নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ তোমায় ভালবাসি...।

চুরমার

চুরমার করে দেব অন্যায়, অবিচার ও কুসংস্কার

চুরমার › বিস্তারিত পোস্টঃ

আমি ব্লগার নাকি নাস্তিক??

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪০

ব্লগের সাথে আমার পরিচয় ২০০৮ সাল থেকে। প্রথম দিকে শুধু অন্যের লেখা পরতাম। ২০০৯ সাল থেকে ব্লগে টুকিটাকি লিখতাম। এখন পর্যন্ত লিখে যাচ্ছি। সে হিসাবে আমি একজন ব্লগার।



একদিন আমার অফিসের কাজে এক সহকর্মীর সাথে গিয়েছিলাম শান্তিনগরের এক ক্লায়েন্ট এর বাসায়। ক্লায়েন্ট এক ভদ্র মহিলা, ইঞ্জিনিয়ার। কাজ শেষে ফেরার কিছু আগে ভদ্র মহিলা জিজ্ঞাস করলেন "শাহবাগের কি খবর?, আমি তো প্রতিদিন টিভিতে দেখছি খুব যেতে ইচ্ছা করছে" ...... এসময় পাশ থেকে আমার সহকর্মী আমাকে দেখিয়ে বললেন উনি ব্লগার। ভদ্র মহিলা অনেকটা আবেগাপ্লুত হয়ে গেলেন, উনার বাবা একজন মুক্তিযোদ্ধা ছিলেন। উনি বিভিন্নভাবে প্রশংসা করতে লাগলেন যেমন " আপনারা এই প্রজন্মের মুক্তিযোদ্ধা, আপনারাই পারবেন দেশটাকে নতুন করে গড়তে...... ইত্যাদি ইত্যাদি" । ... প্রশংসা শুনে নিজেকে বেশ ধন্য মনে করলাম, খুশিও হলাম বেশ।



৪৫ দিন পর আজকের ঘটনা:

প্রতিদিনের মতো আজকেও অফিসে গেলাম যথা সময়ে। আমাদের অফিসে সকালে চা খেতে খেতে হালকা পাতলা রাজনৈতিক আলাপ চলে। আমার এক সহকর্মী কথা প্রসঙ্গে বললেন "সরকার হেফাজত কে সভা করার অনুমতি দিয়ে ঠিক কাজ করেনি, অনেক লোকের সমাগম ঘটবে যাতে হাঙ্গাম সৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি"।... আমি তার কথায় সমর্থন দিয়ে বললাম " শান্তিপূর্ণ হলে তো সমস্যা নাই, তারা যদি শাহবাগের মতো দীর্ঘ সময় অবস্থানের সিদ্ধান্ত নেয় তাহলে তো খুব খারাপ অবস্থা হয়ে যাবে"।... এমন সময় পাশের আরেক সহকর্মী বলে উঠলেন "ব্লগারদের মতো কথা বলেন কেন,বুঝেছি নাস্তিক হয়ে গেছেন" ।... আমি তো অবাক !! আমি তাকে জিজ্ঞাস করলাম ভাই ব্লগার মানে কি নাস্তিক?? আপনি কি কোনদিন ব্লগ পরেছেন?? উনি প্রশ্নের কোনও উত্তর না দিয়ে বললেন "এসব পরা লাগেনা, এতো মানুষ বলতেছে.....................।।"... অথচ উনি স্নাতক আর্কিটেক্ট।।



হিরো থেকে আমি হয়ে গেলাম নাস্তিক। তাহলে বুঝুন মানুষ ব্লগারদের এরকম মনে করছে কেন!! এর প্রধান কারণ *আমরা বাঙালি, বাঙালী জন্মগতভাবেই হুজুগে হয়। রাস্তার পাশে ৫ জন মানুষের জমায়েত দেখলে ওখানে ঢু মারতে পছন্দ করি, চিলে কান নিয়ে গেছে বললে নিজের কানে হাত না দিয়ে চিলের পেছনে ছুটতে থাকি। আর উপরের বস যখন বলেন তখন তো কথাই নেই।



ব্লগারদের যারা ঢালাওভাবে নাস্তিক বলছেন তারা কখনো ব্লগ লেখেননি এবং পড়েননি। বড় হুজুর বলেছে ব্লগার মানে নাস্তিক, তাই আমিও বলি। আবার অনেক দলের নেতারা তো প্রকাশ্যে সমাবেশে নাস্তিক নাস্তিক করে মুখে ফেনা তুলে ফেলছেন। তার কর্মিরা তো আর দেখার দরকার নাই।। নেতা বলছে বলে কথা আমার আর দেখার দরকার কি।।



মানুষের এই ভুল ভাঙ্গাতে হবে।। তাদেরকে এটা বুঝাতে হবে আপনিও ব্লগ লিখতে পারেন আপনার মতো করে। অন্য একজনের লেখা আপনার মতের সাথে নাও মিলতে পারে। তাকে লেখার মাধ্যমেই পরাস্ত করলে হবে, খুন করে নয়। আপনার একটি লেখা হয়তো তার মনোভাব বদলে দিতে পারে।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১০:৪১

