![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
খুব ব্যস্ত সময় পার করছি। তেমন একটা লিখতে ইচ্ছে করে না, পড়তেও না। আসি ঘুরাঘুরি করি আবার চলে যাই। কারো তেমন পোস্ট পড়া হয় না। সামনে হারিয়ে যেতে পারি!! গান শুনতে ভালো লাগে, আড্ডা দিতেও মন্দ নয়। ভালো থাকবেন খুব বেশি বেশি! http://ndpinky.blogspot.com/
প্রতিবছর ঈদের আগের দিন রাতে মেহেদি দেওয়া হয়। এবার ও ব্যতিক্রম নয়। আমি সব সময় নিজেই ডিজাইন করি অন্যদের দেই। তবে আজ আমার বান্ধবী কানিজ আমাকে আর তানজিনা কে মেহেদি দিয়ে দেয়। কানিজের ডিজাইন আমার কাছে ভালো লাগে তাই সবার সাথে মেহেদি রাঙ্গানো হাতের ছবি শেয়ার করলাম......................
এই ছবি গুলো এক সময় স্মৃতি হয়ে থাকবে.............
আর কানিজ কে বলছি জানি তুমি আমার ব্লগ দেখবা আসলেই তুমি সুন্দর করে মেহেদি দিয়ে দিয়েছো। আজ বিকাল টা তোমাদের বাসায় দারুন কেটেছে। আন্টি অনেক কিছু তৈরী করেছে আমাদের জন্য। আন্টিকে অনেক ধন্যবাদ...........
আর আন্টি কে বলছি আপনার ফুচকা দোকানের থেকে দারুন মজা হয়েছে।
আর আমার ব্লগের বন্ধুদের বলছি......
সবাই কে ঈদের শুভেচ্ছা.......
ঈদ মোবারক.......
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৪
পিংকী বলেছেন: আচ্ছা!!
২| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫১
নৈঋত আকাশ বলেছেন: মেহেদী দেয়া সুন্দর হয়েছে। রাঙা হয়ে উঠুক হাত দুটি।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
পিংকী বলেছেন: কাল সকালে মেহেদিতে অনেক রং ধরবে আশা করি!!!!
৩| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৩
আট আনা বলেছেন: সুন্দর, পেলাস
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
পিংকী বলেছেন: ধন্যবাদ সাব ভাইয়া...........!!!!!
৪| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৫
অমাবশ্যার চাঁদ বলেছেন: খুব সুন্দর +++
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫৮
পিংকী বলেছেন: ধন্যবাদ..............চাদ
৫| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০২
চাতক পক্কী বলেছেন: সুন্দর।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৩
পিংকী বলেছেন: ঈদ মোবারক.........
৬| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৩
বাবুনি সুপ্তি বলেছেন: ঈদ মোবারক
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৫
পিংকী বলেছেন: ঈদ মোবারক আপু
৭| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৪
শাফিন বলেছেন: ঈদ মোবারক
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬
পিংকী বলেছেন: শাফিন ঈদ মোবারক
৮| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬
ত্রেয়া বলেছেন: ঈদ মোবারক
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৬
পিংকী বলেছেন: আপু ঈদ মোবারক!!!!!!!
কি অবস্থা?????
৯| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৭
বোহেমিয়ান কথকতা বলেছেন: ভালাইছে ++
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১০
পিংকী বলেছেন: ধন্যবাদ + ঈদ মোবারাক
১০| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:০৯
ঘুমন্ত পথিক বলেছেন: সুন্দর হৈসে। তবে এখন আমার ছোট্ট একটা কুশ্চেন হৈলো - ৩ # ছবিতে ক'জনের হাত? একজনেরই ?
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১১
পিংকী বলেছেন: ১ জন এর ই হাত। ঈদ মোবারাক ভাইয়া
১১| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:১৬
খুশবু বলেছেন: আমার মেহদি দিতে ইচ্ছাকরে না ।কারন কখনই রং হয়না । নখে ,হাতে ।যা শালা আমি লাইফে মেহদি দিমু না ।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:২৫
পিংকী বলেছেন: আমি যদি হাতে মেহেদি দেই দারুন সুন্দর গাড় কালো রঙ হয়
১২| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৩৪
সব যদি আজ বদলে যেত বলেছেন: সুন্দর হইছে। ছোটকালে বোন-আম্মু দিয়া দিত।
এখন কেউ দেয় না।
ঈদ মোবারক।
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
পিংকী বলেছেন: আহা রে...
