![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
"কবিতা লিখতে যতো টা সাহস দরকার তার চেয়ে বেশি দু:সাহস দরকার তা প্রকাশ করতে।"
শেষ পর্যন্ত সেটা করেই ফেললাম।
এতোটা অদ্ভূত শান্ত তুমি?!?
এভাবে অকপটে বাস্তবতা মেনে নিলে?
তুমি যতোটা অবলীলায় তা মেনে নিলে
তার চেয়েও শতগুন বেশি অবাক করে দিলাম,
আমি আমার নিজেকে!
তুমি যখন কষ্টে তোমার চোখ দুটো ভেজালে,
তখন আবেগহীন আমি ভেজালাম আমার ভেতরটা।
আবেগহীন!!!
তুমি এমন অশ্লীল স্নিগ্ধ শান্ত ক্যান?
তোমার এমন স্নিগ্ধতা জড় আমাকে
নতুন করে দু:সাহসি হতে শেখায়।
দু:স্বপ্নও হতে পারে সেটা
কিন্তু শেষ পর্যন্ত আমি সেটাই দেখতে চাই।
যে মায়ার যাদুতে তুমি
অসাড় দেহে প্রাণ আনো।
১০ ই মে, ২০১৩ বিকাল ৫:৪৭
পিনিকবাজ বলেছেন: হা হা হা ....
ধন্যবাদ ধন্যবাদ ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
১০ ই মে, ২০১৩ বিকাল ৫:২৯
ইমরাজ কবির মুন বলেছেন:
বড়োই পিনিকফুল কবিতা হৈসে।
তুমি এমন অশ্লীল স্নিগ্ধ শান্ত ক্যান?
তোমার এমন স্নিগ্ধতা জড় আমাকে
নতুন করে দু:সাহসি হতে শেখায়।
বাহ !