![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
ছোট বেলার স্মৃতি মনে হয় সবাইকেই কাঁদায়।
আবার ফিরে যেতে ইচ্ছা করে কিন্তু কোন এডিট/আনডু অপশন নাই! থাকলে কি এমন ক্ষতি হতো।
স্কুল থেকে এসে গোসল খাওয়া সেরে ঘুমানো ছিলো বাধ্যতামূলক, কিন্তু খেলার সাথীদের সঙ্গ ছেড়ে কি আর ঘুমানো যায়? মা দু'ভাই কে ঘুম পারিয়ে দিতো, আর আমরা ঘুমের ভান করে কিছুক্ষণ শুয়ে থাকতাম। তারপর দে ছুট।
কখনো ফুটবল, কখনো ক্রিকেট, ডাংগুলি, বৌছি, কানামাছি, ডিলপুরি, মার্বেল, লুকোচুরি আর সবচেয়ে ভালো লাগতো প্রিয় করতোয়া নদীতে সাঁতার কাটতে। নদী টি নাকি উন্মত্ত খরস্রোতা ছিল , কিন্তু আমি তা দেখিনি। আমি দেখেছি মৃত এক নদী কে যে আমার উন্মত্ততা দেখেছে তার বুকে।
কত অন্যায় অত্যাচার করতাম মা-বাবাকে, আর বিনিময়ে মাঝেমধ্যে কপালে জুটতো কঠিন মাইর। ইশ কতোদিন মাইর খাইনা!!!
একবার ফুটবল খেলে পা মচকানোর জন্য কি মাইর টা না খাইছিলাম। আহ!!!
আমাদের বাসাটা হাইওয়ে রোডের পাশে, তো একদিন দু'ভাই মিলে নতুন কেনা ফুটবল দিয়ে খেলছিলাম। হঠাৎ বলটি রোডে চলে যায় আর এসময় একটি দানব ট্রাক আমাদের সাধের বলটাকে চাপা দিয়ে যায়। কি শোকাভূত হইছিলাম তা আর বলার অপেক্ষা রাখে না।কয়েক রাত ঘুম হয় নি।
আর একদিন বাসায় পাওয়া হতে পারে সেটা ম্যাগাজিন অথবা খবরের কাগজ, সেখান থেকে গোলাম আযম, সাঈদি, নিজামি কে নিয়ে করা বিদ্রুপ স্লোগান সংগ্রহ করে দু'ভাই একটি পোষ্টার বানিয়ে দেয়ালে লাগিয়েছিলাম। পরে বাসায় এলাকার এক বড় ভাই এসে শাসিয়ে যায়। আর এগুলো পড়তেও মানা করে। তখন বুঝিনি ক্যান তার এই ছোট বাচ্চাদের পোষ্টার দেখে এমন রাগ। এখন বুঝি সে শিবির করতো তাই এই অবস্থা।
সেই ভাই এখন জামাতের অনেক বড় নেতা আর আমি বিশাল এক কর্পোরেট অফিসে কামলা দেই। তাতে আমার কোনো কষ্ট নাই।
সারাদিনের ব্যস্ততা শেষে বাসায় ফিরে পড়তে বসতাম, তার পর রাতে খেয়ে কি যে শান্তির ঘুম ঘুমাতাম।
সেই বন্ধুরা কোথায় এখন যাদের ছাড়া আগে একটা মুহুর্ত কাটতোনা?
এখনো প্রতিদিন দুপুর আসে কিন্তু কোথাও ছুটে যাওয়া হয় না, এখন অলস দুপুর গুলোতে খুব ঘুমাতে ইচ্ছা করে কিন্তু ঘুম আসেনা।
কতদিন টিনের চালে বৃষ্টির স্লোগানে ঘুমাই না। এখন স্লোগান আসে "আমার সোনার বাংলায় রাজাকারের ঠাঁই নাই।"
মা কতোদিন রাতে ঠিক মতো ঘুমাই না জানো? এবার যখন বাড়ি যাবো আমাকে একটু ঘুম পাড়িয়ে দিও প্লিজ.................
কতো দিন সবুজের মাঝে হারাই না.......
এই নষ্ট শহরে নষ্ট আমার প্রতিটি রাত নির্ঘুম কাটে।প্রতিটা নির্ঘুম রাত শেষে মলিন ভোরে এই পঁচে যাওয়া শহরের বেওয়ারিশ কাক গুলো আমাকে সুপ্রভাত জানায়। ক্ষয়ে যাওয়া আমি তাতেই খুশি।
আমি নিজে নষ্ট হবো তবুও কোনো অন্যায়ের সাথে কখনো আপোষ করবোনা।
এই ইট পাথরের শহর ছেড়ে পালিয়ে যাবো সবুজ বনে। কাঠবিড়ালী হবো আমি মা।
©somewhere in net ltd.