখে যেতে পারেননি । অন্য দু'টি ছেলেও আক্রান্ত ।

হঠাৎ করে ২৪ ঘন্টার মাঝে একটা পুরো পরিবারের এমন ঘটনা স্বাভাবিক হিসেবে মেনে নিতে পারি না। জানিনা , আদৌ কখনো আমাদের উর্ধ্বতন মহল সচেতন হবেন কিনা

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩৫

পিনাকী ভট্টাচার্য বলেছেন: মেহরাব শাহরিয়ার আপনার এই হৃদয়বিদারক অভিজ্ঞতার কথা শুনে আমি মর্মাহত হলাম।

৩৮| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৫

জনৈক গণ্ডমূর্খ বলেছেন: অনেক ধন্যবাদ মডারেটরকে পোস্টটি স্টিকি করার জন্যে। না হলে হয়তো এত জনসচেতনামূলক পোস্টটি চোখেই পড়তো না। লেখকে অনেক ধন্যবাদ এত গোপন একটি বিষয় তুলে আনার জন্য। এবার যদি এ জাতির একটু টনক নড়ে।

৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৫০

পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ জনৈক গণ্ডমূর্খ

৩৯| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:২৮

মাসুম আহমদ ১৪ বলেছেন: জনসচেতনামূলক একটা তথ্য জনসাধারণের গোচরে আনার জন্য লেখককে ধন্যবাদ

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: মাসুম আহমদ ১৪ অনেক ধন্যবাদ, মতামতের জন্য।

৪০| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:৪১

মেঘনা পাড়ের ছেলে বলেছেন: জনসচেতনতা থেকে গুরুত্বপুর্ন বিষয়টিকে সামনে নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৫

পিনাকী ভট্টাচার্য বলেছেন: মেঘনা পাড়ের ছে।অনেক ধন্যবাদ মতামতের জন্য।

৪১| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৩

বুদ্ধিমান বলেছেন: জনসচেতনতামূলক লেখার জন্য ধন্যবাদ ...

৪২| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:২৮

ৎঁৎঁৎঁ বলেছেন: অসাধারন পোস্ট। ++++

৪৩| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৪৪

মতামত চাই বলেছেন: চিন্তার বিষয় ...

৪৪| ২৮ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫৫

লুবনা ইয়াসমিন বলেছেন: বুঝলাম এবং জানলাম।আমাদের আরো সচেতন হবে।

৪৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১২:২০

বিডি আইডল বলেছেন: @বিবর্তনবাদী আপনেরে ব্লগে নিয়মিত আশা করি।

প্রশ্ন ছিলো একটা। মানুষ থেকে মানুষে ছড়ানোতে কি ধরে নেয়া যায় না ভাইরাসটি তার স্ট্রেইন পরিবর্তিত করছে। এবং এর ব্যাপকতা ছড়িয়ে পড়ার আশংকাও কি বেড়ে যায় না সে কারণে??

৪৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

মোনায়েম বলেছেন: নিপা ভাইরাসে কি প্রাকৃতিকভাবেই মিউটেশন ঘটেছে নাকি ল্যাবে একটি সাধারণ ভাইরাসকে জেনেটিক ইঞ্জিনিয়াররা প্রাণঘাতী ভাইরাসে পরিণত করেছেন এটাও প্রশ্নের বিষয়।

৪৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪০

মোনায়েম বলেছেন: সচেতনতা মূলক পোস্টের জন্য লেখককে ধন্যবাদ

৪৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৫৩

অক্টোপাস পল বলেছেন: লেখককে ধন্যবাদ। বিদেশ সফরের লোভে বিদেশিদের পদলেহনের রোগটা বেশ পুরনো। এমন স্পর্শকাতর বিষয়, যেখানে মানুষের জীবনের প্রশ্ন সেখানেই এমনটা কি না করলেই নয়?

