![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
অনেক ব্লগ ঘুরে সামুকেই আট মাস আগে বেছে নিয়েছিলাম নিয়মিত ব্লগিং করব। কিন্তু সামুতে ব্লগিং করার স্বপ্ন বাস্তবে রূপ নিল না এখনো। ৭ দিন না হলেও ১/২ মাসের ভিতরে সেইফ হয়ে ব্লগিং করছে পরিচিত অনেকেই। কিন্তু আট সাম পরও ওয়াচেই রয়ে গেলাম কিন্তু বুঝলাম না আমি কি দুষ করলাম।
সামু আমার প্রতি সদয় হবে আশা করছি।
আমি জানি প্রথম পেইজে এক্সেস না হলে কেউ পোষ্ট দেখতে পারে না, এই পোষ্টটিও কারো চোখে পড়বে না বলেই আমার বিশ্বাস। তারপরও কোন সিনিয়ার ব্লগার যদি এই পোষ্টে আসেন তবে দয়া করে মন্তব্যের ঘরে লিখে যাবেন কি করলে দ্রুত সেইফ হওয়া যাবে। আর কেনইবা আমাকে ৮ মাসেও সেইফ করা হচ্ছে না।
আমি কি আমার বিগত পোষ্টগুলোতে এমন কিছু লিখেছি যার কারণে মডুদের বিরাগভাজন হয়েছি? যদি তাই হয়ে থাকে তবে দু:খ প্রকাশ করছি। আমাকে এবারের মত ক্ষমা করে ব্লগিং করার সুযোগ দেওয়া হোক।
ধন্যবাদ সবাইকে.............
২| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১০:৫৬
সুমন কর বলেছেন: হ্যাপি ব্লগিং...হ্যাপি ব্লগিং........
জানলাম আপনি জেনারেল হইছেন।
৩| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৩
বেকার সব ০০৭ বলেছেন: হ্যাপি ব্লগিং! অভিনন্দন আপনাকে।
জেনারেল হয়েছেন এই নিয়ে একখানা পোস্ট প্রসব করতে পারেন
৪| ১১ ই ডিসেম্বর, ২০১৩ রাত ১১:১৬
বাঁশ আর বাঁশ বলেছেন: আমি ৮ মাস পর আজ সেফ হইছি।
আশা করি আপনিও দ্রুত হবেন।।।
©somewhere in net ltd.
১|
২৭ শে নভেম্বর, ২০১৩ দুপুর ১:৪৮
পদ্মাসেতু বলেছেন: ৯ মাস ১ সপ্তাহ পার হলো, কপালে সেইফ নাই। এই ব্লগে আর ব্লগিং করার স্বাদ পূরণ হলো না।