রুশন বলেছেন: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার বরাবরে হেফাজতে সাঈদী পরিষদের ১১৯ দফা দাবী
০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৪ |

শেয়ারঃ 00


১. ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সকল কুফুরী বিশ্ববিদ্যালয় বন্ধ করিয়া মক্তব-মাদ্রাসায় রূপান্তরিত করিতে হইবে এবং আগামী প্রজন্মকে ঈমানী শিক্ষায় শিক্ষিত করিয়া মাওলানা দেলওয়ার হোসেন সাঈদীর স্বপ্ন পূরণে সকল প্রকার পদক্ষেপ গ্রহণ করিতে হইবে।

২. দেশের যে সকল হাসপাতালে অপেন হার্ট সার্জারী হয় সেগুলোর ডাক্তারদেরকে পরিবর্তন করিয়া শিবির কর্মীদেরকে স্থলাভিষিক্ত করিতে হইবে। গবেষণায় দেখা গেছে, রগ কাটার মেশিন দিয়ে শিবির কর্মীরা যথাযথভাবে অপেন হার্ট সার্জারীসহ সকল প্রকার সার্জারীতে পারঙ্গম। এমতাবস্থায় আমরা মনে করি, কাফের ডাক্তারদেরকে চাকুরীচ্যুত করিয়া সুন্নতি ডাক্তার নিয়োগ দিয়া সরকার তার ঈমাণের পরিচয় দিবে।

৩. যেসকল পাইলটরা মসজিদ মাদ্রাসার উপর দিয়ে এরোপ্লেন চালিয়ে যায় তাদেরকে চাকুরীচ্যুত করিয়া মাদ্রাসাশিক্ষায় শিক্ষিত পাইলটদেরকে শরিয়া মোতাবেক প্লেন চালানোর জন্য নিয়োগ দিতে হইবে এবং মহিলা এয়ার হোষ্টেসের পরিবর্তে গেলমান নিয়োগ করিতে হইবে।

৪.১৯৭১ সালে কয়েকটি মাত্র খুন আর ধর্ষণের জন্য সাঈদী সাহেবের মতো মর্দে মুজাহিদকে ফাঁসির দন্ডাদেশ দিয়া দেশের সকল তাওহিদানী এবং তাওহিদী জনতার অন্তরাত্মা ফুক্কা করিয়া দিয়াছে। আমরা মনে করি, সাঈদী সাহেবের এমন লঘু অপরাধের জন্য বড় জোর কোনো অষ্টাদশীর হাত দিয়ে ১৯টি পুষ্পাঘাতই যথেষ্ট ছিলো। অতএব অবিলম্বে ফাঁসির রায় প্রত্যাহারপূর্বক সকল দেশপ্রেমকি যুদ্ধাপরাধীদের বেকসুর খালাস দেওয়া হোক।

৫. বাংলা ব্লগ হইতেছে আবুলাহাবের আড্ডাখানা। এইসব ব্লগ বন্ধ করার পাশাপাশি সারা বাংলাদেশে ইন্টারেনেট সার্ভিস বন্ধ করিয়া ইহুদী নাসারাদের হাত হইতে মুসলমান মরদ ও আওরতদের রক্ষা করিতে হইবে।

৬.গণজাগরণ মঞ্চে মিছিলকারী মেয়ে লোকদেরকে অগ্নিকন্যা বলা যাইবে না। তাহাদেরকে দোজখের কন্যা বলিয়া প্রজ্ঞাপন জারী করা হোক।

৭. যেসকল টেলিভিশনে আওরতকুল সংবাদ পরিবেশন করে সেই সকল টেলিভিশনের লাইসেন্স বাতিল করিতে হইবে এবং মহিলাগণমাধ্যমকর্মী, মহিলা ডাক্তার, ম্যাজিষ্টে্টসহ ঘরের চার দেয়ালের বাহিরে যেসকল নারীরা কর্মক্ষেত্রে যাইবে তাহাদিগকে মুরতাদনী ঘোষণা করিতে হইবে।

৮. সক্রেটিস, প্লেটো, রবীন্দ্রনাথ, গ্যালিলিও, অ্যারিষ্টটল,নীটসে, রাসেল এইসব নাস্তিকদের রচনা বাদ দিয়া এদেশের জ্ঞানী হুজুরদের বয়ান পাঠক্রমে অর্ন্তভুক্ত করিতে হইবে। ফররুখ আহমদ, আল মাহমুদের রচনা বহাল রাখা যাইতে পারে এবং তাদেও রচনা হইতে যক্ষèা, নিউমোনিয়াসহ যাবতীয় রোগের হালাল ঔষধ বাজারজাত করিতে হইবে।