৪৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ২:৫৯

বোকা ডাকু বলেছেন: এমনেই তো নানারকম আশঙ্কার মধ্যে দিন কাটে এখন তো নতুন আরও একটা ভয় ঢুকাই দিলেন! আমাদের অগোচরেই হচ্ছি আমরা ওদের গিনিপিগ! :( :( :-* :-*

৫০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:০৬

ইয়ার শরীফ বলেছেন: খক কে ধন্যবাদ স্পর্শকাতর ইস্যু টিকে সম্মুখে আনার জন্য। আমাদেরকে বিভিন্ন ক্ষেত্রে গিনিপিগ বানানোর অপচেষ্টা চলছে । আজ নিপাহ কিছুদিন পর অন্য প্রাণঘাতি ভাইরাস নিরীক্ষা করা হবে

৫১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১০:২১

কবি আশরাফুল বলেছেন: আর কতদিন গিনিপিগ হয়ে থাকব? এভাবে বাঁচার নাম বাঁচা না। আফসোসটা এখানেই। আমরা সব বুঝি। তাও কেন যেন মুখ বুজে থাকি! হে ধরণী, আর কত মানুষ মরলে, মানুষ বলবে তুমি?

৫২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:১১

মৌনতা০১ বলেছেন: খুব ভালো পোস্ট। ২ বছর আগে মাত্র ১০ বছরের একটা ছেলেকে রেখে নিপাহ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩ দিনের মধ্যে মারা গেছেন এক পরিচিত ভাবী। দুঃখজনক। খেজুরের কাচা রস, গাছে থাকা অবস্থায় আধা খাওয়া ফল এগুলোর ব্যপারে সাবধান থাকা উচিত।

বাংলাদেশের মানুষকে গিনিপিগ বানানোর ঘটনা আজকে নতুন না। অনেক এন জি ও সহ ক্লিনিক হসপিটালে জরায়ূ ক্যান্সার রোধে টিকা দেয়ার জন্য বিজ্ঞাপন দেয়া আছে, যেটা ভারতের গবেষনার অংশ। চালানো হচ্ছে আমাদের উপর দিয়ে। শুনেছি একটা বেবি আছে এমন মা সামান্য ইনফেকসনে সঠিক রোগ নির্নয় না করতে পেরে ওই টিকা নিয়ে বাকি জীবনের জন্য মা হবার ক্ষমতা হারিয়েছেন।

সাবধানতা জরুরী। সচেতনতা আবশ্যক।

৫৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৪৬

সাংবাদিক মানেই সাংঘাতিক বলেছেন: জনসচেনতামুলক পোষ্ট .... +

৫৪| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১:৫৪

শহিদ শাকিল নিহন বলেছেন: গভঃমেন্ট না চাইলে ও মিডিয়া কিন্তু চাইলেই বেশ ভালো ভূমিকা রাখতে পারে । অনেক বিজ্ঞাপনের থীম হতে পারে , চ্যানেলের থীম হতে পারে বিভিন্ন জনসচেতনতামূলক ব্যাপার গুলো । কাউকে না কাউকে অবশ্যই এগিয়ে আসতে হবে , সেই কেউনা কেউ এর প্রথমজনদের একজন লেখক হওয়ায়, লেখক কে অনেক ধন্যবাদ ।

৫৫| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৩২

শরিফ নজমুল বলেছেন: ভয়াবহ কথা......জানতাম না তো......

৫৬| ২৯ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ২:৪৬

বিশ্বাস করি 1971-এ বলেছেন: বাংলাদেশ অনেক ক্ষেত্রেই উন্নত বিশ্বের জন্য গবেষণাক্ষেত্র! আফ্রিকাকে এইডসের ক্ষেত্র হিসেবে ব্যবহার করে ধ্বংস করা হয়েছে বাংলাদেশকে সে রকমই টার্গেট করা হচ্ছে নাকি তা ভেবে দেখা দরকার। আইসিডিডিআরবি বাংলাদেশে থাকার একটা বড় কারণ হচ্ছে বাংলাদেশে ব্যাপক আমজনতাকে গিনিপিগ হিসেবে ব্যবহার করা হচ্ছে বড় বড় ওষুধ কোম্পানীর জন্য যা গণমাধ্যম আর সরকার জেনেও না জানার ভাব করছে। নিপা ভাইরাসের জন্যে কি একই রকম ব্যবস্থা করা হচ্ছে নাকি তা ভেবে দেখার দরকার আছে!

