![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।
একটা দেশে দুবার মুক্তিযুদ্ধ হয়? বিস্মিত চোখে শিশুটি জানতে চায়।
- হ্যাঁরে হয়। আমাদের দেশে হয়েছিলো। বৃদ্ধ উত্তর দেয়। এই শাহবাগ, এখান থেকেই মোমবাতি জ্বেলে আমাদের প্রথম প্রতিবাদ শুরু।
- তারপর?
- তারপর দাবানলের মতো সেই আগুন ছড়িয়ে গেলো সবখানে। ১৬ কোটি মানুষকে এক সুতোয় গাঁথল কয়েকটি শ্লোগান, “মুক্তিযোদ্ধার বাংলায়, রাজাকারের ঠাই নাই; ফাঁসি ফাঁসি ফাঁসি চাই, সব রাজাকারের ফাঁসি চাই। সারাদেশে গন বিস্ফোরণ হোল। আর আমাদের কলঙ্কমুক্ত হওয়ার পালা শুরু হোল। সেই দ্বিতীয় মুক্তিযুদ্ধ শুরু না হলে কী আমরা আবার জেগে উঠতে পারতাম? তার পর থেকেই তো শুরু হোল আমাদের দেশকে নিয়ে নক্ষত্রের পথে ছুটে চলা।
- তুমি কী করেছিলে।
- আমিও সেই যুদ্ধের একজন সৈনিক ছিলাম রে। আমিও একজন মুক্তিযোদ্ধা।
আপনি কী আপনার পৌত্রের সাথে এই স্বপ্নের কথোপকথন করতে চান? তাহলে কালকেই আসুন শাহবাগে, প্রাণে প্রাণে মিলতে। যারা ঢাকার বাইরে তাঁরা নিজের শহরে গ্রামে শাহবাগের মতো ছাত্র-শিক্ষক-চাকুরিজীবি- শ্রমিক সবাইকে নিয়ে সার্বক্ষণিক অবস্থান গড়ে তুলুন।
মা কে কলঙ্কমুক্ত করার লড়াই শুরু হয়েছে। এই লড়াইয়ে শামিল হতে দেশমাতা আপনাকে ডাকছে। আপনি আসছেন তো?
২| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:১১
বন্ধু_রাশেদ বলেছেন: আসব.।.।.।
৩| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৭
স্বপনবাজ বলেছেন: ২০১১ সালে পাকিস্তানের বাংলাদেশ সফরের কথা । খেলা দেখতে মাঠে গিয়েছি, গিয়েই মেজাজ খারাপ । আমাদের সামনে বেশ কয়েকটা ছেলে পাকিস্তানের জার্সি আর পতাকা নিয়ে বসে আছে । বাংলাদেশি হয়ে পাকিস্তান সাপোর্ট করা, এই একটা জিনিস আমার কোনদিন সহ্য হয় নাই, হবেও না । পেছন থেকে আমাদের প্রত্যেকটা কথা তাদের কানে গেছে, তাও লজ্জা শরম বোধ তাদের মধ্যে ছিলো না, পাকিস্তান ৪/৬ মারলেই তারা আনন্দ করতেসিলো । এইরকম আর কিছুক্ষণ চলতে থাকলে কনফার্ম নেমে মারা শুরু করতাম ।
হঠাৎ দেখি লাল দাড়িওয়ালা এক চাচা উঠে আসলেন । বয়স কমপক্ষে ৭৫ হবে । উনি এসেই ঐ পাকিস্তান সাপোর্টারদের দিকে ইঙ্গিত করে চিৎকার করা শুরু করলেন "তুই রাজাকার, তুই রাজাকার" বলে । ওনার গলায় কি পরিমান ঘৃণা ছিলো সেইটা লিখে বুঝানোর ক্ষমতা আমার নাই । উনার সাথে সাথে আমরাও উচ্চস্বরে শুরু করলাম, "তুই রাজাকার, তুই রাজাকার" ।
আমাদের কানফাটানো চিৎকারের কারনে নাকি লজ্জিত হয়ে জানি না, ছেলেগুলো আমাদের গ্যালারী ছেড়ে মাথা নিচু করে চলে গিয়েছিলো । সেইদিন থেকে "রাজাকার" কথাটা শুনলেই সেই চাচা'র কথা মনে পড়ে ।
