নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

বাংলাদেশ তোমায় ভালবাসি...।

চুরমার

চুরমার করে দেব অন্যায়, অবিচার ও কুসংস্কার

চুরমার › বিস্তারিত পোস্টঃ

ইন্টারনেটের আপলোড স্পীড এখনও আগের চেয়ে অর্ধেক।

২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:২৪

ইন্টারনেট আপলোড স্পীড এখন আগের চেয়ে অর্ধেক। আমি ওলো ব্যবহার করি ৫১২ Kbps এর লাইনে আগে আপলোড স্পীড ছিল ১৬০ kbps এখন পাচ্ছি ৮০ kbps.



কয়েকদিন আগে আপলোড স্পীড ২৫% এ নামিয়ে আনার জন্য সার্ভিস প্রভাইডারদের নির্দেশ দিয়েছিল বিটিসিএল। তখন ৫১২ কিলোবিটের লাইনে আপলোড স্পীড হয়ে গিয়েছিল ৪০ কিলোবিট/সেকেন্ড। পরেরদিন তা প্রত্যাহার করে । কিন্তু আদেশ প্রত্যাহার করার পর সেই স্পিড আগের অবস্থায় আনা হয়নি। ২৫% থেকে ৫০% করা হয়েছে। মানে আপনি আগে স্বাভাবিক অবস্থায় যে আপলোড স্পীড পেতেন বর্তমানে তার অর্ধেক পাচ্ছেন। পাবলিকের আইওয়াস করা হয়েছে মাত্র।



এখন মেইলে ২০ মেগাবাইটের একটা ফাইল আপলোড দিলে একচমক ঘুম দেয়া যায়। ভালো তো, ভালো না !!



সারা বিশ্ব যেখানে ইন্টারনেট স্পীড বাড়ানোর জন্য নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার করা হচ্ছে, সেখানে আমাদের দেশে স্পীড ডাউনগ্রেড করা হচ্ছে।। বাহ্‌ ভালো তো, ভালো না!!



আমাদের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হলেন একজন এডভোকেট। বাহ্‌ ভালো তো, ভালো না!!



বিটিআরসির চেয়ারম্যান শুনিল কান্তি বোশ, তিনিও ইঞ্জিনিয়ার ব্যাকগ্রাউন্ডের নন, তিনি পড়ালেখা করেছেন জুওলজিতে। বাহ ভালো তো, ভালো না!!!



হে বাঙ্গালি জাতি, তোমরা যদি কামারের কাছে থেকে দই এর আশা করো তাহলে কি পাবে??

মন্তব্য ৫ টি রেটিং +১/-০

মন্তব্য (৫) মন্তব্য লিখুন

১| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৪:৩৮

অন্ধকারের আলোকিত বাসিন্দা বলেছেন: আমাদের ডাক ও টেলি যোগাযোগ মন্ত্রী হলেন একজন এডভোকেট। বাহ্‌ ভালো তো, ভালো না!!

২| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:২৫

shapneel বলেছেন: X(( X(( X(( বাংলার আকাশে আজ দুর্যোগের গনঘটা

৩| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৩৮

বিদ্রোহী ভৃগু বলেছেন: পাবলিকের আইওয়াস করা হয়েছে মাত্র।

প্রতারণা।

আর মোটা দাগে বললে মিথ্যা বলেছে জাতি সাথে!!!!!

৪| ২৩ শে মে, ২০১৩ বিকাল ৫:৪০

শিব্বির আহমেদ বলেছেন: গাধাকে দিয়ে ঘোড়ার কাজ হয়না । ঘোড়ার কাজের জন্য ঘোড়াই দরকার ।

৫| ২৩ শে মে, ২০১৩ রাত ৯:৩৭

ঢাকাবাসী বলেছেন: এরকম অপদার্থ অদক্ষ অকর্মন্য মন্ত্রীসভা এদেশের ইতিহাসে আর আসেনি। ছাগল দিয়ে হাল চাষ হয়না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.