![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
যারা বিগত কিছুদিন ধরে ঘটে যাওয়া ঘটনা গুলো কে আওয়ামী চক্রান্ত বলে আসছেন তারা কি আজও আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই এর খুন হওয়াকে আওয়ামী চক্রান্ত বলবেন????
প্লিজ বলেন!!!
বলতে তো দোষের কিছু নাই। আওয়ামীলিগ তো দেশটারে গৃহ যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে, কি বলেন?
হ্যাঁ অনেক অসংগতি নিয়েই এই সরকার দেশ চালাচ্ছে কিন্তু তারপরেও তো চেষ্টা করে যাচ্ছে। কই বিরোধী দল তো একবারো অসংগতি গুলো নিয়ে সরকারের বিরুদ্ধে নামেনি? তাঁরা নামছে তবে তা রাজাকার নামক এক জানোয়ার কে বাঁচাতে। অস্থিতিশীল পরিবেশ কে আরও উস্কে দিয়েছে। আওয়ামীলীগেও তো রাজাকার আছে, তারা (বিরোধী দল) তো পারতো সেটাকে ইস্যু বানাতে, কেন করেনি???
জামাতের মতো তারাও ধর্ম কে ঢাল বানিয়ে মানুষ কে বোকা বানাতে চায়। এই ঢাল ব্যবহার করে ক্ষমতায় আসতে চায়।অথচ তাদের সুযোগটাই বেশি ছিলো জন গনকে পাশে নিয়ে ক্ষমতায় আসার। কিন্তু কে শোনে কার কথা।
নিজেদের স্বার্থ বাঁচাতে যে কালসাপটি কে আমাদের প্রধান বিরোধী দল পুষে বড় করেছেন তার পরিনতি কি উনারা বোঝেন না??? যেখানে এদেশের বেশির ভাগ মানুষই ধর্ম সচেতন না হয়ে ধর্ম ভীরু!!! কুসংস্কারে বিশ্বাসী।
এখনো সময় আছে জন গণের আস্থা ফিরিয়ে আনুন। অন্তত মিথ্যাগুলো মুছে ফেলুন। স্বাধীনতার ঘোষক যে বন্গবন্ধু এটা স্বীকার করুন, এতে জাত যাবেনা। লাভবানই হবেন।
আমরা আমাদের স্বপ্নের বাংলাদেশ কে দেখতে চাই, সেটা সবার সম্মিলিত অংশগ্রহনের মাধ্যমে।
নিজেরা কামড়া কামড়ি বাদ দিয়ে আসেন সত্য প্রতিষ্ঠা করি লাল সবুজে।
জয় বাংলা।
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১৮
পিনিকবাজ বলেছেন: ঠিক কৈচেন
২| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:১২
স্টেনটোরিয়ান বলেছেন: বি.এন.পি একটা রাজনৈতিক দল, যেমন তেলাপোকা একটি রঙ্গিন পাখি!
আহমেদ ইমতিয়াজ বুলবুলের ভাই এর খুন হওয়াকে ব্যাখ্যা করার মত যথেষ্ট তথ্য এখনও প্রকাশিত হয়নি। তাই এখনই কোন পক্ষকে দোষ দেয়াটা ঠিক হবেনা।
বঙ্গবন্ধু প্রসঙ্গে বলতে গেলে সংক্ষেপে এটুকুই বলব, ১৯৭১-এ তার মত একজন ছিল বলেই আজ আমরা বাংলাদেশ পেয়েছি।তার অবদান লিখে শেষ করা যাবেনা।
দেশ স্বাধীন হবার পর থেকে বঙ্গবন্ধুর স্বপ্নের সেই বাংলাদেশকে তার কুলাঙ্গার সন্তানেরা চেটে পুটে সাফ করে ফেলেছে। ঠিক যেমনটি জিয়ার পরিবার করেছে। মাঝে মাঝে মনে হয় সপ্ত আসমানে মর্নিং ওয়াকের সময় এই দুই নেতা মুখোমুখি হলে কোথায় মুখ লুকান।
৩| ১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:৩১
পিনিকবাজ বলেছেন: সহমত... উনারা স্বপ্ন বুনে গেছেন আর আমরা সেই স্বপ্ন দু:স্বপ্নে পরিনত করছি।
৪| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:২৬
বিপদেআছি বলেছেন: জামাতরে কিছু কইলেই "র" এর ক্ষ্যাতা উঠে ।"র" , "আইএসআই" , "সিআইএ" এরা বাংলাদেশে সক্রিয় তা সবাই জানে , এটা কোন নতুন বিষয় না , নিজেরা মারামারি করলে অন্যরা সুযোগ নিবেই।কিন্তু তাই বলে জামাতকে বাচানোর জন্য "র" আলাপ একেবারেই ফালতু।
জাশির কুকুরগুলাকে এবার শায়েস্তা করতে না পারলে বাংলাদেশ আরও ৪০ বছর পিছিয়ে যাবে।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৫
পিনিকবাজ বলেছেন: বীর বান্গালীর হাতিয়ার গর্জে উঠুক আরেকবার
৫| ১০ ই মার্চ, ২০১৩ সকাল ৯:৩২
বিপদেআছি বলেছেন: বিএনপির কাছে জাতির আর কিছু পাওয়ার নাই , বিএনপিরে জামাত গিলে ফেলছে , শক্তিশালী বিরোধী দল ছাড়া গনতন্ত্র টেকেনা।
১০ ই মার্চ, ২০১৩ সকাল ১০:২৭
পিনিকবাজ বলেছেন: "বিপদেআছি বলেছেন: বিএনপির কাছে জাতির আর কিছু পাওয়ার নাই , বিএনপিরে জামাত গিলে ফেলছে , শক্তিশালী বিরোধী দল ছাড়া গনতন্ত্র টেকেনা"
কথায় আছেনা: আপন দোষে মারিলো পুটু খরগোশে"
©somewhere in net ltd.
১|
১০ ই মার্চ, ২০১৩ ভোর ৬:০৮
কলাবাগান১ বলেছেন: ১৯৭১ সনে বুদ্ধিজিবীদের হত্যা করার পর জামাত সে একই সুর তুলেছিল (র এর প্ল্যান)