![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
ইহা একটি অরাজনৈতিক পোষ্ট............যারা সবখানেই চুলকাইতে চান তারা দুরে গিয়া চুলকান.......।
নিছক মজা বা সময় কাটানোর জন্য আমরা সামাজিক যোগাযোগ সাইট বা ব্লগ সাইট গুলো ব্যবহার করি। আমরা কি আমাদের এই মূল্যবান সময় থেকে কিছু সময় আমাদের দেশ মাতার জন্য ব্যয় করতে পারিনা???
অবশ্যই পারি। আমরা নতুন প্রজন্ম একটু সচেতন হলেই পারি। অবশ্যই আমাদের নতুন প্রজন্ম সচেতন। আর আমরা চাইলেই সততার সাথে দেশের স্বার্থে নিজেদের বিলিয়ে দিতে পারি। যে মা আমাদের যত্ন করে আগলে রেখেছে তার মঙ্গলের জন্য আমরা একটু ত্যাগ অবশ্যই করতে পারি।
শুধু একটু সদিচ্ছা থাকলেই আমরা সত্য প্রচার করতে পারি।
বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান কে
আমরা শুধু আওয়ামীলীগ এর সম্পদ ভেবে এড়িয়ে চললে সেটা আমাদের বোকামি। কারণ তিঁনি সারা বাংলার, উনি কোনো দলের না। তাঁর ৭ই মার্চের ভাষণ সাত কোটি বাংগালী কে অনুপ্রাণিত করেছে, এখনো যেটি শুনলে পশম দাড়িয়ে যায়।
কেউ যদি আমাকে আওয়ামীলীগ এর দালাল ভাবে তাহলে সে একটা ব্লদ।
আসুন সত্য নিজে জানি এবং আমাদের নতুন প্রজন্ম কে জানতে নিজেরাও আর একটু সচেতন হই।
যে দেশ আমাদের মা এর মতো আগলে রেখেছে, সেই দেশ মাতার জন্য না হ্য় একটু কষ্ট মানে নিলাম।
Click This Link
(উৎস: সিডেটিভ হিপনোটিকস)
আমরা যারা রাজাকার দের বিচার চাই, তারা সবাই একটা পিটিশন সাইন করে এই জানোয়ার দের রুখে দিতে পারি।
Click This Link
উৎস: Arif Jebtik
প্রথম যখন হোয়াইট হাউস নিয়ে বক্তব্য শুনি তখন মনে হলো এসব আজগুবি স্ক্যাম। সে অনুপাতে সেটাকে উড়িয়েও দিলাম। কিন্তু আমার কয়েকজন ঘনিষ্ট বন্ধু পরে জানিয়েছেন, এটা স্ক্যাম নয়। সুতরাং হোয়াইট হাউসের এই পিটিশনে স্বাক্ষর করা আপনার আমার দায়িত্বের মধ্যে পড়ে। আগে বিষয়টি উড়িয়ে দেয়ায় আমি দুঃখিত।
দয়াকরে একটু সময় দিন, নিজে স্বাক্ষর করুন, নিজের ফ্রেন্ডলিস্টের সবাইকে স্বাক্ষর করতে অনুপ্রাণিত করুন। আজ লগআউট করার আগে আপনি অন্তত ৫জনকে অনুপ্রাণিত করে স্বাক্ষর করাবেন, এই শপথ নিন। শেয়ার করে বেশি বেশি মানুষকে জানিয়ে দিন। লড়াইয়ের কোনো ক্ষেত্রই যেন আমরা অবহেলায় ছেড়ে না দেই। ছাগুদেরকে প্রতিটি সেক্টরে কোনঠাসা করে ফেলতে হবে।
এই পিটিশন এ এক লাখ মানুষ সাইন করলে হোয়াইট হাউজ এটি বিবেচনা করবে।
শুধু আমরাই পারি একটু সময় নষ্ট করে এই কাজটি করতে। ছড়িয়ে দিন সবার মাঝে।
©somewhere in net ltd.