![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!
ফেবুতে জাতীয় কবি'র ফটো প্রো পিক দেয়ার পরে এক বন্ধু ইনবক্স করলো:
বন্ধু: বিদ্রোহী হয়ে গেলি নাকি?
আমি: লাইক দে হারামযাদা নইলে বিদ্রোহী হয়ে যাবো!
বন্ধু: বিদ্রোহী হওয়ার বাকি রাখলি কই?
হ্যাঁ আমি বিদ্রোহী হইতাম চাই।
আমার নিজের বিরুদ্ধে।আমি আমার জাতীয় কবি সম্পর্কে অনেক কিসুই জানিনা।
আজ আরজু পনি 'র পোষ্ট আমাকে বিদ্রোহী হতে বাধ্য করেছে।
আমাদের জাতীয় কবি অথচ আমরা কি নির্বিকার!
ফেবু সামুতে চটি স্ট্যাটাসে অনেক লাইক শেয়ার পাওয়া যায় কিন্তু জাতীয় কবি নিয়ে সেটা করলে পোষ্ট টি থাকে মৃতপ্রায়!
প্রিয় দুটি পংক্তি:
''আমি চিরদূর্দম, দুর্বিনীত, নৃশংস
মহা- প্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস ।''
''আমি চির-দুরন্ত দূর্মদ
আমি দূর্দম, মম প্রানের পেয়ালা হর্দম হ্যায় হর্দম ভরপুর মদ ''
ও হ্যাঁ বন্ধু আমার লাইক দেয় নি।
বন্ধু আয় বিদ্রোহী হই।
২৬ শে মে, ২০১৩ রাত ১:৩৪
পিনিকবাজ বলেছেন: সহমত
ধন্যবাদ, ভালো থাকবেন।
©somewhere in net ltd.
১|
২৫ শে মে, ২০১৩ ভোর ৪:০২
আরজু পনি বলেছেন:
আসলে আমাদেরই ব্যর্থতা ... আমিতো আর কাউকে না নিজেকেই দোষ দেই। আমরা প্রত্যেকেই যদি নিজেদের উদ্যোগে জাতীয় কবির গান, কবিতা সহ অন্যান্য রচনা এবং তার জীবনাচরণ সবার সামনে তুলে ধরি তবে মানুষ কিছু হলেও পড়বে।
আপনার বিদ্রোহী মনোভাবকে স্যালুট জানাই। সব অন্যায় ভেঙ্গে চুরে সামনে এগিয়ে চলুন।
শুভকামনা রইল।।