নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নরা সাদাকালো, এসো রঙ করি....

পিনিকবাজ

ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!

পিনিকবাজ › বিস্তারিত পোস্টঃ

আমি লজ্জিত...........

০৩ রা মার্চ, ২০১৩ সন্ধ্যা ৭:৪৯

আজ সকালে ঘুম না ভাংতেই মা যখন কল দিলো প্রথমে একটু নার্ভাস হলাম, কারন মা এতো সকালে কখনো কল দেয় না। তারপর অপর প্রান্ত থেকে শুধু গুলির শব্দ।তারপর যা শুনলাম সেটা অপ্রত্যাশিত। গত রাত থেকেই নাকি এই অবস্থা।



ভোর ৪ টায় নাকি মাইকিং করে বলা হইছে চাঁন্দে সাঈদি রে দেখা যাইতেছে!!!!!!! আর কি আশ্চর্য !!!! সব মানুষ রাস্তায় বের হয়ে আসলো।

আর এই মানুষ (আসলে আবালচো..) গুলারে উস্কানি দিয়ে বগুড়া শাজাহানপুর থানা আক্রমন করে। সংর্ঘষের ব্যপকতায় জেলা প্রশাসক সেনাবাহিনির সাহায্য চান। যার প্রেক্ষিতে সেনা মোতায়েন করা হয়।



আমার কথা হলো যারা (জানোয়ার) এই মানুষ গুলো কে ধমের্র দোহাই দিয়ে রাস্তায় ফায়দা লুটতে চায় তারা দেশদ্রোহী, পাকি বীর্যের তৈরি।

একে তো মানুষগুলো অশিক্ষিত, অর্ধশিক্ষিত, কুসংস্কারে বিশ্বাসী তাদের ধর্মের দোহাই দিয়ে প্ররোচিত করে এক অশ্লীল পরিস্থিতির সৃষ্টি করা হয়।যা মানুষ রূপী রাজাকারগুলোর জন্য হাতিয়ার।যারা বগুড়াতে সেনা মোতায়েন এর বিপক্ষে তাদের বলছি, শাজাহানপুর থানা আর ক্যান্টনমেন্ট পাশাপাশি, তাই এই ব্যবস্থা। এটাকে বেসামরিক প্রশাসনের বার্থতা ভাববেন না।



যারা এই মানুষের ঈমান কে ব্যবহার করে দেশে অরাজকতা সৃষ্টি করছে তাদের শাস্তি চাই।



আমি আজ লজ্জিত, কারন আমার জীবনের ২৫ টি বছর শাজাহানপুরে থাকার পরও আমি এই বিপুল জনোগোষ্ঠীর বিবেক জাগ্রত করার কোনো উদ্যোগ নে্ই নি।আমি আমার ভুলের প্রায়শ্চিত্ত করতে চাই।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৮:০০

ফ্রিঞ্জ বলেছেন: ৭৫ এর পর থেকে ফিডারে কইরা দুদু খাওয়ায়া এদের সংখ্যা অনেক বাড়ায়া ফেলসে। টিউমার থেকে এখন ক্যান্সার হইয়া গেসে ... খুবই বিপদ! কেমো থেরাপি চলতেসে... কিন্তু কাজ হইতেসেনা!

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪০

পিনিকবাজ বলেছেন: হইবো ক্যামনে, দোষ তো সব আমাদের........

২| ০৩ রা মার্চ, ২০১৩ রাত ৯:৪৮

মহসিন০৮ বলেছেন: চাঁদে নাকি দেলোয়ার হোসেন সাঈদীকে দেখা যাচ্ছে। এটা নিয়ে চলছে বিভিন্ন মহলে বিভিন্ন কথা। সাতকানিয়াতে মনে হয় একটু বেশি বেশি...

বিস্তারিত : Click This Link

০৪ ঠা মার্চ, ২০১৩ দুপুর ১২:৪১

পিনিকবাজ বলেছেন: সাতকানিয়াতে মনে হ্য় রাজাকার বেশী।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.