ঈদ মোবারাক
১৩| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৬
কিং রক্স বলেছেন: COOL
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৩
পিংকী বলেছেন: ওখেই
১৪| ২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১১:৫৭
বাবর মোহাম্মদ বলেছেন: বড়ই সৌন্দর্য..
২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১২:০৩
পিংকী বলেছেন: থ্যাংকু
১৫| ২৮ শে নভেম্বর, ২০০৯ রাত ১:০৮
লাল সাগর বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪০
পিংকী বলেছেন: ঈদ মোবারক লাল সাগর.............
১৬| ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ৯:৪৬
চাঙ্কু বলেছেন: হুম ।
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
পিংকী বলেছেন: হ্যালো চাক্কু ভাইয়া ঈদ মোবারাক........
কেমন আছেন?
তা জটিল ভাইয়ার সাথে কথা হয়????????
হুম কেন?
১৭| ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৭
সাজিদ ইমরান বলেছেন: মেহদীর নকশা, ভালো লাগল । ঈদ মোবারাক ।
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১০
পিংকী বলেছেন: ধন্যবাদ.........
ঈদ মোবারাক........
১৮| ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:০৮
হ্যামেলিন এর বাঁশিওয়ালা বলেছেন: কানিজকে শুভেচ্ছা ও অভিনন্দন। উনার ডিজাইন আসলেই সুন্দর।
ঈদ মুবারক আপনাকেও।
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:১১
পিংকী বলেছেন: ধন্যবাদ ভাইয়া.................
ঈদ মোবারাক.......
১৯| ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:২৬
চাঙ্কু বলেছেন: ঈদ মোবারাক ।
কেমন আছি কইতে পারি না । তুমার খপর কি ?? আর কথা কইতে পারি নাতো । এই জন্য খালি হুমাই ।
তুমি জটিলরে চিন নাকি ?? পোলাডার লগে মেলা দিন কথা হয় না । আফসুস
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৩০
পিংকী বলেছেন: আমি ভাইয়া আছি তেমন ভালো না।
ও হুম করার কারণ জানতে পেরে ভালো লাগছে।
হুম কিছু কিছু চিনি সাথে আপনাকেও......
ওহ কথা হয় না তাহলে তাকে কল করেন!!!
আর আফসুস কইরেন না নাও কল করি কথা বলেন।
২০| ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
চাঙ্কু বলেছেন: আমারেও তুমি চিন ? কেমনে কি ?
তুমিতো আমারে আফসুসের বদলে ডর খাওয়াই দিতেছ । আফসুস
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১০:৫৮
পিংকী বলেছেন: হি হি হি
ডরাইয়েন না চাক্কু বেবী
২১| ২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৩১
ভোরের কুয়াশা...ফয়সাল বলেছেন:
২৮ শে নভেম্বর, ২০০৯ সকাল ১১:৫০
পিংকী বলেছেন: ঈদ মোবারাক ভাইয়া
২২| ২৯ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৩০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: হায়রে এই রকম কপাল আমার হইল না ক্যান ????
আমারে কেউ মেহেদি দেয় না !!! বড়ই আপচুচ...!!!!!
কানিজের সাথে আমার যোগাযোগ করার ব্যবস্থা কর।
আর দোস্ত ঈদে মাংস একটু কমায়া ভক্ষণ কর।
তা না হলে মুটকি হইয়া যাবা
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৪
পিংকী বলেছেন: কেমন কপাল যান বন্ধু!!!
ছেলেরা মেহেদি দেয় না!! যে সব ছেলেরা মেহেদি দেয় তারা হল হাফলেডিস।
তা বন্ধু আপনার কি হাফ লেডিস হওয়ার শখ আছে?
সরি কানিজের সাথে যোগাযোগ করার কোন ব্যবস্থা নাই হাফ................যাই হোক বাকি টা বললাম না বুঝে নেন!!!
আমি ঈদের দিন থেকে ঈদের ৩ য় দিন পর্যন্ত মাংস খেলাম মাত্র ৬ টা!!!!
তাই মোটা হওয়ার কোন সম্ভনা নাই.......................
২৩| ২৯ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:৪২
বড় বিলাই বলেছেন: খুব সুন্দর হয়েছে। আমার এবার মেহেদী দেয়া হয়নি।
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৫
পিংকী বলেছেন: ধন্যবাদ.............
সমস্যা কি আজ মেহেদি দেন।
২৪| ৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:১৫
অনাহূত বলেছেন:
আমিও মেহেদী পড়াতে পারি
৩০ শে নভেম্বর, ২০০৯ সকাল ৮:২৪
পিংকী বলেছেন: ভালোও পাই.........