৫৭| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৬

টাইটান ১ বলেছেন: লাইক দিলাম।

৫৮| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪৫

সাহসী আমি বলেছেন: আন্ধার রাত বলেছেন:
"আমরা গিনিপিগ" অসুবিধা কী? বিশ্বের দরবারে আমাদের আরেকটি পরিচয় হবে "গিনিপিগ বাংলাদেশ"

৫৯| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৫০

বিপদেআছি বলেছেন: প্রতিবাদ চালায় যান , আমিও আছি আপনার লগে।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:১২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ বিপদেআছি আপনার সহমর্মিতার জন্য।

৬০| ২৯ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:১৩

জেবিন বোস্টন বলেছেন: জনসচেনতামুলক পোষ্টে প্লাস .....

৬১| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৪৫

বিবর্তনবাদী বলেছেন:
১। কোন দেশে ১৩ বছর ধরে নিপাহ ভাইরাসে মানুষ মরছে।
বাংলাদেশের পরিস্থিতি আর পৃথিবীর অন্য সব দেশের পরিস্থিতি এক করে দেখলে চলবে? আমাদের দেশের জনসংখ্যা বৃদ্ধি আর বন জঙ্গল কমে যাওয়া এইসব ভাইরাস জনিত মৃত্যুর জন্য দায়ী। অন্যান্য যে সব দেশে এসব সমস্যা আছে তাদের নিপাহ না হলেও অন্য রোগ আছে। ইবোলা ভাইরাসে যতদূর মনে পড়ে মধ্য আফ্রিকাতে মৃত্যুহার ছিল ৮৮% অথচ সুদানে তা ৫২%, কেন? কারন কি এটা যে মধ্য আফ্রিকাতে কেউ ইবোলা আক্রান্ত মানুষদের ইচ্ছে করে মেরে ফেলছে?


২। কাঁচা খেজুরের রস পান বন্ধ করার প্রচারনা কেন আই ই ডি সি আরের পরিচালক আটকে রেখেছিল? এইসব কথা আপনার পোস্ট থেকেই জানলাম। এরআগে শুনি নাই। আপনার কাছে প্রমান নাকি আছে তো গিয়ে জনস্বার্থে মামলা দিচ্ছেন না কেন? আর এসব প্রচারণাতো স্বাস্থ্যমন্ত্রনালয়ের কাজ তাই নয় কি?
৩। নিপাহ ভাইরাস নিয়ে বাংলাদেশে পরিচালিত গবেষণা গুলোর ক্লিনিক্যাল ট্রায়াল ডট গভ এর আইডেন্টিফাইয়ার নাম্বার কী কী? নিপাহ ভাইরাস নিয়ে বাংলাদেশে কোন ট্রায়াল হয়েছে নাকি? আমি যতদূর জানি নিপাহ ভাইরাস প্রাদূর্ভাব ঘটলে আইইডিসিআর সংশ্লিষ্ট এলাকা থেকে স্যাম্পল নিয়ে ডিটেকশন করে। আইডিসিআরএ রিসার্চ ফ্যাসিলিটি আছে কিন্তু কাজ করার লোক নাই। তাই তারা সেই স্যাম্পল আইসিডিডিআরবিতে পাঠায়। সেখানে বাংলাদেশী মাইক্রোবায়োলজিস্ট/বায়োকেমিস্টরা তা টেস্ট করে। তারা আইডিসিআরে কাজ করতে পারে না, কারন ডাক্তারদের সংঘটন গুলোর রাজনীতিতে ডাক্তার ছাড়া অন্যরা ওখানে কাজ করতে পারে না। আর বাংলাদেশী ডাক্তাররা মলিকুলার বায়োলজির জ্ঞানের অভাবে এবং সরকারী ঢিলামিতে আইডিসিআরের মেশিনপত্রে ধুলা জমায়। অথচ বাংলাদেশী মাইক্রোবায়োলজিস্ট/বায়োকেমিস্টরা বিশ্বের বিভিন্ন দেশেই জনস্বাস্থ্য গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।
৪। নিপাহ ভাইরাস নিয়ন্ত্রনে গাইডলাইন কবে তৈরি হয়েছে। সেটা কী মাঠ পরজায়ে ব্যবহার হচ্ছে? এই গাইড লাইন তৈরি এবং প্রথম আউটব্রেকের মধ্যে সময়ের ব্যবধান কত? এই প্রশ্নতো স্বাস্থ্য মন্ত্রী/সচিবকে করা উচিত।

