নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

হক মাওলা, আয়া পড়চি

আমি একজন ই-পীর

পীরসাহেব

রাতমজুর

পীরসাহেব › বিস্তারিত পোস্টঃ

বাংলার মাটি দূর্জয় ঘাঁটি বুঝে গেলো দুর্বৃত্ত - নির্দলীয় গণমঞ্চ খুলনা বাঙালীর দখলে আছে এবং থাকবে - ২২-০২-২০১৩

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:২৩

আজকের দৈনিক আপডেটেড খবর জানাবার কাজটা বেশ ফুর্তির সাথেই করবো। আশাকরি পাঠকেরাও ফুর্তি নিয়েই পড়বেন। যে যাই বলুন, আজকে এমন কিছুই হয় নি যে মুখ গোমড়া করে রাখবো, তাই না? বরং আজকে মাথা আরো উঁচু করে রাখবো নির্দলীয় গণমঞ্চের সবাই এবং তাদের শুভকামনাকারীরা - আজকে আমরা দেখিয়েছি মাটি কামড়ে পড়ে থাকা কাকে বলে। দুপুর আর বিকেলের আপডেট গুলি পাবেন নীচের দুটি লিংক এ



জাতীয় সংগীত দিয়ে খুলনা নির্দলীয় গণমঞ্চের সান্ধ্যকালীন অধিবেশন শুরু, আমরা সতর্ক জামাত-শিবিরের নবম থেকে শুরু করে বাকি হামলাগুলো ঠেকাতে



নির্দলীয় গণমঞ্চ খুলনা শিববাড়ী চত্তর বাঙালীদের দখলেই আছে



শুরুতে গত কালকের একটা খবর, তাও যশোরের।



গতকাল জামাত-শিবিরের নেতা কর্মীরা যশোরের বেশ ভেতরের দিকের এলাকা মনিরামপুরের কয়েকটি কওমী মাদ্রাসা থেকে ছাত্রদের এনেছিলো দুটো বাসে করে - উদ্দেশ্য নাস্তিক-মালাউন-কাফের মারতে গিয়ে শহীদ বা গাজী হওয়া।



যাই হোক, তারা মোট হাফ মাইল মার্চ করে শ্লোগান দিয়ে হেঁদিয়ে পড়লো - এইসময় দুটো বাস নিয়ে ঢুকলো সাদা পোশাকের পুলিশ। এসেই ডাক, "ও ভাই মনিরামপুর থেকে কে কে আইসেন বাসে উডেন" - দলে দলে তারা চাপলো বাসে। আর বেরসিক সাদা পোশাকের পুলিশ সেই বাস নিয়ে থামালো সোজা থানার ভেতরে :D জামাত-শিবির কি কৌশলে ওদের মাঠে নামায় দেখুন খবেরই ‘ব্লগ-ইন্টারনেট বুঝি না, হুজুরের ডাকে যাচ্ছি’



এবারে আমাদের আজকের খবরগুলো বলি, ফেসবুকে যারা আমাদের খবর জানবার জন্যে নজর রেখেছিলেন, তাদের প্রথম কয়েক ঘন্টা হতাশ করেছি। তবে কিছুই করার নেই, এখানে যারা গাইছে আর কবিতা পড়ছে তাদেরও পথে নামতে হয়, যারা আপডেট দিচ্ছে তাদেরও মাঠে নামতে হয় - লোকস্বল্পতা যে!



যাই হোক, প্রথম আক্রমনটা যখন আসছে তখন শ্লোগানে আগুন ছুঁড়ছে একটা নাম না জানা ছেলে - "নেংটি নেংটি রাজাকার, দলে দলে বাংলা ছাড়", "রাজাকারের তালিকা- দেখতে দাও দিতে হবে", "তালিকা কেনো গোপনে? ফাঁসি হবে ময়দানে", "সব দলের রাজাকার ফাঁসি নিয়ে বাংলা ছাড়" - এইসব।



হঠাৎ দেখি দৌড়ে আসছে কিছউ হিংশ্র মানুষরুপী হায়েনা শিবির আর জামাতের পাল - তখন দেখলাম দুনিয়ার কিছু অবিশ্বাস্য দৃশ্য!



