নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ তোমায় ভালবাসি...।

চুরমার

চুরমার করে দেব অন্যায়, অবিচার ও কুসংস্কার

চুরমার › বিস্তারিত পোস্টঃ

রাজাকারের বংশধরদের প্রতিহত করুন।

১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৫:৪৪

প্রিয় বন্ধুরা,



বাঙালি কখনো হারেনা, হারতে জানেনা আর হারবেওনা। বাঙ্গালির কোন দাবি সংগ্রাম ছাড়া আদায় হয়নি।



১৯৪৭

ওরা আমাদের মায়ের মুখের ভাষা কেরে নিতে চেয়েছিল। ৫২ তেও আমরা সংগ্রাম করেছি, রক্ত দিয়েছি, আমার ভাই কে হারিয়েছি। কিন্তু আমরা হারিনি... অবশেষে আমরা "বাংলা ভাষা" পেয়েছি। আমাদের এই ভাষা রক্ত দিয়ে কেনা। এমন কোন ভাষা নেই, যে ভাষার জন্য এতো রক্ত ঝরেছে।



১৯৭১

ওরা আমাদের গোলাম করে রাখতে চেয়েছিল। ওরা আমাদের সাম্প্রদায়িকতার বেড়াজালে আবদ্ধ করে রাখতে চেয়েছিল। কিন্তু পারেনি। আমরা আমাদের বাবা, মা, ভাই কে হারিয়েছি। আমার বোনের ইজ্জত লুণ্ঠিত হতে দেখেছি। সহ্য করিনি... লরাই করেছি, রক্ত দিয়েছি। নস্যাৎ করে দিয়েছি পাকিস্তানি ও পাকিস্তানি দালালদের বাসনা। অবশেষে প্রাণপ্রিয় মাতৃভূমি বাংলাদেশ পেয়েছি।



স্বাধীনতা পরবর্তীতে বিভিন্নভাবে পাকিস্তানি দালাল-রাজাকারদের লালন করা হয়েছে, তাদের পুনর্বাসন করা হয়েছে। তাদের হাতে দেয়া হয়েছিল দেশে গুরুভার। যা জাতির জন্য চরম লজ্জা.........



২০১৩

শহীদদের রক্তে ভেজা এই বাংলার মাটি। এই মাটির সন্তান আমরা। আমরা ৭১ এ স্বাধীনতা যুদ্ধে অংশ নিতে পারিনি। ২০১৩ তে এসে রাজাকার নিধন অভিযানে নেমেছি। এটা এক অন্যরকম যুদ্ধ...। যুদ্ধে বিভিন্ন বাধা বিপত্তি আসবেই।। হতাশ হলে চলবে না... এ যুদ্ধে আমরা জিতবই।। জাতীর মোচন না করে ঘরে ফিরছি না। আমাদের এ যুদ্ধ প্রতিহত করার জন্য বাচ্চা রাজাকাররা অনলাইনে ও অফলাইনে বিভিন্ন অপপ্রচার শুরু করে দিয়েছে ।। এদের অপপ্রচারে কান দেবেন না। বাঘের হুঙ্কারের কাছে ছাগলের ভ্যা ভ্যা কিছুই নয়। এদের প্রতিহত করুন সামাজিকভাবে, অনলাইনে ও অফলাইনে। প্রতিজ্ঞা করুন "যুদ্ধ করতে এসেছি, শেষ না করে ফিরছি না" । এ যুদ্ধ কোন দল বা গোষ্ঠীর স্বার্থে নয়, এ যুদ্ধে দেশের স্বার্থে।





আমরা বাঙালি , বাঙ্গালি হারতে জানেনা............

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.