... আজকে শাহবাগে আন্দোলনের ঠিক মাঝখানে হঠাৎ দেখি সেই লাল দাড়িওয়ালা চাচা গলা ফাটায় চিৎকার করছেন, "গ তে গোলাম আযম, তুই রাজাকার, তুই রাজাকার", আর তার সাথে সাথে চিৎকার করে গলা ফাটাচ্ছে হাজার হাজার তরুন । সবার গলায় সেই অসম্ভব ঘৃণা, অসম্ভব ক্রোধ, গায়ের লোম দাড়িয়ে গেলো, মনে হলো, কে বলেছে আমাদের দেশকে কেউ ভালোবাসে না ? এই যে জীবনের শেষ প্রান্তে এসে দাঁড়ানো বৃদ্ধ শত কষ্ট সহ্য করে চিৎকার করে যাচ্ছেন, অসম্ভব দেশপ্রেম না থাকলে কি এইগুলো করা সম্ভব ?
এই চাচার মত হাজার হাজার মানুষের জন্য, যারা গত ৪১ বছর ধরে বিচারের অপেক্ষায় রয়ে গেছেন, তাদের জন্য হলেও আমরা রাস্তা থেকে নড়বো না ।
কালেক্টেড ফ্রম ফেসবুক পেজ "Cricket Bangladesh" !
৪| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:০৯
স্মিথ হাসান বলেছেন: শেষ মুহুর্তে দেশের ঘুমন্ত পোলাপান চেইত্তা ওঠছে, এবার আর রহ্মা নাই জামাত শিবির গো।
প্রয়োজনে সকলে মিলে অনির্দিষ্টকালের জন্য রাজপথ, অলিগলি বন্ধ করে দাও।
সবাই নিজ নিজ অবস্হান থেকে লড়ো।
মনে রাখবা রায় যদি হতেই হয়, ফাঁসির রায়ই হতে হবে।
৫| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:১১
রাইসুল সাগর বলেছেন: আমি কাঁদতে আসিনি
এসেছি ফাঁসির দাবি নিয়ে।
রাজাকারের ফাঁসি চাই
বাংলার বুকে হাঁসি চাই।
সব রাজাকার নিপাত যাক
বাংলা এবার মুক্তি পাক । ।
বাংলা মা তোর ভয় নাই
রাজপথ ছাড়ি নাই।
আমাদের গর্বের ইতিহাস কাঁদতে পারে না । আমরা হতে দিব না। রাজাকারের ফাঁসি চাই।
৬| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৮
স্পাইসিস্পাই001 বলেছেন: উপস্থাপনা প্রশংসনীয়.....
রাজাকার নিপাত যাক...।
৭| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:১৪
মওদুদ আহমেদ ৮৮ বলেছেন: কাঁচা বাঁশ হাতে ধর ...রাজাকার এর পাছায় ভর.........
৮| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ সকাল ১১:২৯
জুন বলেছেন: আমাদের দেশে প্রয়োজনে দুবার মুক্তিযুদ্ধ হবে ...
৯| ০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫৩
আমিনুর রহমান বলেছেন: দ্বিতীয় মুক্তিযুদ্ধ .........
১০| ০৩ রা এপ্রিল, ২০১৩ রাত ১:৫১
যুক্তিপ্রাজ্ঞ বলেছেন: শাহবাগী কেলেঙ্কারীরে মুক্তিযুদ্ধ নাম লাগাইয়া পচাইয়েন না... মুক্তিযুদ্ধ এক ও অদ্বিতীয়, এর সাথে ফালতুমি, ফাতরামি যায় না, স্যরি.
©somewhere in net ltd.
১|
০৭ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১২:৪৭
আলিমুজ্জামান বলেছেন: আসব..........
মা তোকে সালাম