![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
চিকিৎসক, লেখক। কন্ট্রিবিউটিং এডিটর, আমাদের অর্থনীতি।
পুরুষের একটা সুগন্ধির বিজ্ঞাপনে দেখলাম একজন মেয়ে সেলস উয়োম্যান বলছে, “ছেলেরা কি জানে মেয়েরা কেমন গন্ধ পছন্দ করে?” এটা শুনে মনে হতে পারে সব মেয়েই পুরুষের গায়ে একই ধরণের গন্ধ পছন্দ করে।
অনেক দিন থেকেই পুরুষের সুগন্ধির বিজ্ঞাপন গুলোতে দেখছি মোটামুটি এই একই থিম ব্যবহার করা হচ্ছে। থিম টা হচ্ছে, পুরুষ একটা বিশেষ ব্রান্ডের সুগন্ধি ব্যবহার করছে আর সেই বিশেষ সুগন্ধির আকর্ষণে দলে দলে ললনারা সেই ভাগ্যবানের পিছনে দৌড়াচ্ছে। কখনো আকাশ থেকে পরীরা নেমে এসে পাখা খুলে ফেলে মানবীর জীবন বেছে নিচ্ছে। এই বিজ্ঞাপনগুলোর মধ্যে সত্য আছে অর্ধেক আর অপবিজ্ঞান বাকি অর্ধেক। এই বিজ্ঞাপনের ফলে তৈরি হচ্ছে একটা ভ্রান্ত অবৈজ্ঞানিক ধারণা।
এই বিজ্ঞাপনগুলোর বিজ্ঞান হচ্ছে যে, পুরুষের গায়ের গন্ধ নারীদের আকর্ষণ করে। কিন্তু কেন? কারণ পুরুষের গায়ের গন্ধ তৈরি হয় তার ইমুনিটির প্যাটার্ন বা রোগ প্রতিরোধের ক্ষমতা অনুসারে। যেহেতু একেক পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম তাই তাঁর নিজস্ব শরীরী গন্ধও ভিন্ন ভিন্ন। নারীদের কাছে সেই গন্ধই আকর্ষণীয় মনে হয় যে গন্ধটি তাঁর পরিপুরক ইমুনিটির ধারক। তাঁর মানে সেই পুরুষই কোন বিশেষ নারীকে আকর্ষণ করবে যে পুরুষের সেই নারীর নেই এমন ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বংশপরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত করে দেয়া যায়, তাই এমন দুজনের মিলনে যে শিশুর জন্ম হবে সে বাবার কাছে থেকে এক রকম আর মায়ের মাছে থেকে আরেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সব ধরণের রোগের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা নিয়ে জন্মাবে।
যেহেতু একেক মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম তাই, একেক নারীর একেক রকমের গন্ধ ভালো লাগবে। এবং কোন অবস্থাতেই সব নারীর একই গন্ধ ভালো লাগতে পারেনা। বৈজ্ঞানিক ভাবে এটা অসম্ভব।
বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর কাছে আমরা ভোক্তা, আর আমাদের মনোভূমি তাঁদের মুনাফার উৎপাদক, তাই চর দখলের মতো মনোভূমির দখল নিতে বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো বিজ্ঞাপনের অস্ত্র নিয়ে মরিয়া যুদ্ধ চালায়। মনোভূমির চর দখলের এই যুদ্ধটা অনেক জটিল এবং বন্ধুর তাই বিজ্ঞাপন নির্মাণে আইডিয়ার চমক দেখাতে হয়, সৃজনশীলতার ছাপ রাখতে হয়।
এই জটিল যুদ্ধে জয়ী হতে গিয়ে তথাকথিত সৃজনশীলতা বিজ্ঞাপনগুলিকে অনেক উচ্চকিত করে দেয়। বিজ্ঞাপনকে অনেক কিছুই বাড়িয়ে বলতে হয়, কখনো কখনো মিথ্যা বলতে হয়। সমস্যাটা হয় সেখানেই, কারণ আজকাল বিজ্ঞাপন শুধু পণ্যের গুনাগুন নয়; একটা জীবনদর্শন নিয়ে হাজির হয়। বিজ্ঞাপন শুধু নিজের পণ্যের প্রচার নয় বরং আমাদের পরিপার্শ্বকে নির্মাণ করে দিতে চায়। পুরুষের সুগন্ধির বিজ্ঞাপনগুলিও উদ্ভট আইডিয়ার আতিশয্যে একটা বিপদজনক আর অবৈজ্ঞানিক প্রচারণায় পর্যবসিত হয়েছে।
