| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ পহেলা ফাল্গুন,১৩ ফেব্রুয়ারী টি এস সি, ঢাকা বিশ্ববিদ্যালয় স্বড়ক দ্বীপে সাংস্কৃতিক সংগঠন দৃষ্টি আয়োজন করে বসন্ত উৎসব।সকাল ১০ টা থেকে শুরু হওয়া এই উৎসব উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয় এর মাননীয় উপাচার্য আ আ ম স আরেফীন সিদ্দীক।এই সময় দৃষ্টির সদস্য বন্ধুরা উদ্বোধনের সময় আগত অতিথিদের মধ্যে ফুল ও আবীর বর্ষন করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর স্বত্তাধীকারী ওসমান গনি। উপস্থিত ছিলেন অনু্ষ্ঠানের প্রান সণ্চালক দৃষ্টির সভাপতি মোশাররফ হোসেন।এরপর শুরু হয় দিনব্যাপী বসন্তের গান ও আবৃতি। দলীয় গান পরিবেশন করেন দৃষ্টির বন্ধুরা।একক গান পরিবেশন করেন রাশেদুল ইসলাম,আরিফ রহমান,ইলোরা,শিল্পী। আবৃত্তি করেন পংকজ, হিমেল ও লাবন্য। এই মণ্চ থেকে আগত দর্শকদের থেকে দিনব্যপী যুদ্ধাপরাধীদেরকে ভৎসনা সূচক মন্তব্য ও উন্মুক্ত মতামত প্রকাশের ব্যবস্থা রাখা হয়।
©somewhere in net ltd.