মেয়েগুলো এক পাশে ফ্যাঁকাশে মুখে বসে ছিলো, খুব বেশী হলে কলেজে পড়ে - এক লাফে উঠে কোমর বাঁধলো।



দুই মুরুব্বী, বয়স ষাটের ওপরে - হাতে চ্যালা কাঠ - "মুনাফেকের বাচ্চারা বায়তুল মোকাররমে আগুন দিছে" - বলে দৌড়ে এলেন, পরে শুনেছিলাম ভাত খেতে বসে শোরগোল শুনে ছুটে এসেছেন।



শহরে থাকা পর্যবেক্ষকদের একজন ফোনে জানালো, ওনার দায়িত্বে পড়া এরিয়ায় ঘরের মা-বৌ-বোনেরা ছাদ থেকে গরমপানি ঢেলে একটা মিছিল রুখে দিয়েছেন। জনতাও ঠেঙিয়েছে কিছু।



প্রথমটার পরে এবারে এলো আরেকদিক থেকে, সেখানে পুলিশ যেতে দেরী হয়েছিলো খানিক - পাবলিকের ধোলাই কাকে বলে সেটা টের পেলো জামাত-শিবিরের শুয়োরেরা। কয়েক মিনিটের মধ্যে পৌঁছে পুলিশ এক অর্থে ওদের প্রান বাঁচিয়েছে - আর মিনিট খানেক দেরী হলে বাঁচতো না।



এর পর দফায় দফায় মোট আক্রমন ৮ টা। প্রত্যেকটাই ঠেকানো হয়েছে। শুয়োর প্রতিহত করতে যারা একের পর এক দিকে ছুটে বেড়িয়েছে তাদের শ্লোগানে উজ্জীবিত করেছে যাদের ওপর দায়িত্ব ছিলো কোনো মটেই মঞ্চ না ছাড়বার তারা। হ্যাঁ, একটা ছোট্টো দলকে দায়িত্ব দেওয়া ছিলো, যাই ঘটুক, প্রান থাকতে মঞ্চ বেদখল করা যাবে না। আর শপথ নেওয়া ছিলো গতরাতের অধিবেশনেই - "মরবো তবে কম সে কম একটাকে সাথে নিয়ে"। আজ উপস্থিত জনতাও একই শপথ করেছিলো।



দিকে দিকে জামাত-শিবিরের তান্ডব - আমাদের জাতীয় পতাকা ছেঁড়া - শহীদ মিনার ভাঙা - জাগরন চত্তরে ভাংচুর আর আগুন - এসব খবর রক্ত আগুনের মাত্র বাড়াচ্ছিলো প্রত্যেকেরই।



এর মাঝে খবর পেলাম, ইন্ডিপেনডেন্ট চ্যানেল ভুয়া খবর দিয়েছে। সাংবাদিককে ফোন করেছিলাম - নম্বর বন্ধ।



সন্ধেয় দেখলাম দর্শকের জমায়েত আজ অনেক বাড়তি। শুরু হলো অধিবেশন, নিয়মিত ভাবেই - জাতীয় সংগীতের মাধ্যমে।



এর পরে শুরু হলো গান



"গ্রাম নগর মাঠ পাথার বন্দরে তৈরি হও!

কার ঘরে জ্বলেনি দীপ চির আঁধার তৈরি হও!

কার বাছার জোটেনি দুধ শুকনো মুখ তৈরি হও

ঘরে ঘরে ডাক পাঠাই তৈরি হও জোট বাঁধো

মাঠে কিষান কলে মজুর নওজোয়ান জোট বাঁধো"



"জনতার সংগ্রাম চলবেই!"