গবেষণা থেকে জানা যায়, প্রায় ৩০ শতাংশ দর্শক টিভিতে প্রচারিত অন্য অনুষ্ঠানাদির চাইতে বিজ্ঞাপন বেশি উপভোগ করে। এর কারণ সম্ভবত মডেলদের আকর্ষণীয় উপস্থাপনা। বিজ্ঞাপনের মডেল আজ আর শুধু পর্দার মডেল থাকেনা, সমাজের জন্য হয়ে ওঠে অনুকরণীয় আদর্শ! এভাবেই বিজ্ঞাপন ভোক্তার মধ্যে অনবরত ছড়িয়ে যায় এক ধরণের মনন কলুষ। আমাদের এখন আর যেন কিছুই অবশিষ্ট নেই, যেখানে ঢুকে যায় নি বিজ্ঞাপনের বলবান হাত; যা একই সাথে দখল করছে আমাদের মনোভূমি, দিচ্ছে বিজ্ঞানের ভুল ব্যাখ্যা আর কলুষিত করছে জন মানস।
শেষপর্যন্ত অপবিজ্ঞান নির্ভর সুগন্ধি গুলোর বিজ্ঞাপনের হাত ধরে আমরা যেখানে যাচ্ছি সেখানে মানুষ তাঁর স্বাভাবিক প্রবৃত্তিকে নির্মূল করে দিচ্ছে। যে প্রকৃতিক নির্বাচন মানুষকে কোটি কোটি বছর ধরে গড়ে তুলেছে, গড়ে তুলেছে আমাদের প্রকৃতির সাথে লড়াই করার শক্তি, আর প্রজন্ম থেকে প্রজন্মে সেটাকে আরও শানিত করার জৈবিক স্বাভাবিক প্রবণতা, তুমুল আগ্রাসী এই বিজ্ঞাপনের দাপটের কাছে আমাদের সেই শক্তি অসহায় হয়ে পড়ছে।
আমাদের ভবিষ্যৎ প্রজন্ম গোল্লায় যাকনা কেন, মানুষের যৌন সুড়সুড়িকে কাজে লাগিয়ে মনোহরণ-বাণিজ্যের সাফল্যে নিশ্চিত মুনাফা আসলেই “সব কাফি”। বিজ্ঞান-ফিজ্ঞান এসব তো সবই ফালতু আলাপ।
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ বটের ফল, আপনি আমার লেখা পড়েন জেনে ভালো লাগলো।
২| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:২০
বাউন্ডুলে রুবেল বলেছেন: লেখাটা সত্যিই ভালো লাগলো।
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ বাউন্ডুলে রুবেল
৩| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৩৪
সাদা রং- বলেছেন: একগুচ্ছ প্লাস।
+++++++++
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ সাদা রং
৪| ১১ ই জুলাই, ২০১৩ সকাল ১১:৫৫
~মাইনাচ~ বলেছেন: অনেক ভাল একটা লেখা
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ ~মাইনাচ~
৫| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১২:৩১
হিসলা সিবা বলেছেন: স্টীকি করা হোক
১১ ই জুলাই, ২০১৩ দুপুর ১:৪৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ হিসলা সিবা, আশা করি সামু কর্তৃপক্ষ আপনার অভিমতের গুরুত্ব দেবে।
৬| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:১৪
নির্ভীক আহসান বলেছেন: নির্বাচিত করা হয়েছে দেখে ভাল লাগল। ভাল পোস্ট।
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৩
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ নির্ভীক আহসান। আমারো ভালো লাগছে দেখে।
৭| ১১ ই জুলাই, ২০১৩ দুপুর ২:৫০
ইরফান আহমেদ বর্ষণ বলেছেন: ভালা পোস্ট !!!!
১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৪৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ ইরফান আহমেদ বর্ষণ
৮| ১১ ই জুলাই, ২০১৩ বিকাল ৪:৫৫
মাক্স বলেছেন: গুড পোস্ট!
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:৩০
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ মাক্স
৯| ১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:৫৬
নীল বরফ বলেছেন: ভালো পোস্ট+++। আপনার লেখাগুলো পড়ে ভালো লাগে।
১১ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৭:২৯
পিনাকী ভট্টাচার্য বলেছেন: অনেক ধন্যবাদ নীল বরফ
১০| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৩৩
কান্টি টুটুল বলেছেন:
পুরুষের গায়ের গন্ধ তৈরি হয় তার ইমুনিটির প্যাটার্ন বা রোগ প্রতিরোধের ক্ষমতা অনুসারে
দারুণ তথ্য দিলেন তো ভাই!