২৫| ৩০ শে নভেম্বর, ২০০৯ দুপুর ২:৪০
পুরাতন বলেছেন: ঈদ মুপারক
৩০ শে নভেম্বর, ২০০৯ বিকাল ৩:০৮
পিংকী বলেছেন: ঈদ মুবারক পুরাতন.............
ভালো থাকুন
২৬| ০১ লা ডিসেম্বর, ২০০৯ রাত ১০:২৫
শ্রাবনের ফুল বলেছেন: সুন্দর হৈছে!!
০২ রা ডিসেম্বর, ২০০৯ রাত ৮:২১
পিংকী বলেছেন: শুধুই সুন্দর!!!
ভালো হয় নাই???????
২৭| ০৪ ঠা ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৩৬
নীল-দর্পণ বলেছেন: অনেক সুন্দর হয়েছে।
নিজে সুন্দর করে দিতে পারিনা বলে দেই না
শেষ কবে দিয়েছিলাম মনে নেই। বহুদিন পরে এবার ঈদে দিয়েছি পঁচা করে।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:১৩
পিংকী বলেছেন: আহারে কষ্ট পেলাম..........
২৮| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২০
বৈদ্যুতিক আঘাত বলেছেন: হুমম.... বাসি ঈদ মোবারক।
মেহেদীর ডিজাইন চমৎকার লাগলো।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৭
পিংকী বলেছেন: ঈদ মুবারাক....
ধন্যবাদ
২৯| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২১
নীরজন বলেছেন: অনেক সুন্দর হয়েছে..........
০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:২৯
পিংকী বলেছেন: ধন্যবাদ
৩০| ০৫ ই ডিসেম্বর, ২০০৯ বিকাল ৫:৩৮
বাংলাদেশ-ফয়সাল বলেছেন: না আমাদেরকে নতুন করে বলতে হবে না।
আমরা জানি .......পিংকী অনেক ভালো মেয়ে।
০৫ ই ডিসেম্বর, ২০০৯ সন্ধ্যা ৬:১৬
পিংকী বলেছেন: কি মনে করে এ কথা?
যাই হোক ভালো থাকুন ভাইয়া......
মন্তব্যের জন্য ধন্যবাদ
৩১| ০৮ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:২৪
এস.কে.ফয়সাল আলম বলেছেন:
০৮ ই ডিসেম্বর, ২০০৯ দুপুর ২:২৮
পিংকী বলেছেন: কি হল?
৩২| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৯:৫৬
আবু সালেহ বলেছেন:
সুন্দর হইছে...কিন্তু নতুন পোস্ট কোথায়???
১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৪২
পিংকী বলেছেন: ধন্যবাদ ভাইয়া।
নতুন পোস্ট!! আসলে সময় হয় না আর সামুতে আসা হয় না।
দেখা যাক সামনে করবো হয় তো।
৩৩| ১৪ ই ডিসেম্বর, ২০০৯ রাত ৯:৫০
এস.কে.ফয়সাল আলম বলেছেন: বন্ধু কাজটা কি ঠিক হল !!!
১৫ ই ডিসেম্বর, ২০০৯ সকাল ৮:৪৯
পিংকী বলেছেন: কোন কাজ??????
আমি ঠিক বুঝতে পারছি না আপনি কি বুঝাতে চাচ্ছেন আশা করি খুলে বলবেন।
৩৪| ২১ শে ডিসেম্বর, ২০০৯ রাত ১০:১৬
সায়াদ বলেছেন:
ভালা হইছে? অনুমতি দিলে প্লাস দিতাম।
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১০:৫১
পিংকী বলেছেন: হুম আমারো মনে হয়!!
আপনার ইচ্ছা আমি তো কাউকে প্লাস দিলে অনুপতি নেই না!!
যে টা বেশি আছে সেটা দিতে পারেন।
ভালো থাকুন
৩৫| ২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০১
ত্রিভুজ বলেছেন: আরেকজন পিংকি মনে হয় ছিলেন ব্লগে.. বাংলা বিজ্ঞানী পিংকি। আমি ভাবলাম সে-ই... যাক্.. মেহেদী দেখে ভাল লাগলো। এত জটিল কারুকার্য মানুষ হাত পায়ে কিভাবে করে সেটাই একটা রহস্য...
২২ শে ডিসেম্বর, ২০০৯ সকাল ১১:০৭
পিংকী বলেছেন: হি হি হি
সবাই এমন ভাবে
আমি বানান ভুল পিংকী হি হি হি
কারণ আমার বানান অনেক ভুল হয়
আসলে যে কোন কাজ হচ্ছে এক একটা সৃজনশীলতা কোন রহস্য না
যার মাঝে যে টা আছে সে তাই করতে পারে।
যেমন আমি অনেক বানান ভুল করতে পারি।
ধন্যবাদ মন্তব্যের জন্য
৩৬| ২১ শে মার্চ, ২০১০ সন্ধ্যা ৭:৫৩
নিউটন বলেছেন: ভালই তো এইগুলা কি আপনার হাতে নাকি অন্য কারো?