"হেই সামাল ধান হো কাস্তে টা দাও শান হো,

জান কবুল আর মান কবুল,

আর দেবনা আর দেবনা রক্তে বোনা ধান মোদের প্রান হো"



"ওরা আমার মুখের ভাষা কাইড়া নিতে চায়

ওরা কথায় কথায় শিকল পরায় আমাদেরই হাতে পায়"



"দুর্গম গিরী কান্তার মরু"



"চল চল চল"



"পূর্ব দিগন্তে সূর্য্য উঠেছে"



জনগন কোরাস ধরেছিলো সবগুলোতেই।



এরপর সিনেমা, তবে সিনেমার আগে আজকের বিশেষ আকর্ষন ছিলো - গোলাম আজমের নিজের মুখের স্বীকারোক্তি - জামাত পাকিস্তানি দল, এখনো তাদের হেড কোয়ার্টার লাহোরে, সাথে যুদ্ধাপরাধীদের বিষয়ে কয়েকটি ক্লিপ। এরপর চলচ্চিত্র "চিত্রা নদীর পারে"।



আমরা আজকে একটু বেশী সতর্ক ছিলাম, আপডেট দেওয়ার সাথে সাথে পালা করে পাহারা দিতে হচ্ছিলো দর্শকেরা যাতে জামাত-শিবিরের কোনো ঝটিকা আক্রমন হলে আক্রান্ত না হন সে দিকে। দুজন সন্দেহভাজন লোককে ডেকে কথা বলা শুরু করতেই আমতা আমতা করে কেটে পড়লো - হাতে পেটমোটা ট্রাভেল ব্যাগ নিয়ে এসেছিলেন ওরা।



সদাগম্ভীর বলে যে শিক্ষিকাকে খুব ভয় পায় আমাদের এক বোন, সামনে এলে ভয়ে মুখে কথা সরে না, সেই মেয়েটা খুব অবাক হলো, যখন সেই শিক্ষিকা এসে গালে হাত দিয়ে আদর করে বললনে, "তাড়াতাড়ি চলে যেও, একা যেও না"। আমি দেখলাম, ভদ্রমহিলার হাতে শক্ত অথচ সাবলীল ভাবে ধরা একটা চ্যালা কাঠ!



এক লোককে দেখলাম ভিডিও করছে তবে ঝুলন্ত কোনো প্রেস কার্ড নেই। ডাক দিয়ে জানা গেলো ইন্ডিপেন্ডেন্টের। কার্ড দেখতে চাইলাম, বলে নেই। জানতে চাইলাম "আপনি ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক?" পাল্টা জবাব দিলো, "আমি কি বলেছি আমি ইন্ডিপেন্ডেন্টের সাংবাদিক?" তখন জনাবকে একটু পাশে নিয়ে বললাম, "কোনো কার্ড আছে?" সে একটা নর্মাল প্রিন্টারে সাধারন কাগজে প্রিন্ট করা লেমিনেটেড কার্ড দেখালো, একটা স্টুডিওর। ঐ স্টুডিও আমি চিনি, বললাম, "আপনাকে ওখানে কোনোদিন দেখিনি" সে জানালো, "নতুন জয়েন করছি।"



এবারে এক ভাইয়া ফোন দিলেন ইন্ডিপেন্ডেন্টের লোকাল করসপন্ডেন্টকে, জানানো হলো, আইডি দিয়ে কাউকে পাঠিয়ে ক্যামেরাম্যানকে নিয়ে যেতে।



একটু পেছনে গিয়ে চা খাচ্ছি, কানে এলো কয়েকজন মুরুব্বীর জটলার আলোচনা, মসজিদের যায়নামাজে জামাত-শিবিরের আগুন দেওয়ার ঘটনাটায় বড় ধরনের ঝাঁকি খেয়েছেন ওরা, সেইটা নিয়েই বাদানুবাদ চলছে।



একসময় শেষ হলো সিনেমা, আর ঘরে ফিরলাম সবাই যার যার মতন।



কাল আবার নামবো পথে, বিক্ষোভ মিছিলে।



তবে তৈয়ার থাকছি, সবাই।



আজকের ছবি দেখবেন? খুব একটা ভালো হয়নি কিন্তু! ফ্ল্যাশ জ্বালাবার মতন চার্জ ছিলো না।



এটা দুপুরের ছবি, আজকের নতুন সংযোজন, হামলার আগে





এগুলো সন্ধের





আর একটা ছোট্টো ভিডিও ক্লিপ দিচ্ছি - আজকের দর্শক জমায়েতের।



নির্দলীয় গণমঞ্চ খুলনা বাঙালীর দখলে আছে এবং থাকবে

মন্তব্য ১০ টি রেটিং +৫/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩০

প্লিওসিন অথবা গ্লসিয়ার বলেছেন: ঢাকা ইউনিভার্সিটির অমর একুশে হলে জামাত শিবির কর্তৃক হামলা এবং প্রতিরোধ প্রসংগে :

