নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্নরা সাদাকালো, এসো রঙ করি....

পিনিকবাজ

ঘুম টা মনে হয় রিসাইকেল বিন থেকেও ডিলিট হয়ে গেলো শেষ পর্যন্ত!!!

পিনিকবাজ › বিস্তারিত পোস্টঃ

মাঝরাতের প্রলাপ

২৬ শে মে, ২০১৩ রাত ২:৪৭

মাঝরাতে এসেই ক্যান সব শূন্য লাগে?

হয়তো ঘুমিয়ে যাওয়া সবার দীর্ঘশ্বাস গুলো,

তখন শুধু আমাকেই খুঁজে পায়-

পরম ভালবাসায় জড়িয়ে নেবার জন্য।



ওতে আমার কোন আপত্তি নাই

শুন্যে যার শুরু-

শুন্যতাই তো ঘিরে থাকবে।



তাজরিন থেকে সাভার

আইলা থেকে মহাসেন

সব শুন্যতা সব হাহাকার আমার।



আর আছে সব দুখী প্রেমিকের

নির্ঘুম অসহ্য রাত।



হুম সব আমার

আমি মহান

আমার আরও চাই।

মন্তব্য ১০ টি রেটিং +১/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৬ শে মে, ২০১৩ রাত ৩:০৫

স্বপ্নবাজ অভি বলেছেন: ঘটনা সত্যি পিনিকবাজ ! আমারো এমন লাগে !

২৬ শে মে, ২০১৩ রাত ৩:১৩

পিনিকবাজ বলেছেন: তাইলে আপনার হাহাকার গুলোও আমারে দিয়া যান ভাই।
আমার আরো চাই! :)

২| ২৬ শে মে, ২০১৩ ভোর ৬:৫৬

বাংলাদেশী দালাল বলেছেন:

রাত থেকে সকাল
এ যেন অন্ত মহাকাল


পিনিকবাজ মহান ব্লগার
শুন্যের যে নাই কোন আকার
দিমু কেমনে কন?
কমেন্ট করাই বেকার :(



২৬ শে মে, ২০১৩ সকাল ১০:০৫

পিনিকবাজ বলেছেন: :) :) :)

ভাই যা বলেচেন!
আমি শুন্যতা গ্রহনে মহান, ব্লগিং এ মহান না।

পাঠিয়ে দিয়েন কোন এক মধ্যরাতের ডাকপিয়নের হাতে।

অনুকাব্য টা বেশ হইছে।
ধন্যবাদ

৩| ২৬ শে মে, ২০১৩ সকাল ৭:২৪

সাদা মনের মানুষ বলেছেন: শুধু মাঝরাতে ক্যান দিনের আলোতেও আমরা এমন প্রলাপ শুনতে পাই, শুনত্যে পাই কিছু অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:০৭

পিনিকবাজ বলেছেন: সাদা মনের মানুষ বলেছেন: শুধু মাঝরাতে ক্যান দিনের আলোতেও আমরা এমন প্রলাপ শুনতে পাই, শুনত্যে পাই কিছু অতৃপ্ত আত্মার দীর্ঘশ্বাস।

ধন্যবাদ
ভালো থাকবেন।

৪| ২৬ শে মে, ২০১৩ সকাল ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: শূণ্যতাগুলো আমাদের দৈন্য করে দিল ।

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:০৮

পিনিকবাজ বলেছেন: হ্যাঁ।
তবে আমরাই যেন আবার শুন্যতা গুলোকে উল্টা দৈন্য করে দিতে পারি।

ধন্যবাদ।

৫| ২৬ শে মে, ২০১৩ সকাল ৮:৫৫

এহসান সাবির বলেছেন: তাজরিন থেকে সাভার
আইলা থেকে মহাসেন
সব শুন্যতা সব হাহাকার আমার.....

২৬ শে মে, ২০১৩ সকাল ১০:০৯

পিনিকবাজ বলেছেন: ধন্যবাদ

ভালো থাকুন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.