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৪
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ কািন্ট টুটুল মতামতের জন্য।
১১| ১১ ই জুলাই, ২০১৩ রাত ৯:৫৪
সাদরিল বলেছেন: পুরুষের গায়ের গন্ধ তৈরি হয় তার ইমুনিটির প্যাটার্ন বা রোগ প্রতিরোধের ক্ষমতা অনুসারে। যেহেতু একেক পুরুষের রোগ প্রতিরোধ ক্ষমতা একেক রকম তাই তাঁর নিজস্ব শরীরী গন্ধও ভিন্ন ভিন্ন। নারীদের কাছে সেই গন্ধই আকর্ষণীয় মনে হয় যে গন্ধটি তাঁর পরিপুরক ইমুনিটির ধারক। তাঁর মানে সেই পুরুষই কোন বিশেষ নারীকে আকর্ষণ করবে যে পুরুষের সেই নারীর নেই এমন ধরণের রোগ প্রতিরোধ ক্ষমতা আছে। রোগ প্রতিরোধ ক্ষমতা যেহেতু বংশপরম্পরায় এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে প্রবাহিত করে দেয়া যায়, তাই এমন দুজনের মিলনে যে শিশুর জন্ম হবে সে বাবার কাছে থেকে এক রকম আর মায়ের মাছে থেকে আরেক রকম রোগ প্রতিরোধ ক্ষমতা নিয়ে সব ধরণের রোগের বিরুদ্ধে দ্বিগুণ সুরক্ষা নিয়ে জন্মাবে
এইসব কথা আগে জানতাম না।চমতকার পোস্ট।ফেসবুকে আমাদের একটা পেইজ আছে।সেখানে শেয়ার দিলাম।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৫
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ সাদরিল শেয়ার করার জন্য।
১২| ১১ ই জুলাই, ২০১৩ রাত ১০:৪৩
মাঈনউদ্দিন মইনুল বলেছেন: “...থিম টা হচ্ছে, পুরুষ একটা বিশেষ ব্রান্ডের সুগন্ধি ব্যবহার করছে আর সেই বিশেষ সুগন্ধির আকর্ষণে দলে দলে ললনারা সেই ভাগ্যবানের পিছনে দৌড়াচ্ছে। কখনো আকাশ থেকে পরীরা নেমে এসে পাখা খুলে ফেলে মানবীর জীবন বেছে নিচ্ছে।”
এরা পুরুষকে অবমূল্যায়ন করছে।
পুরুষ শুধু নারীর জন্যই সুগন্ধি মাখে - এরকম একটি অপবিশ্বাস প্রচার করছে।
সুন্দর লেখাটির জন্য আপনাকে ধন্যবাদ
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৬
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ মাঈনউদ্দিন মইনুল আপনার মতামতের জন্য।
১৩| ১২ ই জুলাই, ২০১৩ রাত ২:১৯
কাল্পনিক_ভালোবাসা বলেছেন: খুব চমৎকার একটা পোষ্ট!!!!!!!!!
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৬
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ কাল্পনিক_ভালোবাসা
১৪| ১২ ই জুলাই, ২০১৩ রাত ৩:০৪
মাননীয় মন্ত্রী মহোদয় বলেছেন: ভালো লিখেছেন , নতুন একটা জিনিস জানা গেলো ।
১২ ই জুলাই, ২০১৩ রাত ৮:৩৭
পিনাকী ভট্টাচার্য বলেছেন: ধন্যবাদ মাননীয় মন্ত্রী মহোদয় আপনার মতামতের জন্য।
১৫| ১৪ ই জুলাই, ২০১৩ রাত ৯:৪৮
মাহাবুব১৯৭৪ বলেছেন: ভালো লাগলো। বরাবরের মতো সত্য বলার জন্য প্লাস।
১৬| ১৫ ই জুলাই, ২০১৩ সন্ধ্যা ৬:২৩
তামিম ইবনে আমান বলেছেন: এখানে কেউ নারীর ব্যবহার নিয়ে প্রশ্ন তোলে না
©somewhere in net ltd.
১|
১১ ই জুলাই, ২০১৩ ভোর ৬:৪৫
বটের ফল বলেছেন: দারুন বলেছেন পিনাকী দা। আপনার লেখাগুলো ভালো লাগে।
পোষ্টে-
একগুচ্ছ প্লাস।
+++++++++