হলের অধিকাংশ ছেলেরাই মসজিদে নামাজ পড়তেছিলো জুম্মার; ওইসময় ঐ মিছিল জয় বাংলা বলে একবার হলের সামনে দিয়ে চলে যায় অল্প একটু ( মজার ব্যাপার; এদের কেউ জুম্মার নামাজ পড়েনি, এরা ছিলো রাস্তায় ) তারপর আবার এরা ফিরে আসে ! এবং ইটের টুকরা দিয়ে হলে ঢিল মারতে থাকে ; হলের পাশের এশিয়াটিক সোসাইটি হামলা করে ; পরবর্তী হলের ছাত্রলীগের ছেলে আর সাধারণ ছাত্ররা প্রতিরোধ গড়ে তোলে এবং এক পর্যায়ে তাদের হটিয়ে দেয় চানখারপুর এলাকা থেকে ; এতে আমাদের হলের কয়েকজন আহত হয় এবং তাদের পাচজনকে আটক করা হয় ।

সবচেয়ে আশাব্যাঞ্জক ব্যাপার; একদম নিরীহ কয়েক ছোটভাই তারাও ইট ; স্ট্যাম্প নিয়ে প্রতিরোধে অংশ গ্রহণ করেছে; এই লড়াই বীরত্বের ; এই লড়াই অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের সংগ্রাম !



পরবর্তী ঘটনাঃ

একজনের ফেসবুকের স্ট্যাটাসের রেশ ধরে তাকে শিবির হিসাবে চিহ্নিত করা হয়; পরবর্তীতে প্রোভোস্টের সামনে তাকে জিজ্ঞাসাবাদ করা হয় এবং অনেকগুলো শিবিরকে চিহ্নিত করা হয় !

শেষ খবর পাওয়া পর্যন্ত পাঁচ জন রাজাকারের ছানাকে হলে থেকে তাড়িয়ে দেওয়া হইছে !

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

পীরসাহেব বলেছেন: চলছে ধোলাই চলবে ;)

২| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৪

রিনকু১৯৭৭ বলেছেন: আমার অন্যকরম অনুরোধ। পাকিস্তান আমলে যেসব মাল্টিন্যাশনাল কোম্পানী পাকিদের সাথে কাজ করেছিল এবং ৭১ এর যুদ্ধে পাকিদের সমর্থন যুগিয়েছিল তাদেরকেও বর্জন করা হউক। তাদের পন্য ব্যবহার করা থেকে দূরে থাকি আমরা বাঙ্গালীরা

৩| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৫

যেড ফ্রম এ বলেছেন: পড়তাছি :) পুরাটা। কাহিনী মজা পাইতাছি, পুলিশেরও দেখি ব্যাপুক বুদ্ধি :D

@ গ্লসিয়ার, ঐ ুওরের বাচ্চাগুলার িচি কাইটা হল থিকা বাইর করন যাইতোনা!

২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১:৩৮

পীরসাহেব বলেছেন: হুম, ঠোলা হৈলেও তারা সেয়ানা আছে :D

৪| ২৩ শে ফেব্রুয়ারি, ২০১৩ ভোর ৪:২৭

ধমাধম বলেছেন: খালি হাতে কেন সবাই?!

৫| ২৫ শে ফেব্রুয়ারি, ২০১৩ দুপুর ১২:৫০

আমিনুর রহমান বলেছেন: নির্দলীয় গণমঞ্চ খুলনা বাঙালীর দখলে আছে এবং থাকবে।

সেটাই আমাদের সকল আম ব্লগারের চাওয়া।

৬| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২০

শায়মা বলেছেন: পীরভাইয়া তুমি কি এখন খুলনায় আছো?

২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৩

পীরসাহেব বলেছেন: ঝঞ্ঝা বাহিনীর নিয়মিত ডেরা থাকে নাকি? আজকে এখানে তো কালকে সেখানে :P

৭| ২৬ শে ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৩:৪১

শায়মা বলেছেন: ঝঞ্ঝার মত উদ্দাম
বন্যার মত অপ্রতিরোধ্য.........:)

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.