৯.আন্জুমানে বাইয়িতান নামের সংগঠন আমাদের লংমার্চকে অনৈসলামিক আখ্যায়িত করে নাস্তিক ট্যাগ দিয়াছে। আমরা নাকি মাও সেতুংকে অনুসরণ করে লংমার্চের ডাক দিয়াছে। এমন মন্তব্যকারীদের মুন্ডু দ্বিখন্ডিত করিবার জন্য গভর্ণমেন্টের তলোয়ারে ধার দেওয়া হোক।

১০. কসাই মোল্লা বা কাদের মোল্লাকে বঙ্গবীর উপাধী দিতে হইবে।
মানুষ হত্যার জন্য রাষ্ট্রের কোষাগার হইতে কোনপ্রকার গোলাবারুদ ব্যবহার না করিয়া রাম-দা দিয়া মানুষ জবাই করিয়া রাষ্ট্রের কৃচ্ছতা সাধন করিয়াছেন। এমন মিতব্যয়ীকে একুশের পদক বা রাষ্ট্রীয় সম্মাননা প্রদান খুবই জরুরী বলিয়া আমরা মনে করিতেছি।

১১.বর্তমান সরকার দেশকে ডিজিটাল করিবার নামে আমাদেও ক সুন্দরী আওরতদেরকে (বেহেশতের নেয়ামত) পর্দার বাহিরে নিয়া আসিতেছে। এমতাবস্থায় আইন করিয়া দেশকে পুনরায় এনালগ করিতে হইবে।

১২. চুল এবং দাড়িতে লাগানোর জন্য কফি কালার ও কমলা কালারের হেয়ার ডাই বা কলপের দাম কমাইতে হইবে এবং মন্ত্রী এমপিদেরকে চুল দাড়ি লম্বা রাখিতে বাধ্য করিতে হইবে। মনে রাখিতে হইবে নাফরমান এমপিরা পরকালে ওয়ার্ডকমিশনারও হইতে পারিবে না। (চলিবে)

২| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:০৮

মুহাম্মদ জহিরুল ইসলাম বলেছেন: ঠিক এই প্রশ্নের উত্তর চিন্তা করেই একটা পোস্ট লিখেছি যেটা আপনার এই পোস্টের পরিপূরক হতে পারে। দেখুন দয়া করেঃ

প্রসংগঃ ব্লগার = নাস্তিক, এই অপপ্রচারের দ্বায়ভার কার??

৩| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:১৫

জুন বলেছেন: এই কথাটি আমি একটু আগে ফেবুর স্ট্যাটাসে লিখেছি।


টিভির খবর টক শো পেপার সব জায়গায় শুধু কানে আসে আর চোখে ভাসে ব্লগার ব্লগার । চেনা জানা, আত্মীয় স্বজন ফোন করে বলে 'ছি ছি তুই ও তো ব্লগিং করিস' ... আবার কেউ সাবধান করে। কি যন্ত্রনা ...কয়েকজন ব্লগারের জন্য আমাদের ইমেজটা আজ কোথায় :(

০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:২৬

চুরমার বলেছেন: থেমে গেলাম তো হেরে গেলাম।।

৪| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৩

এস বাসার বলেছেন: জাস্ট হাতে গোনা ২/৪ জন ব্লগারের জন্য পুরো হিসেবটাই পাল্টে গেলো.........

৫| ০৬ ই এপ্রিল, ২০১৩ রাত ১১:৩৬

এ্যানড্রোমিডা বলেছেন: গাধার বাচ্চা সব.. ওদের চোখে ৭১ এ মুক্তিযোদ্ধারা দুস্কৃতিকারি ছিলো ২০১৩ তে এরা ব্লগারদের নাস্তিক বলছে।

মুক্তিযুদ্ধ এখনো শেষ হয়নি .. বাংলাদেশ এই গুটি কয়েক ছাগলের ম্যা,ম্যা শব্দে ভীত নয়। ওর ভাবেনা বা ভাবার ক্ষমতাও নেই যে একবার যদি সাধারণ মানুষের ধৈর্যের বাধ ভেঙ্গে যায় এরা ওদের পাকিস্তানে যেয়েও পারপাবে না। বাংলাদেশ বাংলাদেশই থাকবে, পাকিস্তান বা আফগান হবেনা... আমার পূর্ব পুরুষ ৭১ এ রক্তদিয়ে এই দেশ কিনেছে.. যদি আবার লাগে আমিও দেব। এই দেশ কখোনো মৌলবাদিদের ছিলোনা হবেও না।

বাংলাদেশে এখন ইসলামের চরম অপমান হচ্ছে। দাড়ি, টুপি পড়ে কিছু শয়তান/ইবলিশ মহানবির (সাঃ) নামে ব্যাবহার করে আদাতে কিছু খুনি, ধর্ষক, লুটেরাকে রক্ষা করতে নেমেছে - নাওযুবিল্লাহ। হে মাহান আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদের এই হেফাজত নামধরী বর্ণ চোরা কাফেরদের হাত থেকে আপনার প্রদত্ত ইসলামে পবিত্রতা রক্ষার তৌফিক দিন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.