২২ শে মার্চ, ২০১০ রাত ৯:৪০
পিংকী বলেছেন: হি হি হি
হাসালেন। এই পোস্ট এর কি পড়ে মনে হল এগুলো অন্য কারো??
মন্তব্য গুলো পড়ে বলুন তো এই মেহেদী কার হাতে??
৩৭| ২২ শে মার্চ, ২০১০ রাত ৯:৪৬
নিউটন বলেছেন: থাক আর মন্তব্য পড়তে হবে না, আপনার দেয়া মন্তব্য পড়েই বুঝে গেছি কার।
২৩ শে মার্চ, ২০১০ ভোর ৬:২৫
পিংকী বলেছেন: হি হি হি
বুঝলাম কিন্তু রাগ টাগ করলেন না কি?? বুঝলাম না!!
৩৮| ২২ শে মার্চ, ২০১০ রাত ৯:৫৯
রিয়াদ পারভেজ বলেছেন: হমমমম...
২৩ শে মার্চ, ২০১০ ভোর ৬:২৭
পিংকী বলেছেন: হুম
৩৯| ২৩ শে মার্চ, ২০১০ সকাল ৯:৪৯
নিউটন বলেছেন: না আমি সহজে রাগ করি না।
২৩ শে মার্চ, ২০১০ দুপুর ১:১৯
পিংকী বলেছেন: আচ্ছা খুব ভালো গুন।
আমার কিন্তু রাগ বেশি... অল্পতেই রেগে যাই!!
হি হি হি
ভালো থাকবেন!
৪০| ২৩ শে মার্চ, ২০১০ রাত ৮:০১
নিউটন বলেছেন: তবে রেগে গেলে খবর আছে।
২৩ শে মার্চ, ২০১০ রাত ৯:৪৫
পিংকী বলেছেন: বুঝতে পেরেছি তা অনেক আগেই!!
ভালো থাকুন।
রেগে গেলে মাথা ঠান্ডা রাখুন।
ধন্যবাদ
৪১| ২৩ শে মার্চ, ২০১০ রাত ১০:০৬
নিউটন বলেছেন: মাথা ঠান্ডা রাখবো? কিভাবে।
২৪ শে মার্চ, ২০১০ ভোর ৬:৪৭
পিংকী বলেছেন: এত বড় হলেন তাও জানেন না কি করে মাথা ঠান্ডা রাখতে হবে। আসলে এটা কেউ জানে না। তবে ঠান্ডা রাখার উপায় হল, যখন রাগ উঠবে তখন চোখ বন্ধ করে ৩টা বড় নিঃস্বাশ ফেলবেন। এরপর যদি রাগ না থামে, মাথায় পানি ঢালবেন। তাতে কাজ না হলে কাউকে একটা জোরে ঝাড়ি দিবেন। দেখমেন মাথা ঠান্ডা হয়ে গেছে।
হি হি হি
কু-বুদ্ধি দিলাম।
আল্লাহ হাফেজ
৪২| ২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:২৭
নিউটন বলেছেন: মাথায় পানি দিয়েও কাজ হয়না, কিন্তু ঝারি দেবার মানুষ নাই যে।
২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:৩৬
পিংকী বলেছেন: এক কাজ করবেন রাগ উঠার সাথে সাথে চোখ বন্ধ করে ঘুমাবেন।
দেখবেন কাজ হবে। আর তা না হলে কোথায় ঘুরতে যাবেন দেখবেন ভালো লাগবে। তা না হলে কবিতা লিখবেন, আপনি তো চরম কবিতা লিখতে পারেন।
হি হি হি ঝারি দেবার মানুষ না থাকলে নিজেকে দেন।
ভালো থাকুন হ্যাপি ব্লগিং।
৪৩| ২৪ শে মার্চ, ২০১০ দুপুর ২:৫২
নিউটন বলেছেন: ঠিক আছে নিজেকেই দেব।
২৪ শে মার্চ, ২০১০ বিকাল ৩:০১
পিংকী বলেছেন: জ্বি ভালো থাকবেন
ধন্যবাদ
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০০৯ রাত ১০:৫১
অমিত০৯৭ বলেছেন: হাতটা Wax করায়ে নিলে ভালো হইতো। তয় মন্দ হয় নাই
। এনজয় দা ইদ।