৬২| ২৯ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৭:৫২

বিবর্তনবাদী বলেছেন: @ বি ডি আইডল - ব্যাপারটা অনেকটা সেইরকমই। তবে, সম্ভবনা আর হতে পারের মাঝে অনেক পার্থক্য। সাবধান থাকাই উত্তম। আমি যতদূর জানি, নিপাহ ভাইরাস আসলে বাদূরের ভাইরাস। কিন্তু বাদূরের খাদ্য/ বাসস্থানের অভাবে এটি মানুষের কাছে চলে আসছে। এভাবেই কোন এক পর্যায়ে এটি মানুষ থেকে মানুষে ছড়ানোর ক্ষমতা অর্জন করেছে। আমাদের দেশের জনসংখ্যার ঘনত্ব একটি বড় সমস্যা। - নিয়মিত ব্লগিংএর সময় নাই। প্রথম পাতায় আমার কাজ সম্পর্কিত পোস্ট দেখে ভাবলাম একটু ঢুঁ দেই। এই আর কি।

৬৩| ২৯ শে জানুয়ারি, ২০১৩ রাত ১০:১৮

হুমায়রা পরী বলেছেন: প্রথম কথা প্রতিকার এর থেকে প্রতিরোধ ই সর্বত্তোম।জন সচেতনতা বাড়াতে হবে,এবং তা মেনেও চলতে হবে।যেকোনো ভাইরাস ই উপযুক্ত পরিবেশ এ প্রাণ ঘাতি হয়ে উঠতে পারে,এর মদ্ধ্যে আমি কোন বায়োলজিকাল গিনিপিগ হওয়ার কিছু দেখছিনা।একজন জেনেটিক ইঞ্জিনিয়ারিং এর স্টুডেন্ট হিসাবে বলছি,এক টা অরগানিজম এর পুরা ডি এন এ সিকোয়েন্স জেনে,জিন আবিস্কার করে তার এন্টিবডি বানান টা এত সহজ নয়,সময় এবং ব্যায় সাপেক্ষ।তাছাড়া টেকনিকাল প্রব্লেম ত আছেই!!!আরও সেটা যদি আমাদের মত গরিব দেশে হয় ত কে এত টাকা খরচ করে এন্টিবডি আবিস্কার করবে!!!এইটা যদি আমেরিকা হইত ১ বছরে এন্টিবডি আবিষ্কার হয়ে যেত!!তবে আমাদের দেশে দুরনীতি করার লোকের অভাব নাই,যাও কিছু করা যেত তা তাদের উদর পুর্তিতেই সব শেষ হয়ে যায়।সবার সচেতনতাই এখানে কাম্য।ভাল পোস্ট।ধন্যবাদ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৬

পিনাকী ভট্টাচার্য বলেছেন: হুমায়রা পর মতামতের জন্য ধন্যবাদ। তবে আমার পোস্টটির উদ্দেশ্য কিন্তু অ্যান্টিবডি তৈরি করার জন্য দাবীর জন্য নয়। পোস্তটিতে বলা হয়েছে, এটা প্রতিরোধ যোগ্য কিন্তু প্রতিরোধ করা হচ্ছে না।

৬৪| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:২১

পরিবেশ বন্ধু বলেছেন: সাবধানতা এবং এর প্রতিরোধ স্পিহা জাগানো সকলের রুগ থেকে বাচার এক মাত্র অবলম্ভন ।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৪

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ পরিবেশ বন্ধু

৬৫| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১:৪৭

স্বাধীনতার বার্তা বলেছেন: এককাল এ কোন অনাচার এর কথা শুলে অবাক হতাম। এখন হই না। কেন জানি সবকিছুতে নাম্ব হইয়ে যাচ্ছি। :(

