![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বাংলাদেশ ব্যাংক নিউইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকে টাকা রেখে নিশ্চিন্তে ঘুমিয়ে ছিল। ব্যাপার টা এমন যে, আপনার বাড়ি লক করে চাবিটা দরজার সামনে পাপোশের নিচে রেখে দেয়ার মতো, যাতে কেউ দেখতে না পায়।
বাংলাদেশ ব্যাংক এর রিজার্ভ হতে যে টাকা চুরি হয়েছে অনেকেই বলছেন এটা হ্যাক। হ্যাক আর চুরি দুটি ভিন্ন বিষয়। আমার ফেইসবুক একাউন্টের পাসওয়ার্ড কেউ চুরি করে কাউকে ম্যাসেজ সেন্ড করলে সেটা মোটেই হ্যাক নয়। আবার কেউ পাসওয়ার্ড না জেনে ফেসবুকের সার্ভারে ঢুকে বা অন্য কোনভাবে সেটা করে থাকলে, সেটা হবে হ্যাক।
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে টাকা অন্য একাউন্টে টাকা ট্রান্সফার করতে হলে সেই কমান্ড দিতে হয়েছে। অথবা নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এর সিস্টেমে ঢুকে ভুয়া কমান্ড জেনারেট করা হয়েছে।
নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংক এর সিস্টেম হ্যাক করা মোটেও সহজ নয়, যতটা না সহজ বাংলাদেশ ব্যাংক এর সিস্টেম থেকে কমান্ড দেয়া।
আর বাংলাদেশ ব্যাংক এর পিসি গুলোতে ঢুকতে হলে মেলওয়্যার ইন্সটল কবা বা কমান্ড পাঠাতে মোটামুটি নিশ্চিতভাবেই বলা যায়, সেখানকার উপরের লেভেলের কর্মকর্তা হাত রয়েছে, এবং তাদের পেশাগত দক্ষতার অভাব রয়েছে।
এখনো দেখবেন ব্যাংক এর পিসিগুলোতে উইন্ডোজ এক্সপি চলে, যার সিকিউরিটি ব্যাবস্থা একিবারেই দূর্বল। মানে সেগুলোতে ম্যালওয়্যার বসিয়ে ইনফরমেশন হাতিয়ে নেয়া খুবি সহজ।
আর আমরা এন্টি ভাইরাস, এন্টি ম্যালওয়ার মানে বুঝি কোন একটা সফটওয়্যার, যেমন ক্যাসপারস্কি, নরটন ইত্যাদি। এসব সফটওয়্যার আপনাকে শতভাগ নিরাপত্তা দিতে পারবেনা। শক্তিশালি প্রতিরোধ ব্যাবস্থার জন্য দরকার হার্ডওয়্যার লেভেলের সিকিউরিটি এবং দক্ষ জনবল। যেটি বাংলাদেশ ব্যাংক এর আছে কিনা সন্দেহ!!
এর গভর্নর পদত্যাগ করা রিজার্ভের টাকা চুরির সমাধান নয়। দরকার প্রুযক্তিজ্ঞান সম্পন্ন জনবল, হার্ডওয়্যার লেভেলের ফায়ারওয়াল এবং সবচেয়ে বেশি দরকার চোর বাটপারহীন সরকারি অফিস।
২| ১৫ ই মার্চ, ২০১৬ রাত ১০:৫০
বিজন রয় বলেছেন: দুটাই।
©somewhere in net ltd.
১|
১৫ ই মার্চ, ২০১৬ রাত ৮:৩৫
মহা সমন্বয় বলেছেন: চুরি !!