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ স্বাধীনতার বার্তা মতামতের জন্য।

৬৬| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ৮:২৪

সোহাগ সকাল বলেছেন: লেখককে অনেক ধন্যবাদ পোষ্টটি লিখার জন্য। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটি স্টিকি করার জন্য।

০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:১৩

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ সোহাগ সকাল

৬৭| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:০৫

সাইফ মানসুর বলেছেন: কিভাবে ভারত, মালয়েশিয়া, সিঙ্গাপুর নিপাহ ভাইরাস প্রতিরোধ করলো,লেখক যদি আলোচনা করতেন তাহলে আরো ভালো লাগত

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪৬

পিনাকী ভট্টাচার্য বলেছেন: সাইফ মানসুর , তারা শুধুমাত্র খাদ্যবস্তু যেন নিপাহ ভাইরাস দিয়ে দুষিত না হয় সেই চেষ্টা করেছে। আমাদের দেশে যেমন খেজুরের রসের মাধ্যমে নিপাহ ছরায় তেমন মালয়েশিয়াতে শুকরের মাধ্যমে ছড়ায়। তাঁরা সমস্ত শুকর মেরে ফেলেছিল তাই এই সংক্রমণ আর ছরাতে পারেনি।

৬৮| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সকাল ১১:২০

মাথামোটা বাবু বলেছেন: সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটি স্টিকি করার জন্য।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ মাথামোটা বাবু

৬৯| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩০

জেনন বলেছেন: এখানে সবার সচেতনতা দরকার। কিন্তু এই ভাইরাসের মূলোৎপাদন না হলে পরবর্তীতে এর সাংঘাতিক মূল্য দিতে হবে।

এই নিপাহ ভাইরাস অন্য সকল ভাইরাসের মতো নতুন নতুন রেস তৈরি করে ভিন্ন ভাবে আক্রমন করতে হবে। এ ক্ষেত্রে সরকারকই গুরুত্ব দিয়ে কাজ করতে হবে।

০১ লা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৯:৪১

পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ জেনন মতামতের জন্য।

৭০| ৩০ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৩১

জেনন বলেছেন: *আক্রমন করতে পারে।

৭১| ৩০ শে জানুয়ারি, ২০১৩ সন্ধ্যা ৬:৪৬

শিশেন সাগর বলেছেন: সুন্দর সময়ুপযোগী একটি পোস্ট। আসলেই আমরা কবে যে ভাবতে জানবো। অবাক লাগে আর কতকাল গিনিপিগ হবো আমরা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪২

পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ শিশেন সাগর

৭২| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ৯:৪৮

স্বপ্নের লেখক বলেছেন: শিশেন সাগর বলেছেন: সুন্দর সময়ুপযোগী একটি পোস্ট। আসলেই আমরা কবে যে ভাবতে জানবো। অবাক লাগে আর কতকাল গিনিপিগ হবো আমরা।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:৩৭

পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ স্বপ্নের লেখক মতামতের জন্য।

৭৩| ৩০ শে জানুয়ারি, ২০১৩ রাত ১১:৫২

রুদ্র মানব বলেছেন: লিখাটা সত্যিই অসাধারণ , ধন্যবাদ এমন গুরুত্বপূরণ বিষয় সবার সামনে তুলে ধরার জন্য ।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

পিনাকী ভট্টাচার্য বলেছেন: রুদ্র মানন।অনেক ধন্যবাদ মতামতের জন্য।

৭৪| ৩১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫১

হৃদয় জিনিয়াস বলেছেন: অনেক কিছু জানলাম। সামু কর্তৃপক্ষকে ধন্যবাদ পোষ্টটি স্টিকি করার জন্য।

৩১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:০৬

পিনাকী ভট্টাচার্য বলেছেন: হৃদয় জিনিয়।অনেক ধন্যবাদ মতাতমের জন্য।

৭৫| ০৭ ই এপ্রিল, ২০১৪ দুপুর ১২:২৫

মনুমনু বলেছেন: অনেক পরে হলেও, এই পোস্টের জন্য ধন্যবাদ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.